ETV Bharat / bharat

Woman Stabbed Live-in Partner: উলট পুরাণ! রাজধানীতে এবার পুরুষ সঙ্গীকে ছুরির কোপ মহিলার

author img

By

Published : Jun 11, 2023, 6:09 PM IST

লিভ-ইন পার্টনারকে ছুরি দিয়ে কোপালেন মহিলা সঙ্গী ৷ এবারের ঘটনাস্থল দিল্লি ৷ পিছনে কি পরকীয়া ? কী বলছে পুলিশ ?

Etv Bharat
প্রতীকী ছবি

নয়াদিল্লি, 11 জুন: ফের লিভ-ইন পার্টনারকে খুনের চেষ্টা ৷ তবে এবারের ঘটনায় অভিযুক্ত মহিলা ৷ রবিবার দিল্লির কৃষ্ণগঞ্জের এই ঘটনায় মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ ৷ তবে গুরুতর আহত ব্যক্তি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং তিনি এখন সম্পূর্ণ বিপন্মুক্ত বলেই জানিয়েছেন ডাক্তাররা ৷

জানা গিয়েছে, বেবি নামের এক মহিলা তার লিভ-ইন পার্টনার স্যামুয়েলকে সন্দেহ করত ৷ বেবির ধারণা ছিল, স্যামুয়েল অন্য এক মহিলার সঙ্গে কথা বলেন ৷ সেই সন্দেহ থেকেই রবিবার ভোরবেলা সে স্যামুয়েলকে ছুরি দিয়ে কোপ করে ৷

8 জুন বৃহস্পতিবার এমনই এক ঘটনার সাক্ষী হয়েছিল মুম্বই ৷ তবে সেদিনের ঘটনা ছিল আরও ভয়ঙ্কর ৷ যেখানে লিভ ইন পার্টনার সরস্বতীকে কুপিয়ে খুন করেছিল 53 বছরের মনোজ সাহানি ৷ তারপর তা টুকরো টুকরো করে প্রেসার কুকারে সেদ্ধ করে তা কুকুরকে খাওয়ানো হয়েছিল বলে অভিযোগ ওঠে ৷ ঘটনায় গ্রেফতার হয় মনোজ ও তার এক সঙ্গী ৷ যার তদন্ত এখনও চলছে ৷ তার মধ্যেই ফের লিভ-ইন পার্টনারকে কোপানোর অভিযোগ ৷ তবে এই ঘটনায় অভিযুক্ত মহিলা সঙ্গী ৷

  • A woman named Baby stabbed her live-in partner Samuel suspecting him of talking to another woman in the early morning hours of Saturday in Kishangarh. The man is admitted to a local hospital and is out of danger. The accused woman has been arrested: Delhi Police

    — ANI (@ANI) June 11, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : লিভ-ইন পার্টনারের দেহ টুকরো করে কুকারে সেদ্ধ, হাড়হিম হত্যাকাণ্ডের সাক্ষী রইল মায়ানগরী

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.