ETV Bharat / bharat

Aditya-L1 Spacecraft: পৃথিবীর মায়া কাটিয়ে গন্তব্যে এগোচ্ছে আদিত্য-এল 1, জানাল ইসরো

author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 30, 2023, 10:02 PM IST

কোনও বাধা বিপত্তি ছাড়াই নিজের গন্তব্যের দিকে এগিয়ে চলেছে আদিত্য-এল 1 ৷ ইতিমধ্যেই 9.2 লক্ষ কিমি দূরত্ব অতিক্রম করেছে ভারতের সৌরযান ৷

ETV Bharat
ফাইল ছবি

বেঙ্গালুরু, 30 সেপ্টেম্বর: পৃথিবী ছাড়িয়ে নিজের গন্তব্যের দিকে এগিয়ে চলেছে ভারতের সৌরযান আদিত্য-এল 1 ৷ শনিবার এক্স হ্যান্ডেলে এক বার্তায় ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো জানিয়েছে, পৃথিবীর বলয় প্রভাব কাটিয়ে সফলভাবেই নিজের গন্তব্যের দিকে এগোচ্ছে আদিত্য-এল 1 ৷ ইতিমধ্যেই এই সৌরযান পৃথিবী থেকে 9.2 লক্ষ কিমি দূরত্ব অতিক্রম করেছে ৷ বর্তমানে এই সৌরযান ধীরে ধীরে সূর্য ও পৃথিবীর মাঝে অবস্থিত ল্যাগরেঞ্জ পয়েন্ট 1 বা এল-1 পয়েন্টের দিকে এগোচ্ছে ৷

এদিনের বার্তায় ইসরোর তরফে লেখা হয়েছে, "এই মহাকাশযানটি ইতিমধ্যেই 9.2 লক্ষ কিমি দূরত্ব অতিক্রম করেছে ৷ কাটিয়ে গিয়েছে পৃথিবীর বলয় প্রভাব ৷" ইসরোর দাবি, এই নিয়ে দ্বিতীয়বার তাদের পাঠানো কোনও মহাকাশযান পৃথিবীর প্রভাব কাটিয়ে আরও দূরে এগিয়ে গেল ৷ এর আগে মঙ্গলযান এই কাজ করেছিল ৷ এই বিষয়টি নিয়ে ইসরোর তরফে সামাজিক মাধ্যমটিতে লেখা হয়েছে, "এই নিয়ে দ্বিতীয়বার ইসরো কোনও মহাকাশযানকে পৃথিবীর বলয় প্রভাবের বাইরে পাঠাতে সক্ষম হল ৷ এর আগে এই কাজ করেছিল ভারতের মার্স অর্বিটার মিশনের মঙ্গলযান ৷"

  • Aditya-L1 Mission:

    🔸The spacecraft has travelled beyond a distance of 9.2 lakh kilometres from Earth, successfully escaping the sphere of Earth's influence. It is now navigating its path towards the Sun-Earth Lagrange Point 1 (L1).

    🔸This is the second time in succession that…

    — ISRO (@isro) September 30, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করেনি 'বিক্রম'! বিস্ফোরক দাবি চিনের বিজ্ঞানীর

এর আগে ইসরোর তরফে জানান হয়েছিল, গন্তব্যে পৌঁছনোর আগেই যাত্রাপথে তথ্য সংগ্রহ করতে শুরু করেছে আদিত্য-এল1 ৷ এই তথ্য বিশ্বেষণ করে পৃথিবীকে ঘিরে থাকা বিভিন্ন মহাকর্ষীয় কণার পৃকৃতি বিশ্লেষণ করা সহজ হবে ৷ মূলত সৌরঝড়, তার উৎস ও এর প্রভাব সম্পর্কে তথ্য সংগ্রহ করার উদ্দেশ্য নিয়েই এই সৌর মিশনের পরিকল্পনা করেছে ইসরো ৷ গত 2 সেপ্টেম্বর সূর্যের উদ্দেশ্যে রওনা হয়েছিল ভারতের সৌরযান আদিত্য-এল1 ৷

উল্লেখ্য, ভারতের এই সৌরযানে 7টি বিভিন্ন ধরনের পেলোডস রয়েছে, যেগুলির মধ্যে 4টি সূর্য থেকে নির্গত রশ্মির প্রকৃতি পরীক্ষা করবে ও বাকি 3টি পেলোডস সূর্যের ইন-সিটু পরীক্ষা করে প্লাসমা ও চৌম্বকীয় ক্ষেত্র বিষয়ে পরীক্ষা চালাবে ৷ আদিত্য-এল1 কে সূর্য ও পৃথিবীর মাঝের ল্যাগরেঞ্জ পয়েন্ট 1 এর এমন একটি স্থানে নির্দিষ্ট কক্ষপথে বসানোর চেষ্টা করবেন ইসরোর বিজ্ঞানীরা যেখানে স্থিরথেকে পরীক্ষা চালাতে পারবে এই মহাকাশ যানটি ৷ পৃথিবী থেকে প্রায় 1.5 কোটি মিলিয়ন কিমি দূরে অবস্থিত এই এল-1 পয়েন্ট ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.