ETV Bharat / bharat

Policemen Acquit in Gangrape Case: যথাযথ তদন্ত হয়নি, 11 আদিবাসী মহিলাকে গণধর্ষণের মামলায় বেকসুর খালাস 21 পুলিশ

author img

By

Published : Apr 9, 2023, 1:21 PM IST

16 বছর আগের গণধর্ষণ মামলায় অভিযুক্ত পুলিশ কর্মীদের বেকসুর খালাস করল আদালত ৷ অন্ধ্রপ্রদেশের ঘটনায় তদন্তকারীদের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত না-করার অভিযোগ উঠেছে ৷ শুধু তাই নয়, রায় ঘোষণা করে আদাতও জানিয়েছে, ঘটনার যথাযথ তদন্ত হয়নি বলেই পার পেয়ে গেলেন অভিযুক্তরা ।

Policemen Acquit in Gang Rape Case ETV BHARAT
Policemen Acquit in Gang Rape Case

বিশাখাপত্তনম, 9 এপ্রিল: গণধর্ষণে অভিযুক্ত 21 পুলিশ কর্মীকে নির্দোষ ঘোষণা করল অন্ধ্রপ্রদেশের বিশেষ আদালত ৷ 16 বছর আগের সেই ঘটনায় অন্ধ্রপ্রদেশের আল্লুরি সীতারামা রাজু জেলায় কোন্ধ আদিবাসী সমাজের 11 জন মহিলাকে গণধর্ষণের অভিযোগ উঠেছিল ৷ তবে, আদালত তার রায়ে বলা হয়েছে, "তদন্তকারী দুই আধিকারিক স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত করতে ব্যর্থ হয়েছেন ৷ তাই কোর্ট অভিযুক্তদের প্রাথমিকভাবে নির্দোষ ঘোষণা করেছে ৷" গত বৃহস্পতিবার এই মামলার রায় বেরিয়েছে ৷

2007 সালের অগস্ট মাসে অন্ধ্রপ্রদেশের গ্রেহাউন্ডসের বিশেষ বাহিনীর পুলিশকর্মীরা আদিবাসী ওই মহিলাদের ধর্ষণ করে বলে অভিযোগ ওঠে ৷ সেই নৃশংস ঘটনার শুনানি 2018 সালে বিশাখাপত্তনমে শুরু হয় ৷ অর্থাৎ, মাঝে 11 বছর এই মামলার কোনও শুনানি হয়নি ৷ তফসিলি জাতি ও উপজাতি (নিপীড়ন প্রতিরোধ) আইনের অধীনে এই মামলার শুনানি চলেছে ৷ গত বৃহস্পতিবার অভিযুক্ত পুলিশ কর্মীদের নির্দোষ ঘোষণা করেছে আদালত ৷ কিন্তু, সেখানে তদন্ত প্রক্রিয়াকে প্রভাবিত করার অভিযোগ উঠেছে ৷

অভিযুক্ত পুলিশ কর্মীদের বেকসুর খালাস করলেও, ধর্ষণের শিকার ওই 11 জন মহিলাকে ডিস্ট্রিক লিগাল সার্ভিস অথরিটির মাধ্যমে আর্থিক সাহায্যের নির্দেশ দিয়েছে ৷ সেই ঘটনার তদন্ত প্রক্রিয়া নিয়ে মানবাধিকার কমিশন ক্ষোভপ্রকাশ করেছে ৷ তাদের অভিযোগ সেই সময় অভিযুক্ত পুলিশ কর্মীদের একজনকেও তদন্তকারীরা গ্রেফতার করেননি ৷ এমনকী তাঁদের মধ্যে কয়েকজন সারাজীবন চাকরি করে গিয়েছেন। পরে সময়মতো অবসর নিয়েছেন ৷ আবার কয়েকজনের মৃত্যু হয়েছে ৷

আরও পড়ুন: আন্দামানে গণধর্ষণে অভিযুক্ত গ্রেফতার হরিয়ানায়

অন্ধ্রপ্রদেশের মানবাধিকার কমিশনের সহ-সভাপতি এম শরত অভিযোগ করেছেন, 2007 সালের অগস্ট মাসে গ্রেহাউন্ডস ফোর্সের পুলিশ কর্মীরা 11 জন আদিবাসী মহিলাকে গণধর্ষণ করেন ৷ কিন্তু, তাঁদের মধ্যে একজনকেও গ্রেফতার করা হয়নি ৷ তিনি জানিয়েছেন, পুলিশে অভিযোগ করা হলেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি তখন ৷ ওই 21 জন পুলিশ কর্মী একটি বিশেষ অভিযানে গিয়েছিলেন সেখানে ৷ সেই সময় এই 11 জনকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ ওঠে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.