ETV Bharat / bharat

AAP Emergency Meeting: কেজরির গ্রেফতারির আশঙ্কা ! দিল্লিতে জরুরি বৈঠকে আপ

author img

By

Published : Apr 16, 2023, 7:10 PM IST

তড়িঘড়ি জরুরি বৈঠকে বসলেন আপের শীর্ষ নেতানেত্রীরা ৷ তাঁদের আশঙ্কা, যেকোনও মুহূর্তে অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করা হতে পারে ! তার জেরেই এই বৈঠক বলে দাবি সূত্রের ৷

AAP calls Emergency Meeting in Delhi amid speculation of Arvind Kejriwal Arrest
ফাইল ছবি

নয়াদিল্লি, 16 এপ্রিল: বিজেপি ও কেন্দ্রীয় সরকারের নির্দেশে তাঁকে গ্রেফতার করতে পারে সিবিআই ! আগেই একথা বলেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ৷ একই আশঙ্কা করছেন তাঁর দল আম আদমি পার্টির (আপ) অন্য় নেতা ও কর্মীরা ৷ দিল্লি আবগারি দুর্নীতির তদন্তে কেজরিওয়ালকে জিজ্ঞাসাবাদ করছে সিবিআই ৷ এরই মধ্যে রবিবার বিকেল পাঁচটা থেকে দিল্লিতে জরুরি বৈঠকে বসলেন আপের শীর্ষ নেতানেত্রীরা ৷ এদিন দলীয় কার্যালয়ে এই বৈঠক ডাকেন আপের দিল্লি শাখার আহ্বায়ক গোপাল রাই ৷ সূত্রের দাবি, যদি সত্যিই দিল্লির মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করা হয়, তাহলে তার পরবর্তী কার্যক্রম ও রণকৌশল কী হবে, তা স্থির করতেই তড়িঘড়ি এই বৈঠক ডাকা হয় ৷

রবিবার বিকেলের এই বৈঠকে দলের নানা স্তরের নেতানেত্রীরা যোগ দিয়েছেন ৷ সেই দলে রয়েছেন রাঘব চাড্ডা, সঞ্জয় সিং প্রমুখ ৷ প্রসঙ্গত, এদিন অরবিন্দ কেজরিওয়াল সিবিআইয়ের কার্যালয়ে জিজ্ঞাসাবাদের জন্য ঢুকতেই ধরনায় বসে যান তাঁর দলের নেতা ও কর্মীরা ৷ সেখান থেকে তাঁদের আটক করে নিয়ে যায় দিল্লি পুলিশ ৷ সেই সময় ধৃত আপ নেতা ও কর্মীদের সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে স্লোগান দিতে শোনা যায় ৷ এদিনের এই ঘটনা প্রসঙ্গে প্রশ্ন করা হলে আপ নেতা রাঘব চাড্ডা বলেন, "বিজেপি কেজরিওয়াল ফোবিয়ায় ভুগছে ! সেই ভয় থেকেই এইসব কাণ্ড ঘটাচ্ছে তারা ৷ কিন্তু, আমরা জেলে যেতে ভয় পাই না ৷"

আরও পড়ুন: মোদির ডিগ্রি চেয়ে অবমাননা ! কেজরির বিরুদ্ধে মামলা গুজরাত বিশ্ববিদ্যালয়ের

এদিকে, এদিন সকালে সিবিআইয়ের দফতরে যাওয়ার আগে রাজঘাটে যান অরবিন্দ কেজরিওয়াল ৷ সেখানে মহাত্মা গান্ধির উদ্দেশে শ্রদ্ধাজ্ঞাপন করেন তিনি ৷ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দিল্লির মুখ্যমন্ত্রী বলেন, "ওরা (সিবিআই) আজ আমাকে ডেকেছে ৷ তাই আমি অবশ্যই সেখানে যাব ৷ ওরা অত্যন্ত ক্ষমতাশালী ৷ ওরা চাইলে যে কাউকে জেলে ঢোকাতে পারে ৷ যদি বিজেপি সিবিআইকে আমাকে গ্রেফতার করার নির্দেশ দেয়, তাহলে সিবিআই সেই নির্দেশ অবশ্যই পালন করবে ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.