ETV Bharat / bharat

মোদির বদলে জগনের ছবি দিয়ে প্রচার, অন্ধ্রে স্বাস্থ্য প্রকল্পের অর্থ বন্ধ কেন্দ্রের

author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 17, 2023, 3:24 PM IST

CM Jagan
CM Jagan

Andhra Pradesh Government: স্বাস্থ্যখাতে কেন্দ্রীয় বরাদ্দে করা কাজে শুধুই মুখ্যমন্ত্রী জগন্মোহন রেড্ডির ছবি দিয়ে প্রচারের অভিযোগ অন্ধ্রপ্রদেশে ৷ তাই ওই রাজ্য়ে স্বাস্থ্য প্রকল্পের অর্থ বন্ধ করে দিল কেন্দ্রীয় সরকার ৷ প্রায় দেড় হাজার কোটি টাকার বরাদ্দ বন্ধ করা হয়েছে ৷

অমরাবতী (অন্ধ্রপ্রদেশ), 17 নভেম্বর: প্রকল্পের চেয়ে বেশি ব্যবহার করা হচ্ছে মুখ্যমন্ত্রী ওয়াইএস জগন্মোহন রেড্ডির ছবি ৷ অন্ধ্রপ্রদেশ সরকারের এই ধরনের কাজে ক্ষুব্ধ কেন্দ্রীয় সরকার ৷ এর জন্য দক্ষিণ ভারতের ওই রাজ্য কেন্দ্রীয় বরাদ্দের দেড় হাজার কোটি টাকা পাচ্ছে না ৷ ফলে বিধানসভা নির্বাচনের আগে প্রবল চাপে জগন ৷

জানা গিয়েছে যে বিভিন্ন প্রকল্প খাতে 2023-24 আর্থিক বছরের জন্য কেন্দ্রের কাছ থেকে 4 হাজার 47 কোটি টাকা পাওয়ার কথা ছিল অন্ধ্রপ্রদেশ সরকারের ৷ এর মধ্যে স্বাস্থ্যখাতে বরাদ্দ হওয়ার কথা ছিল দেড় হাজার কোটি টাকা ৷ অভিযোগ, এর আগে স্বাস্থ্য সংক্রান্ত প্রকল্পগুলিতে কেন্দ্রীয় সাহায্য পেলেও, সেখানে কেন্দ্রীয় সরকারের লোগো বা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি ব্যবহার করা হচ্ছে না ৷ সেখানে শুধু ব্যবহার করা হয়েছে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগনের ছবি ৷

সম্প্রতি ওই রাজ্যে পরিদর্শন করেন কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ভারতী পাওয়ার ৷ তিনি সেখানকার বেশ কয়েকটি হাসপাতালে যান ৷ তাঁর অভিযোগ, কেন্দ্রীয় প্রকল্পের সাহায্য পাওয়ার পরও প্রচারে শুধু জগনের ছবি ব্যবহার করা হচ্ছে ৷ কেন্দ্রীয় সরকারের লোগো বা প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার করা হচ্ছে না ৷

ভারতী পাওয়ার যে প্রকল্পগুলি নিয়ে এই অভিযোগ তুলেছেন, তার মধ্যে রয়েছে স্বাস্থ্যকেন্দ্র নির্মাণে কেন্দ্রীয় বরাদ্দ ৷ আয়ুষ্মান ভারত প্রকল্পের অধীনে আরোগ্যশ্রীর মাধ্যমে রোগীদের আর্থিক সহায়তা দেওয়া । এই পরিস্থিতি দেখে ভারতী পাওয়ার ক্ষুব্ধ হন এবং কেন্দ্রীয় কর্তৃপক্ষকে এই বিষয়ে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন ।

সম্প্রতি, কেন্দ্রীয় সরকার রাজ্যকে চিঠি দিয়েছে যে স্বাস্থ্যকেন্দ্র নির্মাণে প্রধানমন্ত্রী মোদির লোগো এবং ছবি-সহ প্রচারমূলক বোর্ড না থাকায় ওই ক্ষেত্রে অর্থ বরাদ্দ বন্ধ করা হচ্ছে ৷ যদিও অন্ধ্রপ্রদেশ সরকারের তরফে কেন্দ্রের কাছে 4 হাজার 47 কোটি টাকা চাওয়া হয়েছে ৷ সেখানে জানানো হয়েছে যে কেন্দ্রের কথামতো ব্র্যান্ডিংয়ের ব্যবস্থা করা হচ্ছে ৷ এই বিস্তারিত তথ্য একটি রিপোর্ট তৈরি করা হবে ৷ তার পর সেই রিপোর্ট দেওয়া হবে কেন্দ্রীয় সরকারকে ৷

উল্লেখ্য, আগামী বছর লোকসভা নির্বাচনের সময়ই বিধানসভা নির্বাচন রয়েছে অন্ধ্রপ্রদেশে ৷ আর মাত্র কয়েকমাস পরই ওই নির্বাচন হবে ৷ ফলে ভোটের আগে কেন্দ্রের বরাদ্দ বন্ধ হয়ে যাওয়ায় স্বাভাবিকভাবেই বিপাকে পড়তে হল ওই রাজ্যের মুখ্যমন্ত্রীকে ৷ এখন দেখার এবার তিনি কী পদক্ষেপ করেন ? কেন্দ্রের পরামর্শ মেনে নেন নাকি কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তোলেন !

আরও পড়ুন:

কেন্দ্রীয় বরাদ্দ আসার পরেও হয়নি লক্ষ্যপূরণ, স্বচ্ছ ভারত প্রকল্পের মন্থর গতিতে ক্ষুব্ধ নবান্ন

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.