ETV Bharat / bharat

Rare Disease in Kerala: নাক দিয়ে প্রবেশ অ্যামিবা জীবাণুর, রোগের লক্ষণ বোঝার আগেই বিকল হচ্ছে মস্তিষ্ক

author img

By

Published : Jul 7, 2023, 11:04 PM IST

নাক দিয়ে প্রবেশ করেছে অ্যামিবা প্রজাতির জীবাণু ৷ তা ধীরে ধীরে অকেজো করে দিয়েছে মস্তিষ্ককে ৷ বিরল রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে কেরলের আলাপ্পুঝা জেলার 15 বছরের কিশোর ৷

Etv Bharat
নাক দিয়ে প্রবেশ অ্যামিবা জীবাণুর, বিকল হচ্ছে মস্তিষ্ক

আলাপ্পুঝা (কেরল), 7 জুলাই: 15 বছরের গুরুদুথ কেরলের আলাপ্পুঝা জেলার পানভাল্লি পূর্ব মাইথারার বাসিন্দা ৷ দশম শ্রেণীর এই ছাত্র একদিন স্নান করে বাড়ির পাশের এক জলাশয়ে ৷ তারপর থেকেই শারীরিক সমস্যা শুরু হয় তাঁর ৷ বাবা অনিল কুমার ও মা শালিনী দেবী বুঝে উঠতে পারেন না, ছেলের সমস্যাটা কী ? অবশেষে শরনাপন্ন হন চিকিৎসকের ৷ অনেক পরীক্ষার পর সামনে আসে ভয়ানক খবর ৷ ছেলে আক্রান্ত অ্যামিবাক মেনিনগোএনসেফালাইটিস নামক বিরল রোগে ৷ এই রোগ ধীরে ধীরে মস্তিষ্ককে বিকল করতে থাকে ৷ তড়িঘড়ি ওই কিশোরের চিকিৎসা শুরু হয় আলাপ্পুঝা মেডিক্যাল কলেজে ৷ কিন্তু শেষ রক্ষা হল না ৷ মস্তিষ্কে বিরল অ্যামিবা জীবাণু সংক্রমণে মৃত্যু হল 15 বছরের কিশোরের ৷

চিকিৎসক সূত্রে জানা গিয়েছে, অপরিচ্ছন্ন জলাশয়ে স্নান করার কারণেই এই বিরল রোগে আক্রান্ত হয়েছিল গুরুদুথ ৷ নেগ্লেরিয়া ফাওলাই, এক ধরণের অ্যামিবা প্রজাতির জীবাণু, যা নোংরা জলাশয়ে পাওয়া যায় ৷ যখন কেউ সেই জলে স্নান করে বা মুখ ধোয়, তখন সেই জীবাণু নাকের মধ্য দিয়ে প্রবেশ করে এবং মস্তিষ্ক সংক্রমণের কারণ হয়ে দাঁড়ায় ৷

এই নিয়ে কেরলে আলাপ্পুঝা জেলায় দ্বিতীয়বার এই বিরল রোগে আক্রন্ত হয়ে মৃত্যুর ঘটনা সামনে এসেছে ৷ প্রথমবার এই রোগের কথা সামনে আসে 2017 সালে ৷ ছয় বছর পর আবার এই রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল এক কিশোরের ৷ এই ধরণের জীবাণু মূলত, অ্যামিবা শ্রেণীর যা হয়ে থাকে পরজীবী প্রকৃতির ৷ নোংরা বা অপরিচ্ছন্ন জলে অবাধে বাস করে এই ধরণের ব্যাকটেরিয়া ৷

ফলে যখনই কেউ সেই ডোবা বা পুকুর বা জলাশয়ে স্নান করে, মুখ ধোয়, তাহলে সেই জীবাণু নাকের পাতলা চামড়া দিয়ে মানবদেহে প্রবেশ করে ৷ এরপরেই এনসেফালাইটিস সৃষ্টি করে, যা মস্তিষ্ককে মারাত্মকভাবে প্রভাবিত করে। এই রোগের প্রধান লক্ষণ হল জ্বর, মাথাব্যথা, বমি এবং মৃগীরোগ। সহজ কথায়, প্রাইমারিমিবাক মেনিনগোএনসেফালাইটিস (পিএএম) আসলে বিরল মস্তিষ্কের সংক্রমণ, যা নেগ্লেরিয়া ফাওলাই নামক অ্যামিবা দ্বারা সৃষ্ট।

বিরল এই রোগের লক্ষণ ধরা পড়ে এক থেকে দু'সপ্তাহের মধ্যে ৷ আবার কখনও প্রথম দিকে লক্ষণ হিসাবে দেখা দেয়, স্বাদ নিতে সমস্যা বা কোনও কিছুর গন্ধ না পাওয়া ৷ পরবর্তী সময়ে সেই লক্ষণ বাড়তে থাকে মাথা যন্ত্রণা, বমি বমি ভাব হতে থাকে, অনেক সময় আবার অতিরিক্ত বমিও হতে থাকে ৷ তবে এই লক্ষণগুলি দেখে প্রথমেই এই রোগের সম্ভাবনা আন্দাজ করা মুশকিল হয় ৷ যে কারণেই চিকিৎসাও শুরু হয় দেরিতে ৷

আরও পড়ুন: ফাস্টফুডে আসক্তির জেরে বাড়ছে রোগ, সতর্কবার্তা স্বাস্থ্য বিশেষজ্ঞদের

সঠিক সময়ে এই রোগ ধরা পড়লে তা নিরাময় সম্ভব ৷ অ্যামফোটেরিসিন বি, অ্যাজিথ্রোমাইসিন, ফ্লুকোনাজল, রিফাম্পিন, মিল্টেফোসিন এবং ডেক্সামেথাসোন-সহ ওষুধ দিয়ে এই রোগের চিকিত্সা করা যেতে পারে। আলাপ্পুঝা জেলা শাসক এই ঘটনায় সতর্ক করেছেন এলাকাবাসীদের ৷ তিনি বলেন, "দূষিত জলে স্নান করা এবং অপরিষ্কার জল দিয়ে মুখমণ্ডল ও মুখ ধোয়া সম্পূর্ণরূপে এড়ানো উচিত ৷ এই জলই বিরল রোগের অন্যতম কারণ ৷" এছাড়াও বর্ষার জমা জলেও স্নান করা উচিত নয় বলে সতর্কবার্তা দিয়েছেন আলাপ্পুঝা জেলাশাসক ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.