ETV Bharat / bharat

Arvind Kejriwal: ভারতীয় নোটে লক্ষ্মী, গণেশের ছবি ছাপান ! কেন্দ্রকে পরামর্শ কেজরিওয়ালের

author img

By

Published : Oct 26, 2022, 12:35 PM IST

Updated : Oct 26, 2022, 1:22 PM IST

Arvind Kejriwal asks Centre to include photos of Hindu Deities on Indian Currency Notes
Arvind Kejriwal: ভারতীয় নোটে হিন্দু দেব, দেবীর ছবি ছাপান ! কেন্দ্রকে পরামর্শ কেজরিওয়ালের

ভারতীয় মুদ্রায় (Indian Currency Notes) হিন্দু দেব, দেবীর (Hindu Deities) ছবি ছাপানোর পরামর্শ ! কেন্দ্রকে এই পরামর্শ দিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আমদমি পার্টির প্রধান নেতা অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal) !

নয়াদিল্লি, 26 অক্টোবর: ভারতীয় মুদ্রায় (Indian Currency Notes) হিন্দু দেব-দেবীর (Hindu Deities) ছবি ছাপানোর পরামর্শ দিলেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আমদমি পার্টির প্রধান নেতা অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal) ! তাঁর দাবি, ভারতীয় টাকায় যদি মহাত্মা গান্ধির ছবির সঙ্গে লক্ষ্মী, গণেশ-সহ অন্য়ান্য হিন্দু দেব, দেবীর ছবি ছাপানো হয়, তাহলে তা সারা দেশের জন্য সৌভাগ্য নিয়ে আসবে !

আরও পড়ুন: 3 মাসে 500 রেইড, 3 রাজ্যে ফের ইডি হানায় কটাক্ষ কেজরির

এই বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করে কেজরিওয়াল বলেন, তিনি পুরনো নোট বাতিল করতে বলছেন না ৷ বরং তাঁর পরামর্শ হল, নতুন যেসমস্ত নোট ছাপানো হবে, সেগুলিতে মহাত্মা গান্ধির ছবির পাশাপাশি হিন্দু দেব, দেবীরও ছবি ছাপানো হোক ৷ কেজরিওয়ালের কথায়, "প্রতিদিন নতুন নোট ছাপা হয় ৷ সেই নোটে এই ছবিগুলি ছাপানো যেতে পারে ৷"

নিজের প্রস্তাবের স্বপক্ষে ইন্দোনেশিয়ার প্রসঙ্গ টেনে আনেন কেজরিওয়াল ৷ দিল্লিতে আয়োজিত একটি সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, "ইন্দোনেশিয়া একটি ইসলাম ধর্মাবলম্বী দেশ ৷ সেখানে হিন্দু নাগরিকের সংখ্যা মাত্র 2 থেকে 3 শতাংশ ৷ অথচ সেই দেশের নোটেও গণেশের ছবি রয়েছে ৷ ইন্দোনেশিয়া যদি এমনটা করতে পারে, তাহলে আমরা কেন পারব না !"

কেজরিওয়াল জানিয়েছেন, শীঘ্রই এই ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখবেন তিনি ৷ তাঁর কথায়, "আমরা অনেক সময় অনেক কিছুই করার চেষ্টা করি ৷ কিন্তু, ঈশ্বরের আশীর্বাদ না থাকলে বহু ক্ষেত্রেই সেই চেষ্টা ব্যর্থ হয় ৷ প্রধানমন্ত্রীর কাছে আমার আবেদন, ভারতীয় টাকায় লক্ষ্মী এবং গণেশের ছবি ছাপানো হোক ৷"

গুজরাত বিধানসভা নির্বাচনের আগে কেজরিওয়ালের এমন মন্তব্য নজর কেড়েছে রাজনৈতিক মহলের ৷ অনেকেরই প্রশ্ন, তবে কি গুজরাত থেকে পদ্ম শিবিরকে ঝেঁটিয়ে বিদেয় করতেই শেষমেশ হিন্দুত্বের তাস খেলতে হচ্ছে কেজরিওয়ালকে ? প্রসঙ্গত, গুজরাতে বিজেপি ক্ষমতায় আছে গত 27 বছর ৷ এবার তাদের থেকে সেই ক্ষমতা কেড়ে নিতে সর্বশক্তি নিয়ে ময়দানে নেমেছে আম আদমি পার্টি ৷ এমনকী, গুজরাত নিয়ে বিজেপি যে উন্নয়নের কথা শোনায়, তাকেও চ্যালেঞ্জ করেছে তারা ৷

Last Updated :Oct 26, 2022, 1:22 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.