ETV Bharat / bharat

Acid Attack in India: তিন বছরে 386টি অ্যাসিড হামলার শিকার মহিলারা, লোকসভায় জানাল কেন্দ্র

author img

By

Published : Aug 2, 2022, 7:42 PM IST

Etv BharatAcid Attack in India
Etv Bharat তিন বছরে 386টি অ্যাসিড হামলার ঘটনা মহিলাদের উপর

কেন্দ্রের তথ্য অনুযায়ী, অ্যাসিড হামলার ঘটনায় 2018 থেকে 2020 সালের মধ্যে 62 জন দোষী সাব্যস্ত হয়েছেন ৷ অ্যাসিডের বিক্রি নিয়ন্ত্রণ করতে কেন্দ্রের তরফে প্রত্যেকটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে নির্দেশিকা পাঠানো হয়েছে (Acid Attack in India) ৷

নয়াদিল্লি, 2 অগস্ট: 2018 থেকে 2020, এই তিন বছরে দেশে 386টি অ্যাসিড হামলার ঘটনা ঘটেছে ৷ দোষী ব্যস্ত হয়েছেন 62 জন ৷ লোকসভায় মঙ্গলবার এই তথ্য জানিয়েছে কেন্দ্রীয় সরকার ৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিমন্ত্রী অজয়কুমার মিশ্র এক লিখিত প্রশ্নের জবাবে এই তথ্য জানিয়েছেন (386 cases of acid attacks on women registered in 3 years in country) ৷

এদিন লোকসভায় মন্ত্রী জানান,"ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর তথ্য অনুযায়ী, 2018, 2019 ও 2020 সালে যথাক্রমে 131, 150 ও 105টি অ্যাসিড হামলার ঘটনা ঘটেছে মহিলাদের উপর ৷ দোষী সাব্যস্ত হয়েছে 62 জন ৷"

আরও পড়ুন: মাঙ্কিপক্স নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই, আশ্বাস কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর

অ্যাসিডের বিক্রি নিয়ন্ত্রণ করতে কেন্দ্রের তরফে প্রত্যেকটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে নির্দেশিকা পাঠানো হয়েছে বলেও মন্ত্রী জানিয়েছেন ৷ গত বছর 12 অগস্ট এই সংক্রান্ত নয়া নির্দেশিকা জারি করা হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.