ETV Bharat / bharat

Drugs Recovered: ত্রিপুরায় 1 কোটি টাকার মাদক-সহ আটক বাংলাদেশি নাগরিক

author img

By

Published : May 10, 2023, 11:29 AM IST

Drugs recovery
বাংলাদেশি নাগরিক

ত্রিপুরায় দুটি আলাদা অভিযানে কোটি টাকারও বেশি মাদকদ্রব্য উদ্ধার হয়েছে ৷ এক বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছে বিএসএফ ৷

আগরতলা, 10 মে: ত্রিপুরায় 1 কোটি 4 লক্ষ টাকা মূল্যের বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার বিএসএফের ৷ সীমান্তরক্ষী বাহিনী রাজ্যের দুটি জায়গা থেকে এই মাদকগুলি উদ্ধার করেছে বলে জানা গিয়েছে ৷ মঙ্গলবার এই ঘটনায় এক বাংলাদেশি নাগরিককে আটক করেছেন সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা। প্রেস বিজ্ঞপ্তি জারি করে এমনটাই জানিয়েছে বিএসএফ ৷

জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে বিএসএফ-এর 192 ব্যাটালিয়নের একটি দল এক বিশেষ অভিযান চালায় । 8 মে সোমবার গভীর রাতে খোয়াই জেলার তেলিয়ামুরায়ে আমবাসা রেলওয়ে স্টেশনে সেই অভিযোন চালানো হয় ৷ সেখানে দাঁড়িয়েছিল ডেমু স্পেশাল ট্রেন ৷ যেটি করিমগঞ্জ হয়ে আগরতলার দিকে যাচ্ছিল ৷ তার শেষ কোচ থেকে মাদকদ্রব্যগুলি উদ্ধার হয়েছে ।

সূত্রের খবর, তল্লাশির সময় এক সন্দেহভাজন ব্যক্তি অন্য ভিড়ের সুযোগ নিয়ে পালিয়ে যায় ৷ কিন্তু তার পরিত্যক্ত সাদা রঙের ব্যাগ থেকে প্রায় 204 গ্রাম ব্রাউন সুগার বাজেয়াপ্ত করেছে বিএসএফ । বাজেয়াপ্ত করা ব্রাউন সুগারের আনুমানিক মূল্য আন্তর্জাতিক বাজারে 1 কোটি 2 লক্ষ । অন্য একটি জায়গায় ত্রিপুরায় মোতায়েন বিএসএফের জওয়ানদের তৎপরতায় 4 কেজি গাঁজা বাজেয়াপ্ত হয়েছে ৷

পাশাপাশি 377 বোতল ফেনসিডিল/এসকফ কাশির সিরাপ এবং অন্যান্য নিষিদ্ধ মাদকদ্রব্য বাজেয়াপ্ত করেছে বিএসএফ ৷ যার মূল্য প্রায় 2 লক্ষ 74 হাজার 999 টাকা ৷ ভারত-বাংলাদেশ সীমান্তে এই অভিযানে মাদক-সহ একজন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে ৷ পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয় ৷

বিএসএফ লাগাতার অভিযান চালাচ্ছে সীমান্তে ৷ মাদক-সহ একের পর এক পাচারকারীকে পাকড়াও করেছে ৷ ভারত বাংলাদেশ সীমান্তে আকছাড় এরকম মাদক-সহ পাচারকারী ধরা পড়ে ৷ বাংলাদেশ, মায়ানমার-সহ বিভিন্ন প্রতিবেশী দেশ থেকে মাদক এ দেশে সরবরাহ করা হয় ৷ তবে বেশিরভাগই বিএসএফের তৎপরতার কারণে তাদের পাচারের পরিকল্পনা ব্যর্থ হয়েছে ৷

আরও পড়ুন: অবৈধ অনুপ্রবেশ! কাজের খোঁজে ভারতে এসে গ্রেফতার বাংলাদেশি দম্পতি

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.