ETV Bharat / bharat

Ragging in Business School: দুন বিজনেস স্কুলে ব়্যাগিংয়ের শিকার বাংলার ছাত্র! নির্যাতিতকেই বহিষ্কার করল কর্তৃপক্ষ

author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 20, 2023, 2:56 PM IST

Bengal Boy Ragged in Doon Business School: দুন বিজনেস স্কুলে ব়্যাগিংয়ের শিকার পশ্চিমবঙ্গের ছাত্র ৷ নিজেই ভিডিয়ো শেয়ার করে এই অভিযোগ করেছেন তিনি ৷ দাবি, কলেজ কর্তৃপক্ষকে অভিযোগ জানালে বহিষ্কার করা হয়েছে খোদ নির্যাতিতকে ৷ ঘটনাকে ঘিরে ভাঙচুর বিজনেস স্কুলে ৷

Doon Business School
দুন বিজনেস স্কুলে ব়্যাগিংয়ের শিকার পশ্চিমবঙ্গের ছাত্র

দেরাদুন (উত্তরাখণ্ড), 20 সেপ্টেম্বর: উত্তরাখণ্ডের দুন বিজনেস স্কুলে পশ্চিমবঙ্গের ছাত্রকে র‌্যাগিংয়ের অভিযোগে চাঞ্চল্য ৷ ঘটনার ভিডিয়ো ভাইরাল সোশাল মিডিয়ায়। র‌্যাগিংয়ে জড়িত পড়ুয়াদের 30 দিনের জন্য বহিষ্কার করেছে কলেজ কর্তৃপক্ষ । এমনকী নির্যাতিত ও তাঁকে বাঁচাতে আসা ছাত্রদেরও 21 দিনের জন্য বহিষ্কার করা হয়েছে । আর তাতেই পড়ুয়াদের ক্ষোভ চরমে পৌঁছেছে। ক্ষুব্ধ শিক্ষার্থীরা দুন বিজনেস স্কুল তোলপাড় করে। দুন বিজনেস স্কুলটি অবস্থিত দেরাদুনের সেলাকিতে ৷

নির্যাতিত ছাত্রের ভিডিয়োবার্তা: সিনিয়র ছাত্ররা যে তাঁকে নির্মমভাবে মারধর করছে, সেই ঘটনা ভিডিয়োবার্তার মাধ্যমে নির্যাতিত নিজেই জানিয়েছে ৷ কলেজ কর্তৃপক্ষের কাছে র‌্যাগিংয়ের অভিযোগ করার পর তারা উলটে ঘটনার শিকার হওয়া ছাত্রের পাশাপাশি তাকে বাঁচাতে আসা অন্যান্যদেরও বিজনেস স্কুল থেকে বহিষ্কার করে দেয়। এই ঘটনা নিয়ে বিকাশনগরের সিও ভাস্কর লাল শাহ বলেন, "দুন বিজনেস স্কুলে র‌্যাগিংয়ের ঘটনা সামনে এসেছে । ঘটনার তদন্ত করা হচ্ছে । অভিযোগ পেলে মামলা করা হবে।"

দুন বিজনেস স্কুলে র‌্যাগিং: ক্ষুব্ধ শিক্ষার্থীরা মঙ্গলবার রাতে দুন বিজনেস স্কুল ক্যাম্পাসে ভাঙচুর করে । ক্যাম্পাসের কাঁচের জানলা ভেঙে ফেলা হয়েছে । উপড়ে ফেলা হয়েছে বিভিন্ন স্থানে বসানো বোর্ড ও ডাস্টবিনও । ক্যাম্পাসে পার্ক করা একটি গাড়িও উলটে দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেয় ।

ভিডিয়োতে ক্ষোভ প্রকাশ করলেন ছাত্র: সেলাকির দুন বিজনেস স্কুলে র‌্যাগিংয়ের শিকার হওয়া ওই ছাত্র এ বিষয়ে একটি ভিডিয়ো শেয়ার করে তাঁর ক্ষোভ প্রকাশ করেছেন । বিবিএ দ্বিতীয় বর্ষের ওই ছাত্রের সঙ্গে র‌্যাগিং করা হয়েছে বলে অভিযোগ । তাঁর দাবি, সিনিয়র ছাত্ররা যুবককে এত মারধর করে যে তাঁর শরীরে নীল রঙের দাগ পড়ে গিয়েছে । দুন বিজনেস স্কুলে র‌্যাগিংয়ের এই ঘটনা দু'দিন আগে ঘটেছে বলে জানা গিয়েছে ।

আরও পড়ুন: যাদবপুরের পর এবার র‍্যাগিংয়ের অভিযোগ গুরুদাস কলেজে

নির্যাতিতর তরফে প্রকাশিত ভিডিয়োতে দেখা গিয়েছে, এক যুবককে বিছানার কাছে মাটিতে বসিয়ে লাথি মারা হচ্ছে । যুবকটি অনেক চিৎকার করছে । কিন্তু যে যুবক তাঁকে লাথি মেরেছে সে তাঁর চিৎকারে কান দিচ্ছেন না । এরপর এই ভিডিয়োতে কিছু ছবি দেখা যাচ্ছে । তাতে ওই যুবকের পিঠ ও পায়ে লাল এবং নীল রঙের দাগ দেখা গিয়েছে । এরপর নিজেকে ছাত্র বলে পরিচয় দিয়ে ওই যুবক তাঁর দুর্দশার কথা বলেন । যুবক জানান, সিনিয়র ছাত্ররা তাঁকে র‌্যাগিং করেছে । এ বিষয়ে অভিযোগ করা হলে কলেজ কর্তৃপক্ষ অভিযুক্ত শিক্ষার্থীদের 30 দিনের জন্য বহিষ্কার করেছে । কিন্তু এর পাশাপাশি তাঁকে উদ্ধার করতে আসা ছাত্র-সহ অন্য পড়ুয়াদেরও 21 দিনের জন্য বহিষ্কার করা হয়েছে । নির্যাতিতের ভাষা শুনে জানা গিয়েছে তিনি পশ্চিমবঙ্গের বাসিন্দা ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.