Air India Urination Row: প্রস্রাব কাণ্ডে ধৃত শংকরকে চারমাসের জন্য নিষিদ্ধ করল এয়ার ইন্ডিয়া

author img

By

Published : Jan 19, 2023, 9:39 PM IST

Air India Imposes Four Month Flying Ban on Shankar Mishra due to Urination Row
ফাইল ছবি ()

চারমাসের জন্য এয়ার ইন্ডিয়ার বিমানে উঠতে পারবেন না প্রস্রাব কাণ্ডে ধৃত শংকর মিশ্র (Air India Imposes Four Mmonth Flying Ban on Shankar Mishra) ৷ শাস্তি ঘোষণা করল উড়ান সংস্থা ৷

নয়াদিল্লি, 19 জানুয়ারি: প্রস্রাব কাণ্ডে (Air India Urination Row) ধৃত শংকর মিশ্রের উপর চারমাসের জন্য নিষেধাজ্ঞা আরোপ করল এয়ার ইন্ডিয়া (Air India Imposes Four Mmonth Flying Ban on Shankar Mishra) ৷ বৃহস্পতিবার সংস্থার পক্ষ থেকে তাদের এই সিদ্ধান্তের কথা ঘোষণা করা হয়েছে ৷ উল্লেখ্য, গত বছরের নভেম্বর মাসে এয়ার ইন্ডিয়ার বিমানে সহযাত্রী এক বৃদ্ধার গায়ে প্রস্রাব করে দেন শংকর ৷ সম্প্রতি সেই ঘটনা সামনে আসে ৷ তার জেরেই এই পদক্ষেপ করল এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ ৷ এদিন এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে এক আধিকারিক জানিয়েছেন, এর আগেই শংকরের উপর একমাসের জন্য নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল ৷ সেইসঙ্গে, আরও চারমাসের নিষেধাজ্ঞা যুক্ত করা হল ৷

2022 সালের 26 নভেম্বর শংকর মিশ্র এই কাণ্ড ঘটান বলে অভিযোগ ৷ ওই দিন বিমানে নিউইয়র্ক থেকে দিল্লি ফিরছিলেন তিনি ৷ সেদিন শংকরের সফরসঙ্গী ছিলেন এক বাঙালি চিকিৎসক ৷ সম্প্রতি ঘটনা নিয়ে মুখ খোলেন তিনি ৷ জানান, ঘটনার সময় একেবারে মদ্যপ ছিলেন শংকর ৷ দুপুরের খাবার খাওয়ার সময় গ্লাসের পর গ্লাস মদ গলায় ঢালছিলেন তিনি ৷ ফলে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেন ওই ব্যক্তি ! সেই সময়েই সহযাত্রী বৃদ্ধার গায়ে প্রস্রাব করে দেন তিনি ! বিষয়টি নিয়ে সেই দিনই কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ জানিয়েছিলেন ওই বাঙালি চিকিৎসক ৷

আরও পড়ুন: চার গ্লাস হুইস্কি খেয়ে বেসামাল ছিলেন শংকর, সাক্ষী বাঙালি চিকিৎসক

বৃহস্পতিবার এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে এক মুখপাত্র জানান, এই ঘটনার তদন্তে তিন সদস্যের একটি স্বাধীন কমিটি গঠন করা হয়েছিল ৷ সেই তদন্ত কমিটির নেতৃত্বে ছিলেন একজন অবসরপ্রাপ্ত জেলা জজ ৷ তাঁরাই শংকরকে চারমাসের জন্য নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছেন ৷ সেই মতোই পদক্ষেপ করা হয়েছে ৷

ইতিমধ্যেই শংকরকে তাদের নিষিদ্ধ তালিকাভুক্ত করেছে এয়ার ইন্ডিয়া ৷ প্রসঙ্গত, বর্তমানে এয়ার মালিকানা রয়েছে টাটা গোষ্ঠীর হাতে ৷ তাদের কাছে ইতিমধ্যেই তদন্ত রিপোর্ট পেশ করেছে সংশ্লিষ্ট কমিটি ৷ সেই রিপোর্ট ডিজিসিএকেও পাঠানো হয়েছে ৷ তবে, শংকরের উপর এই নিষেধাজ্ঞা আপাতত শুধুমাত্র এয়ার ইন্ডিয়ার বিমানের ক্ষেত্রেই কার্যকর থাকবে ৷ অন্য়ান্য বিমান সংস্থা এই বিষয়ে আলাদাভাবে নিজেদের সিদ্ধান্ত নিতে পারে ৷ সেখানে এখনও পর্যন্ত কোনও বাধা নেই ৷ প্রসঙ্গত, শংকর মিশ্র এই মুহূর্তে বিচার বিভাগীয় হেফাজতে রয়েছেন এবং তাঁর বিরুদ্ধে দিল্লির আদালতে মামলা চলছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.