ETV Bharat / bharat

Ram temple in Ayodhya: রাম মন্দির নির্মাণের আগেই 5 রেলব্রিজ অযোধ্যায়, 70 একর জমিতে হচ্ছে পার্কিং স্থল

author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 9, 2023, 5:11 PM IST

Construction of Ram temple in Ayodhya: দেশ-বিদেশ থেকে অযোধ্যায় আসা ভক্তদের সংখ্যা দিন দিন বাড়ছে । শহরের যানজট ও পার্কিং সমস্যা সমাধানে 70 একর জমিতে নতুন পার্কিং স্থল তৈরি হচ্ছে ৷ এ ছাড়াও পাঁচটি নতুন রেলওয়ে ওভারব্রিজ নির্মাণের কাজও চলছে দ্রুতগতিতে ।

Ram temple in Ayodhya
অযোধ্যায় রাম মন্দির

অযোধ্যা, 9 অক্টোবর: রাম মন্দির নির্মাণের কারণে দেশ-বিদেশ থেকে বিপুল সংখ্যক ভক্ত যাচ্ছেন অযোধ্যায় । আগামী দিনে রামনগরী অযোধ্যায় ভক্তের সংখ্যা আরও বাড়তে চলেছে । সেই কারণে ইতিমধ্যেই অযোধ্যা জেলা প্রশাসন বিভিন্ন ব্যবস্থা নিচ্ছে ৷ নতুন পার্কিং স্থল চিহ্নিত করা হয়েছে ৷ জেলা প্রশাসন শহর এবং অযোধ্যাধামে মোট 70 একর জমিতে একটি নতুন পার্কিং লট তৈরি করতে চলেছে ৷

নতুন জায়গায় তৈরি হচ্ছে পার্কিং লট: অযোধ্যার জেলাশাসক নীতীশ কুমার জানিয়েছেন যে, সাকেত পেট্রল পাম্প থেকে নয়া ঘাট পর্যন্ত জায়গায় পার্কিং স্থল আছে । সেই জায়গাকে ঐতিহ্যগতভাবে সবসময় পার্কিং লট হিসেবে ব্যবহার করা হয় । কিন্তু রাম মন্দিরের কারণে দিন দিন ভক্তের সংখ্যা বাড়ছে । সেই কারণে নতুন জায়গায়ও পার্কিং লট নির্মাণের প্রস্তাব করা হয়েছে ।

70 একর জমিতে পার্কিং স্থল: ডিএম নীতীশ কুমার বলেন, শহরের উদয় স্কুলের কাছে 14 কোসি ও পঞ্চ কোসি পরিক্রমার পাশে গুপ্তার ঘাট এলাকা এবং রাজঘাট এলাকা রয়েছে । এ সব স্থানকে নতুন পার্কিং স্থল হিসেবে চিহ্নিত করা হয়েছে । জেলাশাসক জানান যে, উদয় স্কুলের কাছে 35 একর জমি, প্রহ্লাদ ঘাটের কাছে 25 একর জমি এবং গুপ্তার ঘাটের কাছে 10 একর জমি চিহ্নিত করা হয়েছে । সামগ্রিকভাবে, অযোধ্যায় 70 একর জমিতে একটি নতুন পার্কিং লট তৈরির প্রস্তাব রয়েছে ।

অযোধ্যায় হচ্ছে 5 রেলওয়ে ওভারব্রিজ: জেলাশাসক আরও জানান যে, শহরে ট্র্যাফিক এবং পার্কিংয়ের সমস্যা তৈরি রয়েছে । নগরীতে নতুন পার্কিং স্পেস নির্মাণের মাধ্যমে তার সমাধান হবে । এছাড়াও শহরে 5টি রেলওয়ে ওভারব্রিজ তৈরি করা হচ্ছে বলেও জানান তিনি । যার ফলে অযোধ্যায় ট্রাফিক ব্যবস্থা আরও ভালো হবে বলে দাবি জেলাশাসকের । ডিসেম্বর ও জানুয়ারিতে চারটি ওভারব্রিজ ও আগামী বছর মার্চ মাসে পঞ্চম রেলওয়ে ওভারব্রিজ প্রস্তুত হবে বলে জানিয়েছেন জেলাশাসক ।

আরও পড়ুন: রামমন্দিরের উদ্বোধনে পাকিস্তানের হিন্দুদেরও আমন্ত্রণ জানানো হবে, জানালেন চম্পত রাই

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.