ETV Bharat / bharat

Another UP Minister Quits BJP : চাপ বাড়ছে বিজেপির, যোগী সরকারের আরও এক মন্ত্রীর পদত্যাগ

author img

By

Published : Jan 13, 2022, 5:05 PM IST

Another UP Minister Quits BJP : যোগী সরকারের আরও এক মন্ত্রীর পদত্যাগ
another up minister quits bjp to join sp

উত্তরপ্রদেশে ভোটের আগে বিজেপিতে ভাঙন অব্যাহত ৷ ধরম সিং সাইনি নামে আরও একজন মন্ত্রী পদত্যাগ করলেন ৷ তিনিও সমাজবাদী পার্টিতে যোগ দিতে চলেছেন (another up minister quits bjp to join sp) ৷

লখনউ, 13 জানুয়ারি : যোগী আদিত্যনাথের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন আরও একজন ৷ বৃহস্পতিবার উত্তরপ্রদেশের আয়ুষ দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী ধরম সিং সাইনি (Another Minister of Yogi Government Resigns) পদত্যাগ করেন ৷ এদিন তিনি উত্তরপ্রদেশের রাজ্যপালের কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন ৷

পরে তিনি পদত্যাগের কারণও জানিয়েছেন ৷ অন্যদের মতো তিনিও কাঠগড়ায় তুলেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ও বিজেপিকে ৷ মোদি-শাহের দল উত্তরপ্রদেশে সমাজের পিছিয়ে পড়া অংশকে অবহেলিত করে রেখেছে বলেও তিনি অভিযোগ করেন ৷

তিনিও সমাজবাদী পার্টিতেই যোগদান করলেন ৷ এদিনই তিনি দেখা করেন সমাজবাদী পার্টির রাষ্ট্রীয় সভাপতি অখিলেশ যাদবের সঙ্গে ৷ অখিলেশ তাঁকে স্বাগত জানিয়ে টুইট করেছেন ৷ তাঁর দাবি, তাঁদের সাইকেল চড়লেন আরও একজন সামাজিক যোদ্ধা ৷

প্রসঙ্গত, উত্তরপ্রদেশে সাত দফায় বিধানসভা ভোট (UP Assembly Polls 2022) ৷ আগামী 10 ফেব্রুয়ারি থেকে 7 মার্চ পর্যন্ত ওই রাজ্যের 403টি বিধানসভা আসনে নির্বাচন ৷ 10 মার্চ ভোটের ফল ঘোষণা ৷ গত সপ্তাহে ভোট ঘোষণা হয় ৷

আরও পড়ুন : UP Assembly Polls 2022 : যোগী-রাজ্যে বিজেপিতে ভাঙন চলছেই, দল ছাড়লেন আরও এক বিধায়ক

তারপর গত সোমবার থেকে বিজেপিতে ভাঙন শুরু হয়েছে ৷ গত সোমবার এই ভাঙন শুরু হয় ৷ প্রথমে বিজেপি ছেড়ে সমাজবাদী পার্টিতে যোগদান করেন যোগী আদিত্যনাথ সরকারের মন্ত্রী স্বামী প্রসাদ মৌর্য ৷ তারপর তিন বিধায়ক দল ছাড়েন ৷ বৃহস্পতিবার দল ছাড়েন আরেক বিজেপি বিধায়ক মুকেশ বর্মা ৷ যাঁরা গেরুয়া শিবির ত্যাগ করছেন, তাঁরা সকলেই স্বামী প্রসাদ মৌর্যর অনুগামী বলে জানা গিয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.