ETV Bharat / bharat

Kedarnath Dham Yatra: প্রতিকূল আবহাওয়া, 3 মে পর্যন্ত কেদারনাথ যাত্রায় নিষেধাজ্ঞা

author img

By

Published : May 2, 2023, 2:18 PM IST

Kedarnath Dham
কেদারনাথ যাত্রায় নিষেধাজ্ঞা

কেদারনাথ ধামে আবহাওয়ায় প্রতি মুহূর্তে বদল ঘটছে । বৃষ্টি ও তুষারপাতের কারণে ধামে শীত বেড়েছে । অন্যদিকে আবহাওয়ার খারাপের জেরে রুদ্রপ্রয়াগের ডিএম ময়ুর দীক্ষিত 3 মে পর্যন্ত কেদারনাথে যাওয়া তীর্থযাত্রীদের রেজিস্ট্রেশন বন্ধ করে দিয়েছেন । সেই সঙ্গে আবহাওয়ার খবরাখবর যাত্রীদের ঘোষণার মাধ্যমে জানানো হচ্ছে ।

রুদ্রপ্রয়াগ (উত্তরাখণ্ড), 2 মে: খারাপ আবহাওয়ার জন্য 3 মে বুধবার পর্যন্ত কেদারনাথ যাত্রার নিবন্ধন বা রেজিস্ট্রেশন বন্ধ করল স্থানীয় প্রশাসন ৷ গতকাল সোমবার বরফের চাদরে ঢেকে ছিল কেদারনাথ ধাম ৷ এখনও সেখানে অবিরাম বৃষ্টি ও তুষারপাত হয়ে চলেছে ৷ যে কারণে প্রভাবিত হচ্ছে যাত্রা। আবহাওয়া প্রতিকূল থাকায় তীর্থযাত্রীদের কেদারনাথ ধামে যেতে নিষেধ করছে জেলা প্রশাসন। সেইসঙ্গে ধামে তুষারপাতের কারণে সমস্যা বাড়তে শুরু করেছে । এমতাবস্থায় পুলিশ ও জেলা প্রশাসনের পক্ষ থেকে তীর্থযাত্রীদের যাত্রা নিয়ন্ত্রণ করা হচ্ছে ৷ পুণ্যার্থীদের কেদারনাথ যাত্রায় বিরতি দিয়ে কোনও নিরাপদ স্থানে থাকার জন্য অনুরোধ করছে প্রশাসন ।

ক্রমাগত আবহাওয়ার অবনতি: খারাপ আবহাওয়া এবং তুষারপাতের কারণে 3 মে পর্যন্ত কেদারনাথে যাওয়া তীর্থযাত্রীদের নাম নথিবদ্ধকরণ করা বন্ধ রেখেছেন রুদ্রপ্রয়াগ ডিএম ময়ুর দীক্ষিত । আবহাওয়া ঠিক হলে ফের নিবন্ধনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি । আগে এই নিষেধাজ্ঞা ছিল 30 এপ্রিল পর্যন্ত । কিন্তু কেদারনাথের আবহাওয়ার উন্নতি হচ্ছে না কিছুতেই ৷ তাই নিষেধাজ্ঞা আরও বাড়াল প্রশাসন ।

  • Uttarakhand | Due to bad weather and snowfall in Kedarnath, the registration of pilgrims for Kedarnath has been stopped till tomorrow 3rd May. Decision regarding registration will be taken keeping in view the weather conditions: Rudraprayag DM, Mayur Dixit

    Registrations are…

    — ANI UP/Uttarakhand (@ANINewsUP) May 2, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আবহাওয়া অনুকূল হওয়ার অপেক্ষায় দর্শনার্থীরা: কেদারনাথ ধাম দর্শনে আগত তীর্থযাত্রীদের নিরাপত্তার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে ৷ জেলা প্রশাসন আবহাওয়া পরিষ্কার হওয়ার পরে তীর্থযাত্রীদের পুনরায় যাত্রার জন্য আবেদন করা হচ্ছে। ঘোষণার মাধ্যমে তীর্থযাত্রীদের যাত্রা করতে নিষেধ করা হয়েছে ৷ বলা হচ্ছে, কেদারনাথ ধামে অবিরাম বৃষ্টি ও তুষারপাত হচ্ছে । এমন পরিস্থিতিতে ধামে আবহাওয়ার খামখেয়ালিপনার মুখে পড়তে হতে পারে ভক্তদের । তীর্থযাত্রীদের জন্য যাত্রা থামিয়ে থাকার ও খাওয়ার যথাযথ ব্যবস্থা করা হয়েছে প্রশাসনের তরফে। এখন উত্তরাখণ্ডের প্রতিকূল আবহাওয়ার কারণে দর্শনার্থীদের যাত্রা থামিয়ে দিতে হবে এবং আবহাওয়া পরিষ্কার হওয়ার জন্য অপেক্ষা করতে হবে । আবহাওয়ার পরিবর্তন হলে তারা ফের রওনা দিতে পারবেন কেদারনাথের উদ্দেশে ৷

আরও পড়ুন: ভারী বৃষ্টি ও তুষারপাত, বরফের চাদরে ঢাকল কেদারনাথ

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.