ETV Bharat / bharat

Amit over Rahul: 'ক্যাথলিক মা-পার্সি বাবার ছেলে হিন্দু ?' রাহুল গান্ধিকে নিয়ে টুইট মালব্যর

author img

By

Published : Nov 27, 2022, 12:20 PM IST

Updated : Nov 27, 2022, 12:43 PM IST

মধ্যপ্রদেশের ওমকারেশ্বর মন্দিরে গিয়ে আরতি করেন রাহুল গান্ধি ৷ কিন্তু তিনি কি আদৌ হিন্দু ? প্রশ্ন অমিত মালব্যর (Amit Malviya over Rahul Gandhi) ৷

Rahul Gandhi
ETV Bharat

নয়াদিল্লি, 27 নভেম্বর: রাহুল গান্ধি কি আদৌ হিন্দু ? প্রশ্ন তুলে আক্রমণ করলেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য ৷ সম্প্রতি ভারত জোড়ো যাত্রায় মধ্যপ্রদেশের ওমকারেশ্বর মন্দিরে গিয়ে আরতি করেছেন রাহুল ৷ সেই ছবি, ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (Amit Malviya tweets over Rahul Gandhi's Hindu credentials) ৷

এই ঘটনায় অমিতের টুইট, "ক্যাথলিক মা এবং পার্সি বাবার ছেলেকে হিন্দু বলে প্রমাণ করতে কংগ্রেস এত হুড়োহুড়ি করছে কেন ?" এখানে ফের হিন্দু ধর্মের প্রসঙ্গ টেনে তিনি লেখেন, "ভারতে হিন্দু সংখ্যাগরিষ্ঠ ৷ সেই জন্য ভোট পেতে মরিয়া হয়ে উঠেছে কংগ্রেস ? কংগ্রেসের সংখ্যালঘু রাজনীতিতে কি আর লাভ হচ্ছে না ?" এরপর তিনি লেখেন, "হিন্দুদের বোকা বানানো বন্ধ করুন" ৷

  • Why is the Congress in such tearing hurry to prove that son of a Catholic mother and a Parsi father is a Hindu? Is it because of electoral compulsion in a Hindu majority India, where Congress’s politics of minorityism has ceased to deliver dividends?

    Stop fooling the Hindus… https://t.co/iTDI3rduBA

    — Amit Malviya (@amitmalviya) November 27, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ভারত জোড়ো যাত্রায় (Bharat Jodo Yatra) শুক্রবার মধ্যপ্রদেশ পৌঁছন কংগ্রেস নেতা তথা সাংসদ রাহুল গান্ধি (Rahul Gandhi) ৷ সেদিন বিকেলে 12টি জ্যোতির্লিঙ্গের (12 Jyotirlingas) অন্যতম ওমকারেশ্বরে পুজো দেন ৷ নর্মদা নদীর (Narmada) তীরে আরতি সারেন কংগ্রেস নেতা ৷ তাঁর সঙ্গে ছিলেন বোন প্রিয়াঙ্কা ৷ তিনিও এখন ভারত জোড়ো যাত্রায় দাদার সঙ্গে পা মিলিয়েছেন ৷ কংগ্রেসের পক্ষ থেকে, এমনকী রাহুল গান্ধিও নর্মদার তীরে এই ভিডিয়ো শেয়ার করেন ৷

  • शिव त्याग हैं, और तप भी,
    करुणा भी हैं, और रुद्र भी,
    अनादि और अनंत हैं।

    आज, द्वादश ज्योतिर्लिंगों में से एक, भगवान ओम्कारेश्वर मंदिर में आराधना और साथ में नर्मदा आरती करने का सौभाग्य प्राप्त हुआ।

    हर हर नर्मदे।
    हर हर महादेव। pic.twitter.com/C0ZHGgyuvG

    — Rahul Gandhi (@RahulGandhi) November 25, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: মধ্যপ্রদেশে ভারত জোড়ো যাত্রায় হাঁটলেন প্রিয়াঙ্কা

টুইট করে রাহুল লেখেন, "শিব ত্যাগ, আর তপ, করুণা তিনি, আর রুদ্রও/অনাদি আর অনন্ত ৷ আজ দ্বাদশ জ্যোতির্লিঙ্গের একটিতে ভগবান ওমকারেশ্বর মন্দিরে আরাধনা করলাম ৷ তার সঙ্গে নর্মদায় আরতি করার সৌভাগ্যও হল ৷ হর হর নর্মদে । হর হর মহাদেব ৷"

  • It is an absolute honour to visit Sri Jagadguru Murugharajendra Vidyapeetha and receive the 'Ishtalinga Deekshe' from Dr. Sri Shivamurthy Murugha Sharanaru.

    The teachings of Guru Basavanna are eternal and I am humbled to learn more about it from the Sharanaru of the Math. pic.twitter.com/5Dgj53roSp

    — Rahul Gandhi (@RahulGandhi) August 3, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

তবে এই ভিডিয়ো পোস্টের পরে নেটিজেনরা রাহুলের পাশাপাশি নরেন্দ্র মোদির আরতি করার ভিডিয়ো পোস্ট করে দু'জন এবং বিজেপি-কংগ্রেসের মধ্যে তুলনা টানেন ৷ 2024-এর নির্বাচনের আগে হিন্দুদের মন জয় করতে কংগ্রেসও কি হিন্দুত্বকেই বেছে নিল ? আর ঠিক এই কারণেই ওমকারেশ্বরে পুজো দেওয়া, নর্মদায় আরতি করা নিয়ে বিজেপিও পালটা আক্রমণ করেছে রাহুল গান্ধিকে ৷

এবছর অগস্টের শুরুতে রাহুল গান্ধি একটি টুইটে জানান তিনি লিঙ্গায়ত ধর্মগুরুর কাছে দীক্ষা পেয়েছেন (Rahul Gandhi receives Ishtalinga Deekshe) ৷ তিনি লিখেছিলেন, "এটা খুবই সৌভাগ্যের বিষয়, আমি শ্রীজগদগুরু মুরুঘরাজেন্দ্র বিদ্যাপীঠে গিয়েছিলাম ৷ সেখানে ডঃ শ্রী শিবামূর্তি মুরুঘা শারানারুর কাছ থেকে ইষ্টলিঙ্গ দীক্ষা পেয়েছি ৷" রাহুল গুরু বাসবান্নার শিক্ষার কথা উল্লেখ করেন, "গুরু বাসবান্নার শিক্ষা চিরন্তন ৷ মঠের শারাণারুর কাছ থেকে আরও অনেক কিছু জানতে পারলাম, মাথা নত হয়ে আসছে ৷"

আরও পড়ুন: 'ভারত জোড়ো যাত্রা'য় রাহুলের পাশে হাঁটলেন মুনমুন-কন্যা

Last Updated :Nov 27, 2022, 12:43 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.