ETV Bharat / bharat

কাদা মাটির প্রলেপ দিয়ে তাজমহল উজ্জ্বল করার পরিকল্পনা এএসআইয়ের

author img

By

Published : Apr 20, 2021, 7:19 AM IST

করোনার গ্রাফ ঊর্ধ্বমুখী ৷ এই পরিস্থিতিতে 15 মে পর্যন্ত বন্ধ রয়েছে এএসআই অধীনে থাকা স্মৃতিসৌধগুলি ৷ ভারতের প্রত্নতাত্ত্বিক সর্বেক্ষণ (এএসআই) সিদ্ধান্ত নিয়েছে, বন্ধ থাকাকালীন দর্শনীয় স্থানগুলির সংস্কার সাধন করা হবে । এই সময়ের মধ্যে এএসআই তাজমহলকে পরিষ্কার করার কাজ করবে । যাতে আগামীদিনে তা পর্যটকদের কাছে অত্যন্ত আকর্ষণীয় হয়ে ওঠে । মূল গম্বুজে কাদা মাটি মাখিয়ে তার ঔজ্জ্বল্য ফেরানো হবে বলেও জানানো হয়েছে ।

কাদা মাটির প্রলেপ দিয়ে তাজমহল উজ্জ্বল করার পরিকল্পনা এএসআইয়ের
কাদা মাটির প্রলেপ দিয়ে তাজমহল উজ্জ্বল করার পরিকল্পনা এএসআইয়ের

আগ্রা , 20 এপ্রিল : করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধির ফলে তাজমহল এবং আগ্রার রেড-ফোর্ট সহ দেশের সব স্মৃতি সৌধ আগামী 15 মে পর্যন্ত বন্ধ রয়েছে । এএসআই এই সুযোগটিকে কাজে লাগানোর পরিকল্পনা করেছে । এই সময় তাজমহলের রয়্যাল গেটের সামনে ক্ষয়ে যাওয়া পাথরগুলি সারানো হবে । বসানো হবে নতুন পাথর । মূল গম্বুজটি পরিষ্কার করা হবে । কাদা মাটি মাখিয়ে গম্বুজের হলদেটে রং তোলা হবে । এত কিছু সংস্কারের পর যখন তাজমহলটি খোলা হবে, তখন তা নিঃসন্দেহে দর্শকদের কাছে আরও কয়েকগুণ আকর্ষণীয় হয়ে উঠবে ।

সংস্কারের পর তাজমহল  নিঃসন্দেহে দর্শকদের কাছে আরও কয়েকগুণ আকর্ষণীয় হয়ে উঠবে
সংস্কারের পর তাজমহল নিঃসন্দেহে দর্শকদের কাছে আরও কয়েকগুণ আকর্ষণীয় হয়ে উঠবে

15 মে পর্যন্ত বন্ধ

করোনা ভাইরাসের সংক্রমণ ফের একবার বাড়তে শুরু করেছে । এ কারণেই 13 মাসের মধ্যে দ্বিতীয়বার তাজমহল, আগ্রার রেড-ফোর্ট সহ সব স্মৃতিসৌধ 15 মে পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । এর আগে 2020 সালের 17 মার্চ তাজমহল সহ দেশের সব স্মৃতিসৌধ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল । 188 দিনের লকডাউনের পর 21 সেপ্টেম্বর খোলা হয় তাজমহল ।

গেটের সামনে ক্ষয়ে যাওয়া পাথরগুলো সরানো হবে

এএসআইয়ের প্রত্নতাত্ত্বিক বসন্তকুমার স্বর্ণকার জানিয়েছেন, বন্ধ থাকার সময় মূল গেটের সামনে পাথর বসানোর কাজটা সম্পূর্ণ করা হবে । এই কাজ করতে প্রায় 19 লাখ টাকা খরচ হবে । এর পাশাপাশি তাজমহলের দক্ষিণ-পশ্চিম টাওয়ারটিরও সংস্কার করা হবে । যার বেশ কিছু অংশ ভেঙে গিয়েছে ।

গেটের সামনে ক্ষয়ে যাওয়া পাথরগুলো সরানো হবে
গেটের সামনে ক্ষয়ে যাওয়া পাথরগুলো সরানো হবে

মূল গেটের সামনে আরও ঝকমকে পাথর লাগানো হবে

তাজমহলের ঐতিহ্যশালী মূল ফটকের স্মৃতিসৌধটি এর সৌন্দর্যকে আরও কয়েক গুণ বাড়িয়ে তোলে । লাল এবং অন্যান্য রঙের পাথরগুলি ক্রমেই জীর্ণ হয়ে গিয়েছে । ফ্যাকাশে হয়ে যাওয়া ম্যাজাইন পাথরগুলিও বদল করা হবে । এই সব পাথর ক্ষয়ে ক্ষয়ে অনেক ক্ষেত্রেই জৌলুস হারিয়ে ফেলেছে । মূল ফটকে ভাষ্কর্যের কাজ করা হবে । এই গেটের ইতিহাস তাজমহলের মতই পুরানো । গেটটি নির্মাণ করেছিলেন স্বয়ং শাহজাহান ।

চারটি টাওয়ারের সংস্কার করা হবে

তাজমহল তৈরির সময় তার চার কোণে চারটি টাওয়ার তৈরি করা হয়েছিল । প্রতিটি টাওয়ারের উচ্চতা ভূমি থেকে 42.95 মিটার বা 140.91 ফিট । তাজমহল তৈরিতে যে মার্বেল ব্যবহার করা হয়েছে, এই টাওয়ারগুলি তৈরিতেও সেই মার্বেল ব্যবহার করা হয়েছে । আর এই কারণে টাওয়ারগুলি তাজমহলের সৌন্দর্যকে আরও কয়েক গুণ বাড়িয়ে তুলেছে । স্বর্ণকার জানান, তাজমহলের দক্ষিণ-পশ্চিমের টাওয়ার সংস্কারের কাজ চলছে । সেখানকার বেশ কিছু জায়গায় পাথর বসানোর কাজ করা হবে বলেও তিনি জানিয়েছেন ।

চারটি টাওয়ারের সংস্কার করা হবে
চারটি টাওয়ারের সংস্কার করা হবে

টাওয়ার মেরামতে খরচ হবে 23 লাখ টাকা

টাওয়ারগুলির সংস্কারের কাজে প্রায় 23 লাখ টাকা খরচ হবে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে । এখানকার ক্ষয়ে যাওয়া পাথরগুলোর পরিবর্তন করা হবে । কালো পাথরগুলির পরিবর্তন করা হবে । বেশ কিছু পাথর খুলে গিয়েছে বা ভেঙে গিয়েছে । সেগুলির সংস্কার করা হবে । লকডাউনের এই এক মাসের মধ্যে পুরো সংস্কারের কাজটা সম্পূর্ণ করতে হবে । যাতে লকডাউন খোলার পর দর্শকরা এর আনন্দ উপভোগ করতে পারেন ।

কাদা মাটি মাখিয়ে হলদেটে ভাবটা তোলা হবে

তাজমহলের মূল গম্বুজটি বিশ্বের বহু মূল্যবান পাথর দিয়ে তৈরি করা হয়েছে । গম্বুজটিতে একটা হলদেটে ভাব তৈরি হয়েছে । এটা পরিষ্কার করার জন্য কাদা মাটি মাখিয়ে ঔজ্জ্বল্য ফেরানোর চেষ্টা করা হবে । এর ফলে গম্বুজটির ঔজ্জ্বল্য বাড়বে । দর্শকদের কাছে আকর্ষণীয় হয়ে উঠবে । তবে একই সঙ্গে একটি আশঙ্কাও রয়েছে । করোনা ভাইরাসের ফলে দক্ষ এবং প্রশিক্ষিত শ্রমিকের অভাব রয়েছে । যদিও চেষ্টা করা হচ্ছে এই সমস্যা সমাধানের ।

কাদা মাটির প্রলেপ দিয়ে তাজমহল উজ্জ্বল করার পরিকল্পনা এএসআইয়ের
কাদা মাটির প্রলেপ দিয়ে তাজমহল উজ্জ্বল করার পরিকল্পনা এএসআইয়ের

ক্ষয়ে যাওয়া পাথর পরিবর্তনের পরিকল্পনা এএসআইয়ের

আগ্রার টুরিজম গিল্ডের সহ সভাপতি রাজীব সাক্সেনা বলেন, এই স্মৃতিসৌধ সংস্কারের বিষয়ে এএসআইয়ের সিদ্ধান্ত প্রশংসনীয় । গত বছর লকডাউন চলার সময় রেলমন্ত্রক এইভাবে রেললাইনের সংস্কার করে প্রশংসিত হয়েছিল । সেইভাবে এএসআই যদি লকডাউনের সময় স্মৃতিসৌধগুলি মেরামত এবং সংস্কারের কাজ করতে সক্ষম হয়, তাহলে নিঃসন্দেহে তা ভাল উদ্যোগ হবে ।

টোডরমলের বারাদারি সংরক্ষণ করা হবে

মুঘল সম্রাট আকবরের অর্থমন্ত্রী টোডরমল ছিলেন নবরত্নের অন্যতম । রাজা টোডরমলের জন্ম 1 জানুয়ারি, 1500 বলে মনে করা হয় । তিনি আকবরের সময়কালে জমি জরিপ পদ্ধতি চালু করেছিলেন । টোডরমলের বারাদারি ফতেপুর সিক্রিতে সংরক্ষিত আছে । বারাদারি হচ্ছে চার পাশ পাঁচিল দিয়ে ঘেরা । আগে এটা অবহেলিত ছিল । সম্প্রতি সেখানে বড় জলাধার পাওয়া গিয়েছে, যা প্রায় 450 বছর পুরানো বলে মনে করা হচ্ছে । এর স্থাপত্য আজও বিস্ময় উদ্রেক করে ।

টোডরমলের বারাদারি সংরক্ষণ করা হবে
টোডরমলের বারাদারি সংরক্ষণ করা হবে

টোডরমল ভাগবত পুরাণের অনুবাদ করেছিলেন

জলাশয়ের প্রতিটি দেওয়ালে নয় রকমের নকশা অঙ্কিত আছে । এই জলাধারের ঝর্ণাটি লাল বেলেপাথর দিয়ে তৈরি । ঝর্ণার পাইপ তৈরিতে ব্যবহৃত ধাতুটি কী, তা এখনও স্পষ্ট করে জানা যায়নি । পুরো জায়গার সংস্কারের কাজ শুরু করেছে এএসআই । কথিত আছে রাজা টোডরমল ভাগবত পুরাণ ফার্সিতে অনুবাদ করেছিলেন ।

মেডপ্যাক পদ্ধতি কী ?

এই পদ্ধতি মূলত পাথরের উপর প্রয়োগ করা হয় । প্রথমে পাথরের উপর মাটির প্রলেপ লাগানো হয় । তারপর তা জল দিয়ে ধুয়ে ফেলা হয় । এই ধরনের পরিষ্কারের সময় কোনওরকম রাসায়নিক প্রয়োগ করা হয় না । তাই এতে পাথরের ক্ষতির কোনও সম্ভাবনা নেই । পাথরের তৈরি জিনিসের উপর এই পদ্ধতি প্রয়োগ করা হয় । আশা করা হচ্ছে, এই পদ্ধতিতে তাজমহলটিকে আরও ঝলমলে করা সম্ভব হবে । প্রসঙ্গত, এর আগেও এই পদ্ধতি তাজমহলে প্রয়োগ করা হয়েছিল ।

আরও পড়ুন : হাতে দু'দিনের ছুটি, ঘুরে আসতে পারেন এইসব জায়গা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.