ETV Bharat / bharat

Free Ambulance Service: বিনা চিকিৎসায় হারিয়েছিলেন বাবাকে, রক্ত জল করে বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা দিচ্ছেন মঞ্জুনাথ

author img

By

Published : Mar 9, 2023, 7:08 PM IST

Updated : Mar 9, 2023, 7:44 PM IST

free ambulance service
বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা

যাতে বাবার মতো অ্যাম্বুলেন্সের আভাবে আর কারও মৃত্যু না হয় ৷ তাই ছেলে নিজেই অ্যাম্বুলেন্স কিনে গরীবদের দিচ্ছেন পরিষেবা ৷ মৃত বাবার নামেই কিনলেন অ্যাম্বুলেন্সটি (Ambulance Service in Father Name) ৷

বাবার নামে অ্যাম্বুলেন্স কিনে বিনামূল্যে পরিষেবা

চিক্কামাগালুরু (কর্ণাটক), 9 মার্চ: অ্যাম্বুলেন্সের অভাবে একদিন হারিয়েছিলেন বাবাকে ৷ এখন নিজেই অ্যাম্বুলেন্স কিনে দুঃস্থদের পরিষেবা দিচ্ছেন ছেলে (After father death man buys ambulance in his name) ৷ কর্ণাটকের চিক্কামাগালুরু জেলার কাদুরু শহরের বাসিন্দা মঞ্জুনাথ ৷ তিনিই দৃষ্টান্তমূলক এই উদ্যোগ গ্রহণ করেছেন ৷ যিনি রাস্তার ধারে একটি ক্যান্টিন চালান ৷ সেই রুজি-রুটি থেকে টাকা জমিয়েই কিনেছেন অ্যাম্বুলেন্স ৷

নিজের শহরে পর্যাপ্ত নেই অ্যাম্বুলেন্স পরিষেবা ৷ তাই মানুষকে বিনামূল্যে পরিষেবা দিতে মঞ্জুনাথের এই মহৎ উদ্যোগ। তাঁর বাবা কয়েক বছর আগে ক্যানসারে আক্রান্ত হন । চিকিৎসার জন্য অনেক হাসপাতালে ঘুরলেও সঠিক চিকিৎসা পাননি। এরপর একদিন হঠাৎ করেই শারীরিক অবস্থার অবনতি হয়। সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়। কিন্তু শহরে যথাযথ অ্যাম্বুলেন্স ব্যবস্থা না-থাকায় সময়মতো চিকিৎসার অভাবে প্রাণ হারান মঞ্জুনাথের বাবা।

শহরে অ্যাম্বুলেন্স সংকট ব্যথিত করে তাঁকে ৷ বাবার মতো আর যাতে কারও প্রাণ না-যায় সেই পণ নেন তিনি ৷ যেই ভাবনা সেই কাজ ৷ বাবার মৃত্যুর কয়েকবছর পর নিজে পরিশ্রম করে 5 লক্ষ টাকায় কিনে ফেলেন গাড়ি ৷ এরপর মানুষের কথা ভেবে বাবার নামে সেটিতে সেবাযান পরিষেবা দেন মঞ্জুনাথ। এখন সেই অ্যাম্বুলেন্সটি শহরের মানুষকে দিনরাত এক করে পরিষেবা দিচ্ছে । এর মাধ্যমে সাধারণ মানুষের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে ক্যান্টিন মানজান্না ওরফে মঞ্জুনাথ ।

তিনি বলেন, "পাঁচ বছর আগে আমার বাবা ক্যানসার ও হৃদরোগে আক্রান্ত হয়ে ছিলেন । একদিন হঠাৎ করেই তাঁর স্বাস্থ্যের অবনতি হয় । ডাক্তার তাঁকে অবিলম্বে শিবমোগায় মালেনাডু হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন । যখন আমরা সরকারি অ্যাম্বুলেন্সে ফোন করলে তারা বলে যে অন্য জায়গায় চলে গিয়েছে । অ্যাম্বুলেন্সে পাওয়া যাবে না ৷ আমি একটি প্রাইভেট অ্যাম্বুলেন্স কল করলে তারা আরও টাকা চায় । সময়মতো হাসপাতালে নিয়ে যেতে না-পারায় আমার বাবা মারা যান । এছাড়াও কোভিডের সময় দেখেছি সময়মতো অ্যাম্বুলেন্স না-পাওয়ায় অনেক মানুষ মারা গিয়েছে ।"

মঞ্জুনাথ জানান, বাবার মৃত্যুর পরেই তিনি সিদ্ধান্ত নেনে নিজেই একটি গাড়ি কিনবেন ৷ এর মাধ্যমে মানুষকে বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি । এখনও পর্যন্ত 35 জনেরও বেশি মানুষ এই সেবা পেয়েছেন। যে কোনও সময় যে কেউ তাঁর অ্যাম্বুলেন্স সার্ভিস পেতে পারেন, যে কোনও সময় প্রস্তুত বলে তিনি জানান । মঞ্জুনাথ আরও জানান, এই কাজে আনন্দ পান তিনি ৷ অ্যাম্বুলেন্সে অক্সিজেন সিলিন্ডার, ট্রিটমেন্ট কিট-সহ সমস্ত ব্যবস্থা রয়েছে । মঞ্জুনাথের বাড়ির আশেপাশে প্রায় 30 জন চালক রয়েছে যারা যে কোনও সময় অ্যাম্বুলেন্সটির ডিউটিতে থাকেন । তাঁর এই মানবিক কাজ প্রশংসিত হয়েছে জেলাজুড়ে ।

আরও পড়ুন: ম্যুরাল পেইন্টিংয়ে হিন্দু দেবতার ছবি আঁকাই নেশা সনম ফিরোজের

Last Updated :Mar 9, 2023, 7:44 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.