ETV Bharat / bharat

Amit Shah on LS Polls 2024: বিজেপির কোনও প্রতিদ্বন্দ্বী নেই, 24-এ মোদিই আবার প্রধানমন্ত্রী, দাবি অমিত শাহের

author img

By

Published : Feb 14, 2023, 4:27 PM IST

2024 সালের লোকসভা নির্বাচনে বিজেপি অপ্রতিদ্বন্দ্বী বলে দাবি করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah on Lok Sabha Polls 2024) ৷ তাঁর দাবি, এবারও মানুষ নরেন্দ্র মোদিকে প্রধানমন্ত্রী করার জন্য ভোট দেবেন ৷

Amit Shah on LS Polls 2024
Amit Shah on LS Polls 2024

আগরতলা (ত্রিপুরা), 14 ফেব্রুয়ারি: 2024 সালের লোকসভা নির্বাচনে (Lok Sabha Elections 2024) বিজেপির (BJP) কোনও প্রতিপক্ষ নেই ৷ সাধারণ মানুষ আবার নরেন্দ্র মোদিকেই (PM Narendra Modi) প্রধানমন্ত্রী করার জন্য ভোট দেবেন ৷ এমনটাই মনে করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) ৷ সংবাদসংস্থা এএনআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই মত প্রকাশ করেছেন ৷

তিনি মনে করেন, কেন্দ্রীয় সরকারের একাধিক পদক্ষেপের জন্য নিচুতলার মানুষের জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন এসেছে ৷ তাই 2024 সালের লোকসভা নির্বাচনে এই দেশের মানুষ সর্বতোভাবে মোদিকেই আবার প্রধানমন্ত্রী করবেন ৷ আর ঠিক করবেন বিজেপির আসল বিরোধী কারা হতে পারে ৷ এখনও পর্যন্ত এমন কোনও দলকে সেই তকমা সাধারণ মানুষ দেননি ৷

তাঁর দাবি, অর্থনৈতিকভাবে দেশ এগিয়ে চলেছে ৷ মোদি জমানার আট বছরে 60 কোটি গরিব মানুষের জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আনতে সরকার সফল হয়েছে ৷ নীতিগত পরিবর্তনের জন্য দেশের ভালো হয়েছে ৷ দেশ এখন উৎপাদনের বড় ক্ষেত্র হয়ে উঠেছে ৷ দেশ আত্মনির্ভর হয়ে উঠছে ৷ বিদেশের প্রতি নির্ভরত গত আট বছরকে 30 শতাংশ কমিয়ে দেওয়া গিয়েছে ৷

উত্তর পূর্ব ভারতের যে রাজ্যগুলিতে বিধানসভা নির্বাচন হচ্ছে, সেখানে প্রচারে নেই কংগ্রেসের রাহুল গান্ধি (Congress MP Rahul Gandhi) ৷ এই নিয়েও তিনি রাহুলকে কটাক্ষ করেছেন ৷ আর ওই রাজ্যগুলিতে ভোটের ফল প্রকাশ হলেই বিরোধীদের শক্তি বোঝা যাবে বলেও উল্লেখ করেছেন তিনি ৷ উত্তর পূর্ব ভারতে বিজেপির জয়যাত্রা অব্যাহত থাকবে বলে আত্মবিশ্বাসী অমিত শাহ ৷

পাশাপাশি বছরের শেষে ছত্তীশগড়, মধ্যপ্রদেশ ও রাজস্থান এবং কয়েকমাস পর কর্ণাটকেও বিজেপি জিতবে বলে তিনি দাবি করেছেন ৷ আর এভাবেই আগামী লোকসভা নির্বাচনে বিজেপি অপ্রতিদ্বন্দ্বী হয়ে উঠবে বলেই তিনি মনে করেন ৷

আরও পড়ুন: বিজেপির কোনও কিছু লুকানোর নেই, ভয় পাওয়ারও কিছু নেই, দাবি অমিত শাহের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.