ETV Bharat / bharat

Kejriwal to Meet Mamata: কেন্দ্রের অধ্যাদেশ রুখতে রাজ্যে কেজরিওয়াল-ভগবন্ত, দুপুরে নবান্নে বৈঠক

author img

By

Published : May 23, 2023, 9:52 AM IST

ETV Bharat
মমতা বন্দ্যোপাধ্যায় ও অরবিন্দ কেজরিওয়াল

সুপ্রিম কোর্টের নির্দেশ মানেনি কেন্দ্রীয় সরকার ৷ কেন্দ্রশাসিত দিল্লির প্রশাসনিক বিষয় নিয়ে সর্বোচ্চ আদালত দিল্লি সরকারের পক্ষে নির্দেশ দিয়েছিল ৷ তার বিরোধিতা করে কেন্দ্রের বিজেপি সরকার অর্ডিন্যান্স জারি করেছে ৷ এ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক করবেন দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল ৷

কলকাতা, 23 মে: রাজ্যে আসছেন দিল্লির মুখ্যমন্ত্রী অবরিন্দ কেজরিওয়াল ৷ মঙ্গলবার নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করার কথা রয়েছে তাঁর ৷ এমনিতে নীতি আয়োগের বৈঠকে যোগ দিতে 27 মে দিল্লি যাবেন মুখ্যমন্ত্রী ৷ তবে তার আগে তড়িঘড়ি বাংলায় আসছেন আপ-প্রধান ৷ বৃহস্পতিবার রাজ্যে আসছেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানও ৷ রবিবার সাংবাদিক বৈঠকেই অরবিন্দ কেজরিওয়াল তৃণমূল সুপ্রিমোর সঙ্গে দেখা করার কথা জানিয়েছিলেন ৷ আগামিকাল বিজেপি-বিরোধী শিবসেনা প্রধান (বালাসাহেব উদ্ধব ঠাকরে শিবির) উদ্ধব ঠাকরের সঙ্গেও দেখা করবেন তিনি ৷

রাজনৈতিক মহলের একাংশের মতে, কেন্দ্রের আনা অর্ডিন্যান্সের ইস্যুতে বিজেপি-বিরোধী জোট তৈরির চেষ্টা করছেন কেজরিওয়াল ৷ সম্প্রতি সুপ্রিম কোর্টের নির্দেশকে অগ্রাহ্য করে কেন্দ্রের বিজেপি সরকার একটি অর্ডিন্যান্স জারি করেছে ৷ কেন্দ্রশাসিত অঞ্চলে আমলাদের নিয়ন্ত্রণ, তাঁদের স্থানান্তর ও অন্য সব বিষয়গুলি নিজেদের হাতে রাখতে চায় মোদি সরকার ৷ তাই এই অর্ডিন্যান্সে 'ন্যাশনাল ক্যাপিটাল সিভিল সার্ভিস অথরিটি' গঠনের কথা বলা হয়েছে ৷ এতে দিল্লি সরকারের ক্ষমতা খর্ব করা হবে ৷ এ নিয়ে রবিবারই জরুরি ভিত্তিতে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ও উপ-মুখ্যমন্ত্রী তেজস্বী যাদব দিল্লিতে যান ৷ সেখানে কেজরিওয়ালের বাসভবনে গিয়ে তাঁরা বৈঠক করেন ৷

এই ইস্যুতেই আজ তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করবেন বলে জানা গিয়েছে ৷ কেন্দ্র যাতে এই অর্ডিন্যান্সটি সংসদীয় অধিবেশনে বিলে পরিণত করতে না-পারে সেই নিয়ে উদ্বিগ্ন কেজরিওয়াল ৷ রবিবারই তিনি জানান, রাজ্যসভায় বিজেপি-বিরোধী দলগুলি ঐক্যবদ্ধ হলে তা সম্ভব হবে না ৷ সেই নিয়ে নীতীশ কুমারের সঙ্গে কথা বলেছেন তিনি ৷ আজ বাংলার মুখ্যমন্ত্রীর সঙ্গেও বৈঠকে সেই বিষয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা প্রবল ৷

চব্বিশের লোকসভা নির্বাচনের আগে দেশে বিভিন্ন দলগুলি বিজেপি-বিরোধী জোট তৈরির চেষ্টা করছে ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ইতিমধ্যে সেই প্রস্তুতি নিয়েছেন ৷ তাঁর কালীঘাটের বাড়িতে এসে দেখা করেছেন সমাজবাদী পার্টি প্রধান অখিলেশ যাদব, জেডি(এস) প্রধান এইচডি কুমারস্বামী ৷ নব্বানে তাঁর সঙ্গে বৈঠক করেছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুুমার ও উপ-মুখ্যমন্ত্রী তেজস্বী যাদব ৷ আজ দুপুরে বৈঠকের পর নবান্নে যৌথ সাংবাদিক সম্মেলন করতে পারেন মমতা বন্দ্য়োপাধ্যায় ।

আরও পড়ুন: কেন্দ্রের অধ্যাদেশের বিরুদ্ধে কেজরিওয়ালের পাশে নীতীশ, দিল্লিতে সাক্ষাৎ দুই নেতার

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.