ETV Bharat / bharat

Har Ghar Tiranga Campaign: 'হর ঘর তেরঙ্গা'য় 20 কোটি বাড়িতে জাতীয় পতাকা, ট্রেন্ডিং মোদির 'অনুরোধ'

author img

By

Published : Aug 3, 2022, 9:34 AM IST

আসন্ন 15 অগস্ট দেশের স্বাধীনতার 75 বছর উদযাপন ৷ নাগরিকদের মনে দেশাত্মবোধ জাগাতে চলছে 'হর ঘর তেরঙ্গা' প্রচার ৷ সাধারণ মানুষ দেশ গড়ার অংশীদার ৷ তাই নিজের নিজের বাড়িতে জাতীয় পতাকা উত্তোলন করবে প্রত্যেকে ৷ এক নজরে এই প্রচার (Har Ghar Tiranga Campaign) ৷

National Flag of India
ভারতের জাতীয় পতাকা উত্তোলন

নয়াদিল্লি, 3 অগস্ট: দেশজুড়ে চলছে কেন্দ্রীয় সরকারের 'হর ঘর তেরঙ্গা' ক্যাম্পেন ৷ স্বাধীনতার 75 বছর উদযাপনে 'আজাদি কা অমৃত মহোৎসব'-এর অঙ্গ হিসেবে প্রত্যেক নাগরিক তাঁর বাড়িতে তেরঙা উত্তোলন করবে ৷ 15 অগস্টের আগে 20 কোটিরও বেশি বাড়িতে জাতীয় পতাকার দেখা মিলবে বলে মনে করা হচ্ছে ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মঙ্গলবার তাঁর সোশ্যাল মিডিয়ায় প্রোফাইলের ছবিতে তিন রঙা পতাকার (Har Ghar Tiranga) ছবি দিয়েছেন ৷ জনসাধারণকেও সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে এই ছবি শেয়ার করার অনুরোধ জানিয়েছেন তিনি (All about Har Ghar Tiranga campaign) ৷

প্রধানমন্ত্রী মোদি জানান এই প্রচারের লক্ষ্য, "মানুষকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করা এবং 75তম স্বাধীনতা দিবসে জনসাধারণের অংশগ্রহণ ৷" 22 জুলাই তিনি এই ক্যাম্পেন নিয়ে একটি টুইটও করেন ৷ মানুষের হৃদয়ে দেশাত্মবোধ জাগানো এবং জাতীয় পতাকা নিয়ে সচেতনতামূলক এই প্রচারের দায়িত্বে রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক ৷

  • Today, 22nd July has a special relevance in our history. It was on this day in 1947 that our National Flag was adopted. Sharing some interesting nuggets from history including details of the committee associated with our Tricolour and the first Tricolour unfurled by Pandit Nehru. pic.twitter.com/qseNetQn4W

    — Narendra Modi (@narendramodi) July 22, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ভারত সরকার পতাকা উত্তোলন সংক্রান্ত 'দ্য ফ্ল্যাগ কোড অফ ইন্ডিয়া, 2002' (The Flag Code of India 2002) প্রকাশ করেছে ৷ এখানে পতাকার ব্যবহার, সাজানো এবং উত্তোলন সংক্রান্ত যাবতীয় নির্দেশিকা দেওয়া হয়েছে ৷ এই পতাকা উত্তোলন আসলে দেশ গড়ায় প্রত্যেক নাগরিকের অবদানের একটা প্রতীক ৷

আরও পড়ুন: মোদির সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের ডিপি এখন তেরঙা, আপনার ?

2002 সালের 26 জানুয়ারি 'ইন্ডিয়ান ফ্ল্যাগ কোড' কার্যকর হয় ৷ এই নির্দেশিকা মেনে বেসরকারি সংস্থা, সাধারণ মানুষ এবং সরকারি সংস্থাগুলি পতাকা উত্তোলন করতে হবে ৷ কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক একটি এই উদযাপনে একটি ওয়েবসাইটও চালু করেছে এবং 'হর ঘর তেরঙ্গা' অভিযানকে আরও ছড়িয়ে দিয়েছে ৷ যে কোনও ভারতীয় তেরঙা পতাকার সঙ্গে নিজের ছবি (সেলফি) তুলে এই ওয়েবসাইটে পোস্ট করতেই পারেন ৷

এখনও পর্যন্ত 28টি রাজ্য এবং 8টি কেন্দ্রশাসিত অঞ্চলে অমৃত মহোৎসবের অংশ হিসেবে 50 হাজারেরও বেশি অনুষ্ঠান সফলভাবে আয়োজন করা হয়েছে ৷ কর্পোরেট মন্ত্রক কোম্পানিগুলিকে 'কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি' তহবিলের টাকা দিচ্ছে 'হর ঘর তিরঙ্গা অভিযান' পালন করতে ৷ একটি বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, কোম্পানিস অ্যাক্টের শিডিউল VII-এর অধীনে সিএসআর (Corporate Social Responsibility, CSR) তহবিলের টাকায় প্রচুর সংখ্যক পতাকা তৈরি, চতুর্দিকে তা ছড়িয়ে দেওয়া এবং এ সংক্রান্ত অন্য সব খরচ দেবে সরকার ৷

কোম্পানিগুলি সিএসআর পলিসি রুলস, 2014 অনুযায়ী এই কাজকর্ম করতে পারে, জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে ৷ কেন্দ্রীয় সরকার 20 কোটি বাড়িতে এই পতাকা উত্তোলনের লক্ষ্যমাত্রা রেখেছেন এবং এর ন্যূনতম মূল্য 10 টাকা ৷ তাই এই মেগা উদযাপনে 200 কোটি টাকা খরচ হতে পারে বলে মনে করা হচ্ছে ৷

আরও পড়ুন: ‘স্বাধীনতার রেলগাড়ি এবং স্টেশন’ কর্মসূচি, হাওড়ায় ‘নেতাজি এক্সপ্রেস’এর ফ্ল্যাগ অফ

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.