ETV Bharat / bharat

Supreme Court on Jammu & Kashmir: জম্মু-কাশ্মীরের রাজ্যের মর্যাদা কবে ফিরবে ? কেন্দ্রের জবাব তলব সুপ্রিম কোর্টের

author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 29, 2023, 4:28 PM IST

Updated : Aug 29, 2023, 5:13 PM IST

ETV Bharat
ফাইল ছবি

370 ধারা বাতিলের পর থেকে রাজ্যের তকমা হারিয়ে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হয়েছে জম্মু-কাশ্মীর ৷ কেন্দ্র কবে জম্মু-কাশ্মীরকে রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেবে, তা জানতে চেয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চ ৷

নয়াদিল্লি, 29 অগস্ট: কবে জম্মু-কাশ্মীরকে রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়া হবে, এই নিয়ে কেন্দ্রের কাছ থেকে নির্দিষ্ট সময়সীমা জানতে চাইল সুপ্রিম কোর্ট ৷ প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চ মঙ্গলবার অ্যাটর্নি জেনারেল আর বেঙ্কটারামানি ও সলিসিটর জেনারেল তুষার মেহতাকে নির্দেশ দিয়েছে, কেন্দ্রের সঙ্গে কথা বলে এই নিয়ে আদালতে রিপোর্ট জমা দিতে ৷ এই বিষয়ে কেন্দ্রের রোডম্যাপ কী, তাও জানতে চেয়েছে শীর্ষ আদালত ৷

  • Supreme Court while asking the Centre to make its stand clear on the time frame and roadmap to restore the Statehood status of Jammu and Kashmir observes that "restoration of democracy is important" https://t.co/cHzbCN0tdL

    — ANI (@ANI) August 29, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

জম্মু-কাশ্মীরকে বিশেষ মর্যাদা প্রদানকারী 370 ধারা বাতিল ও এই রাজ্যকে ভেঙে লাদাখকে পৃথক কেন্দ্রশাসিত রাজ্য করার সিদ্ধান্তের বিরোধিতা করে একাধিক মামলা হয়ছে সুপ্রিম কোর্টে ৷ বর্তমানে 370 ধারা সংক্রান্ত সেই মামলাগুলিরই শুনানি হচ্ছে সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চে ৷ প্রধান বিচারপতি ছাড়াও 5 সদস্যের এই সাংবিধানিক বেঞ্চে রয়েছেন বিচারপতি এসকে কৌল, বিচারপতি সঞ্জীব খান্না, বিচারপতি বিআর গাভাই ও বিচারপতি সূর্যকান্ত ৷

এদিন মামলার শুনানিতে প্রধান বিচারপতি কেন্দ্রের আইনজীবী সলিসিটর জেনারেল তুষার মেহতাকে উদ্দেশ্য করে বলেন, জম্মু-কাশ্মীরকে যে রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়া হবে এবং স্থায়ীভাবে এই রাজ্যকে যে কেন্দ্রশাসিত অঞ্চল করা হবে না তা আদালতকে জানাতে হবে সরকারকে ৷ এর জবাবে সলিসিটর জেনারেল জানান, সরকারের তরফে সংসদেই বিবৃতি দিয়ে জানানো হয়েছিল, জম্মু-কাশ্মীরকে স্থায়ীভাবে কেন্দ্রশাসিত অঞ্চল করা হচ্ছে না ৷ স্বাভাবিক অবস্থা ফিরলে এই জম্মু-কাশ্মীরকে আবার রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়া হবে ৷ তাঁর কথায়, "আমরাও চাই জম্মু-কাশ্মীর আবার রাজ্যের মর্যাদা ফিরে পাক ৷"

আরও পড়ুন: অমৃতকালে 51 হাজার ‘অমৃত রক্ষক’কে নিয়োগপত্র বিলি প্রধানমন্ত্রী মোদির

2019 সালের 5 অগস্ট জম্মু-কাশ্মীরকে বিশেষ মর্যাদা প্রদানকারী 370 প্রত্যাহার করে নেয় কেন্দ্র ৷ সেদিন রাজ্যসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই ঘোষণা করে জানিয়েছিলেন, কেন্দ্র সিদ্ধান্ত নিয়েছে জম্মু-কাশ্মীরকে দুটি ভাগে ভাগ করার ৷ পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল হবে লাদাখ ও জম্মু-কাশ্মীরে ৷ তবে স্বাভাবিক অবস্থা ফিরলে জম্মু-কাশ্মীরকে রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়া হবে ৷ তবে কবে রাজ্যের মর্যাদা ফিরে পাবে জম্মু-কাশ্মীর তা স্পষ্ট করে জানায়নি কেন্দ্র ৷ এদিন সেই সময়সীমাই জানতে চাইল শীর্ষ আদালত ৷

Last Updated :Aug 29, 2023, 5:13 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.