ETV Bharat / bharat

Afghanistan : কাবুল থেকে 129 ভারতীয়কে নিয়ে দিল্লি ফিরল এয়ার ইন্ডিয়ার বিমান

author img

By

Published : Aug 15, 2021, 8:56 PM IST

Updated : Aug 15, 2021, 9:22 PM IST

কাবুল থেকে 129 জন ভারতীয়কে নিয়ে দেশে ফিরল এয়ার ইন্ডিয়ার বিমান ৷ আফগানিস্তানে তৈরি হওয়া পরিস্থিতির কারণেই এই সিদ্ধান্ত নিয়েছে বিদেশমন্ত্রক ৷ পাশাপাশি ভারতীয় দূতাবাস থেকে কূটনীতিকদেরও দেশে ফেরানো হবে বলে সূত্রের খবর ৷

Air India flight carrying 129 Indians from Kabul Due to Taliban Attack
Afghanistan : কাবুল থেকে 129 জন ভারতীকে নিয়ে ফিরছে এয়ার ইন্ডিয়ার বিমান

কাবুল, 15 অগস্ট : দু’দশক পর ফের তালিবান আতঙ্ক আফগানিস্তানে (Afghanistan) ৷ ইতিমধ্যেই তালিবান (Taliban)-রা কাবুল ঢুকে পড়েছে ৷ এই পরিস্থিতিতে আফগান রাষ্ট্রপতি আশরাফ ঘানি (Ashraf Ghani) কাবুল ছেড়ে চলে গিয়েছেন বলে টোলো নিউজের তরফে জানানো হয়েছে ৷ এই পরিস্থিতিতে কাবুলে অবস্থিত ভারতীয়দের দেশে ফেরাতে কাবুল পৌঁছেছিল এয়ার ইন্ডিয়া (Air India)-র বিমান ৷ কাবুল থেকে 129 জন ভারতীয়কে নিয়ে দিল্লিতে আজ রাতে পৌঁছায় এয়ার ইন্ডিয়ার ওই বিমান ৷

প্রসঙ্গত, আজ কাবুলে প্রায় এক ঘণ্টা দেরিতে অবতরণ করেছিল এয়ার ইন্ডিয়ার বিমান ৷ কারণ হিসেবে জানা গিয়েছে, আফগানিস্তানে চলতে থাকা এই অস্থির পরিস্থিতির জেরে আরও অন্যান্য রাষ্ট্রও তাঁদের নাগরিক এবং কূটনীতিকদের দেশে ফেরাতে শুরু করেছে ৷ ফলে কাবুল বিমানবন্দরে আন্তর্জাতিক বিমানের ওঠা নামা লেগেই রয়েছে ৷ কাবুল থেকে রওনা দেওয়ার পর রাতে 129 জন ভারতীয়কে নিয়ে দিল্লিতে অবতরণ করে এয়ার ইন্ডিয়ার বিমান ৷ আগে ভারত থেকে কাবুলে এয়ার ইন্ডিয়া 3টি বিমান সপ্তাহে যাতায়াত করত ৷ বর্তমান পরিস্থিতিতে সেই বিমান সংখ্যা সপ্তাহে 7টি করা হয়েছিল ৷

সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী, ভারত আফগানিস্তানে পরিবর্তন হতে থাকা পরিস্থিতির দিকে লাগাতার নজর রেখে চলেছে ৷ তালিবানের কাবুল দখল করে নেওয়া এখন সময়ের অপেক্ষা ৷ এই পরিস্থিতিতে ভারতীয় দূতাবাস থেকে দ্রুত কূটনীতিকদের দেশে ফিরিয়ে আনার বিষয় সিদ্ধান্ত নিতে পারে নয়াদিল্লি ৷ ইতিমধ্যে মার্কিন দূতাবাস থেকে সেদেশের কূটনীতিকদের আমেরিকায় ফিরিয়ে নিয়ে যাওয়া হয়েছে ৷ আর তালিবানিরা কাবুলে প্রবেশ করতেই রাষ্ট্রপতি আশরাফ ঘানি আফগানিস্তান ছেড়ে চলে গেছেন বলে সংবাদ মাধ্যম টোলো নিউজের তরফে জানানো হয়েছে ৷

আরও পড়ুন : Afghanistan : তালিবানকে ক্ষমতা হস্তান্তর আফগান সরকারের, অন্তর্বর্তী সরকারের প্রধান হচ্ছেন জালালি

এই পরিস্থিতিতে জানা যাচ্ছে, আশরাফ ঘানি তালিবানদের হাতে ক্ষমতা হস্তান্তর করতে চাননি ৷ কারণ, রাষ্ট্রপতির পদের জন্য কোনও ব্যক্তিকে বাছা হয়নি ৷ এই পরিস্থিতিতে তিনি অজ্ঞাত একজন নেতার দলের হাতে ক্ষমতা তুলে দেওয়ার পক্ষে নন ৷ আর তা হলে আফগানিস্তানের শান্তিশৃঙ্খলা বলে কিছুই থাকবে না ৷ কাবুল তথা আফগান নাগরিকদের জীবন বিপন্ন হয়ে যাবে বলে মনে করছেন তিনি ৷ তবে, এই পরিস্থিতিতে আফগান সরকার এবং তালিবানদের মধ্যে ক্ষমতা হস্তান্তরের এই প্রক্রিয়ার মধ্যস্থতাকারী হিসেবে মার্কিন প্রতিনিধি দল রয়েছে বলে রাশিয়ার সংবাদ মাধ্য় স্পুটনিকের তরফে জানানো হয়েছে ৷ তবে, সমস্ত কিছু তালিবানদের হাতে ছেড়ে দেওয়ার আগেই আফগান রাষ্ট্রপতির দেশ ছেড়ে চলে যাওয়া আফগানদের জন্য বিপদের বার্তা দিচ্ছে বলে মনে করছে কূটনীতিকরা ৷

এদিকে, তালিবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ সাধারণ মানুষকে আতঙ্কিত না হতে বলেছেন ৷ তিনি বলেন, লুট ও হাঙ্গামা বন্ধ করতে কাবুলের কিছু অংশে তালিবান যোদ্ধারা ঢুকেছে ৷ কারণ, ওই এলাকা ফাঁকা করে চলে গেছে আফগান সেনারা ৷ শহরে তালিবান যোদ্ধাদের প্রবেশে মানুষকে উদ্বিগ্ন না হওয়ার বার্তা দেন তালিবান মুখপাত্র ৷

Last Updated : Aug 15, 2021, 9:22 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.