ETV Bharat / bharat

Political Pot Boiling Year: চলতি বছরের শেষ থেকে 24-এর মাঝামাঝি, আরও চড়বে রাজনৈতিক উত্তাপ

author img

By

Published : May 14, 2023, 9:53 PM IST

Etv Bharat
আরও চড়বে রাজনৈতিক উত্তাপ

চলতি বছরের প্রথম দিকে বিধানসভা ভোট হয়েছিল উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য নাগাল্যান্ড, ত্রিপুরা এবং মেঘালয়ে। আগামী বছর লোকসভা ভোটের পাশাপাশি অন্তত তিনটি বিধানসভা নির্বাচনও হতে পারে দেশে।

নয়াদিল্লি, 14 মে: কর্ণাটক বিধানসভা নির্বাচন শেষ হলেও লোকসভা ভোটের আগে চলতি বছরেই একাধিক রাজ্যে বিধানসভা ভোট রয়েছে ৷ আর 24-এর নির্বাচনের পাশাপাশি এবার সেই সব বিধানসভা ভোটের দিকে লক্ষ্য রেখে এগোতে চাইছে দেশের সবকটি মূল স্রোতের রাজনৈতিক দল ৷ রাজনৈতিক মহলের ব্যাখ্যা, কর্ণাটকের ভোট শেষ হলেও এত দ্রুত রাজনৈতিক লড়াই থামবে না ৷ বরং আগামিদিনে কংগ্রেস-বিজেপির মতো দলগুলির মধ্যে রাজনীতির বাগযুদ্ধ আরও বাড়বে ৷

চলতি বছরের প্রথম দিকে বিধানসভা ভোট হয়েছিল উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য নাগাল্যান্ড, ত্রিপুরা এবং মেঘালয়ে। আগামী বছর লোকসভা ভোটের পাশাপাশি অন্তত তিনটি বিধানসভা নির্বাচনও হতে পারে দেশে। কর্ণাটকের পর এবার মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড়, তেলেঙ্গানা ও মিজোরামে বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে আগামী বছরের গোড়ার দিকেই ৷ ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যে তেলেঙ্গানা, ছত্তিশগড়, মধ্যপ্রদেশের মতো বড় রাজ্যের বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে ৷ 40-সদস্যের মিজোরাম বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে আগামী 17 ডিসেম্বর ৷ এরপরই ছত্তিশগড় এবং মধ্যপ্রদেশ বিধানসভার মেয়াদ যথাক্রমে 3 এবং 6 জানুয়ারি শেষ হবে। রাজস্থান এবং তেলেঙ্গানা বিধানসভার মেয়াদ যথাক্রমে 14 এবং 16 জানুয়ারি শেষ হয়ে যাবে। নির্বাচন কমিশন সূত্রে খবর, সম্ভবত এই পাঁচ রাজ্যে একসঙ্গে বিধানসভা ভোট করাতে চাইছে তারা ৷ আর লোকসভা ভোটের সঙ্গে এই বিধানসভা ভোটের উত্তাপের ঝাঁঝও দেশের রাজনীতিতে পড়বে বলে মনে করছে রাজনৈতিক মহল ৷

নির্ধারিত নির্বাচনের পাশাপাশি, জম্মু ও কাশ্মীরের কেন্দ্রশাসিত অঞ্চলে বিধানসভা নির্বাচনও হতে পারে চলতি বছরে ৷ সূত্রের খবর, শীতের দাপট কম হওয়ার পর গরমে জম্মু ও কাশ্মীরের নির্বাচন অনুষ্ঠিত হতে পারে ৷ তবে নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখেই নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করবে কমিশন ৷ তবে কমিশনের দাবি, 1 জুলাই থেকে 31 অগস্ট পর্যন্ত 62 দিনের দীর্ঘ অমরনাথ যাত্রা চলবে ৷ তা শেষ হওয়ার পরই, চলতি বছরের অক্টোবরের দিকে জম্মু ও কাশ্মীরে নির্বাচনের জন্য সম্ভাব্য নির্ঘণ্ট প্রকাশ করতে পারে কমিশন ৷

উল্লেখ্য, আগামী বছর লোকসভা ভোটের পর পরই রয়েছে তিন রাজ্যের বিধানসভা ভোট ৷ অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ এবং ওড়িশার বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে আগামী বছরের জুন মাসে। মনে করা হচ্ছে, যেহেতু লোকসভা নির্বাচন সাধারণত এপ্রিল-মে মাসে অনুষ্ঠিত হয়, তাই তিনটি রাজ্যের বিধানসভা নির্বাচন একইসঙ্গে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন: কর্ণাটক পুলিশের ডিজি হলেন সিবিআইয়ের নয়া ডিরেক্টর

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.