ETV Bharat / bharat

Amit Shah: উত্তর পূর্ব ভারতে মাওবাদ-সন্ত্রাসবাদ-বিদ্রোহ 65 শতাংশ কমেছে, দাবি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর

author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 21, 2023, 11:54 AM IST

Amit Shah
Amit Shah

Amit Shah at Police Commemoration Day Programme: শনিবার পুলিশ স্মৃতি দিবস উপলক্ষ্যে নয়াদিল্লির চাণক্যপুরীর ন্যাশনাল পুলিশ মেমোরিয়াল আয়োজিত এক অনুষ্ঠানে হাজির হন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ তিনি সেখানে পুলিশের ভূমিকার প্রশংসা করেন ৷ পাশাপাশি জানান, উত্তর পূর্ব ভারত থেকে সন্ত্রাসবাদ, চরম বামপন্থা ও বিদ্রোহের ঘটনা 65 শতাংশ কমানো গিয়েছে ৷

নয়াদিল্লি, 21 অক্টোবর: উত্তর পূর্ব ভারতে সন্ত্রাসবাদ, চরম বামপন্থা এবং বিদ্রোহের ঘটনা 65 শতাংশ কমেছে ৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শনিবার এই কথা জানিয়েছেন ৷ তিনি আরও জানান, দেশের তিনটি হটস্পট এলডব্লিউই (চরম বামপন্থায় আক্রান্ত রাজ্য), উত্তর পূর্ব ভারত এবং জম্মু ও কাশ্মীর এখন শান্তিপূর্ণ হয়ে উঠছে ।

শনিবার পুলিশ স্মৃতি দিবস ৷ সেই উপলক্ষ্যে নয়াদিল্লিতে জাতীয় পুলিশ স্মৃতিসৌধে (ন্যাশনাল পুলিশ মেমোরিয়াল) এক অনুষ্ঠানের আয়োজন করা হয় ৷ সেখানে উপস্থিত হয়েই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এই কথা বলেছেন ৷ তিনি জানান, নরেন্দ্র মোদি সরকার সন্ত্রাসের বিরুদ্ধে জিরো-টলারেন্স নীতি বজায় রেখে কঠোর আইন তৈরি করেছে ৷ পুলিশ বাহিনীর আধুনিকীকরণের জন্য ‘পুলিশ প্রযুক্তি মিশন’ স্থাপন করে সরকার বিশ্বের সেরা সন্ত্রাসবিরোধী বাহিনী হিসেবে গড়ে তোলার জন্য কাজ করেছে ।

অমিত শাহ আরও জানিয়েছেন, মোদি সরকার ফৌজদারি বিচার ব্যবস্থার ব্যাপক পরিবর্তনের জন্য সংসদে তিনটি বিল পেশ করেছে । তিনটি আইন 150 বছরের পুরনো আইনের জায়গায় বলবৎ করা হবে ৷ প্রতিটি নাগরিকের জন্য প্রাপ্য সমস্ত সাংবিধানিক অধিকারের নিশ্চয়তা দেবে ৷ এই প্রস্তাবিত আইনগুলি ভারতীয়ত্বকেও প্রতিফলিত করবে ।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "পুলিশ কর্মীদের প্রচেষ্টা ও সাফল্যের জন্য উত্তর পূর্বে সন্ত্রাস, চরম বামপন্থা এবং বিদ্রোহের ঘটনা 65 শতাংশ হ্রাস পেয়েছে ৷" তিনি জানান, সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে লড়াই, অপরাধ প্রতিরোধ, বিপুল জনতার সামনে আইনশৃঙ্খলা রক্ষা কিংবা দুর্যোগের সময় ঢাল হিসেবে কাজ করে জনগণকে রক্ষা করা, সব পরিস্থিতিতেই পুলিশের সদস্যরা নিজেদের প্রমাণ করেছেন ।

দুর্যোগে পুলিশ কর্মীদের ভূমিকার কথা উল্লেখ করে তিনি জানান, অতীতে এনডিআরএফ-এর মাধ্যমে বিভিন্ন বাহিনীর পুলিশ কর্মীরা দুর্যোগ ব্যবস্থাপনায় সারা বিশ্বে সুনাম কুড়িয়েছে । কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কথায়, "বিপর্যয় যত বড়ই হোক না কেন, এনডিআরএফ কর্মীরা যখন সেখানে পৌঁছান, তখন মানুষ আস্থা পায় যে এনডিআরএফ এসেছে ৷ এখন কোনও সমস্যা নেই ৷"

অমিত শাহ আরও জানিয়েছেন, মোদি সরকার পুলিশ কর্মীদের কল্যাণের জন্য পরিচালিত বেশ কয়েকটি প্রকল্পের মানোন্নয়নে নিয়মিত ব্যবধানে নানা পরিবর্তন করছে ৷ মোদি সরকার সমস্ত কর্মীদের কল্যাণে নিবেদিত এবং তাদের সুরক্ষার জন্য উদ্বিগ্ন ৷ স্বাধীনতার পর থেকে দেশের সেবায় জীবন উৎসর্গকারী 36 হাজার 250 জন পুলিশের প্রতি শ্রদ্ধা জানান তিনি ৷ এই নিয়ে তাঁর মন্তব্য, পুলিশ স্মৃতিসৌধ শুধু প্রতীক নয়, দেশ গঠনে পুলিশের ত্যাগ ও নিষ্ঠার স্বীকৃতি ।

1959 সালের 21 অক্টোবর লাদাখের হট স্প্রিংসে ভারী অস্ত্রে সজ্জিত চিনা সৈন্যদের অতর্কিত হামলার সময় কর্তব্যরত অবস্থায় 10 জন পুলিশ শহিদ হন । সেই থেকে প্রতি বছর 21 অক্টোবর এই শহিদদের ও অন্যান্য সমস্ত শহিদ পুলিশকর্মীদের সম্মান জানাতে এই দিনটি পালিত হয় ৷ পুলিশ কর্মীদের ত্যাগ স্বীকার এবং জাতীয় নিরাপত্তা ও অখণ্ডতা রক্ষায় তাদের প্রধান ভূমিকার স্বীকৃতিস্বরূপ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি 2018 সালে পুলিশ স্মৃতি দিবসে নয়াদিল্লির চাণক্যপুরীতে ন্যাশনাল পুলিশ মেমোরিয়ালের (পুলিশ স্মৃতিসৌধ) উদ্বোধন করেন ৷

এই স্মৃতিসৌধে একটি কেন্দ্রীয় ভাস্কর্য 'ওয়াল অফ ভ্যালোর' এবং একটি জাদুঘর রয়েছে । কেন্দ্রীয় ভাস্কর্য, যা একটি 30 ফুট উচ্চ গ্রানাইট মনোলিথ সেনোটাফ ৷ এটি পুলিশকর্মীদের শক্তি, সহনশীলতা এবং নিঃস্বার্থ সেবার জন্য তৈরি করা হয়েছে । স্বাধীনতার পর থেকে দায়িত্ব পালনে জীবন উৎসর্গকারী পুলিশের সদস্যদের সাহসিকতা ও আত্মত্যাগের অবিচল স্বীকৃতি হিসেবে 'ওয়াল অফ ভ্যালোর' দাঁড়িয়ে আছে । এর উপরে শহিদদের নাম খোদাই করা আছে ৷ জাদুঘরটিকে ভারতে পুলিশি ব্যবস্থা সংক্রান্ত একটি ঐতিহাসিক এবং বিকশিত প্রদর্শনী হিসেবে তৈরি করা হয়েছে ।

আরও পড়ুন: দু’বছরের মধ্যে শেষ করা হবে চরম বামপন্থা-মাওবাদ, মন্তব্য অমিত শাহের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.