ETV Bharat / bharat

UP Hit and Run Case: স্কুটার-সহ মহিলাকে হিঁচড়ে কয়েক কিমি নিয়ে গেল ট্রাক! খোয়া গেল প্রাণ

author img

By

Published : Jan 5, 2023, 2:59 PM IST

দিল্লির মর্মান্তিক দুর্ঘটনার (Delhi Hit and Run Case) পুনরাবৃত্তি ৷ এবারের ঘটনাস্থল উত্তরপ্রদেশের বান্দ্রা বাইপাস রোড (Bandra Bypass Road) ৷ স্কুটার-সহ এক মহিলাকে ধাক্কা মেরে প্রায় 3 কিলোমিটার ঘষটে নিয়ে গেল ট্রাক ৷ ঘটনায় নিহত মহিলার নাম পুষ্পা ৷

again a woman lost her life during a Hit and Run Case in Uttar Pradesh
মর্মান্তিক !

বান্দ্রা মউ (উত্তরপ্রদেশ), 5 জানুয়ারি: ফের একবার দিল্লির ঘটনার (Delhi Hit and Run Case) পুনরাবৃত্তি হল উত্তরপ্রদেশে ৷ দ্রুত গতির একটি ট্রাক স্কুটারে সওয়ার এক মহিলাকে প্রথমে ধাক্কা মারে ৷ তাতে ওই মহিলা স্কুটার-সহ ঢুকে যান ট্রাকের নীচে ৷ এরপর মহিলা ও তাঁর স্কুটারটিকে ঘষটে প্রায় 3 কিলোমিটার নিয়ে যায় ট্রাকটি (UP Hit and Run Case) ৷ বুধবার ঘটনাটি ঘটে উত্তরপ্রদেশের বান্দ্রা বাইপাস রোডে (Bandra Bypass Road) ৷ প্রাণ যায় আক্রান্ত মহিলার ৷

প্রাথমিকভাবে জানা গিয়েছে, মৃত মহিলা স্থানীয় কৃষি বিশ্ববিদ্যালয়ের কর্মী ছিলেন ৷ বুধবার কাজ সেরে বাড়ি ফিরছিলেন তিনি ৷ পথে একটি পেট্রোল পাম্পে দাঁড়ান ওই মহিলা ৷ স্কুটারে জ্বালানি ভরে ফের রওনা দেন বাড়ির উদ্দেশে ৷ কিন্তু, গন্তব্যে পৌঁছনোর আগেই প্রাণঘাতী দুর্ঘটনার কবলে পড়েন তিনি ৷

আরও পড়ুন: এবার কৌশাম্বী ! ছাত্রীকে 200 মিটার ঘষটে নিয়ে গেল গাড়ি

এই দুর্ঘটনার অভিঘাত এতটাই বেশি ছিল যে দুর্ঘটনাগ্রস্ত ট্রাক ও স্কুটার, দু'টি গাড়িতেই আগুন লেগে যায় ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত মহিলার নাম পুষ্পা ৷ কোতওয়ালি থানা এলাকার মাওয়াই গ্রামের কাছে দুর্ঘটনার শিকার হন তিনি ৷ উপেন্দ্র সিং নামে তাঁর এক সহকর্মী জানিয়েছেন, গত বছরই পুষ্পার স্বামীর মৃত্যু হয় ৷ তিনিই কৃষি বিশ্ববিদ্যালয়ে চাকরি করতেন ৷ তাঁর আকস্মিক মৃত্যুর পর ওই চাকরি পুষ্পাকে দেওয়া হয় ৷

এদিকে, এই দুর্ঘটনা ও মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই ক্ষোভে ফেটে পড়েন কৃষি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা ৷ তাঁরা রাস্তা আটকে বিক্ষোভ দেখাতে শুরু করেন ৷ পাশাপাশি, বিক্ষোভকারীদের বিরুদ্ধে বেশ কয়েকটি গাড়ির কাচ ভাঙারও অভিযোগ উঠেছে ৷ এর জেরে ঘটনাস্থলে সাময়িক বিশৃঙ্খলা তৈরি হয় ৷ পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয় ৷

অতিরিক্ত জেলাশাসক সুরভী শর্মা এই ঘটনা প্রসঙ্গে বলেন, "যে ঘটনা ঘটেছে, তা অত্যন্ত মর্মান্তিক ৷ ওই দুর্ঘটনায় কৃষি বিশ্ববিদ্যালয়ের এক মহিলা কর্মীর মৃত্যু হয়েছে ৷ ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা পথে নেমে বিক্ষোভ দেখান ৷ তাঁদের দাবি, ওই এলাকায় রাস্তার দুই পাশে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করতে হবে ৷ একইসঙ্গে, রাস্তায় বাম্পার বা স্পিড ব্রেকার তৈরিরও দাবি জানিয়েছেন বিক্ষোভকারীরা ৷"

প্রসঙ্গত, এর আগে গত 1 জানুয়ারি দিল্লি এবং উত্তরপ্রদেশে একই ধরনের দু'টি দুর্ঘটনা ঘটে ৷ দিল্লিতে মৃত্যু হয় এক তরুণীর এবং উত্তরপ্রদেশে গুরুতর জখম হয় এক ছাত্রী ৷ তার রেশ কাটতে না কাটতেই আবারও মর্মান্তিক ও ভয়ঙ্কর দুর্ঘটনার সাক্ষী হতে হল উত্তরপ্রদেশকে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.