ETV Bharat / bharat

COVID-19 : কোভিড-19 নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভুল তথ্য ছড়ানোয় শীর্ষে ভারত

author img

By

Published : Sep 15, 2021, 3:29 PM IST

কোভিড-19 নিয়ে ভারতে সোশ্যাল মিডিয়ায় সবচেয়ে বেশি ভুল তথ্য ছড়ানো হয়েছে ৷ সম্প্রতি একটি সমীক্ষায় এই তথ্য উঠে এসেছে ৷

a study cliam that india top source of social media misinformation on COVID-19
COVID-19: কোভিড-19 নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভুল তথ্য ছড়ানোয় শীর্ষে ভারত

নয়াদিল্লি, 15 সেপ্টেম্বর : কোভিড-19 নিয়ে ভারতে সোশ্যাল মিডিয়ায় সবচেয়ে বেশি ভুল তথ্য ছড়ানো হয়েছে ৷ সম্প্রতি একটি সমীক্ষায় এই তথ্য উঠে এসেছে ৷ এর কারণ হিসেবে তুলে ধরা হয়েছে যে ভারতে সোশ্যাল মিডিয়ার ব্যবহার অনেক বেড়ে যাওয়া এবং ইন্টারনেট নিয়ে শিক্ষার অভাবকে ৷

সেগ’স ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ লাইব্রেরি অ্যাসোসিয়েশন অ্যান্ড ইনস্টিটিউশস জার্নালে এই সমীক্ষা সম্প্রতি প্রকাশিত হয়েছে ৷ যে সমীক্ষার নাম ছিল, কোভিড-19 নিয়ে ভুল তথ্যের বিস্তার এবং উৎস বিশ্লেষণ ৷ যা 138টি দেশ নিয়ে সমীক্ষা করা হয় ৷ 94টি সংস্থার মাধ্যমে তথ্য যাচাই করে দেখা হয় ৷

আরও পড়ুন : South Bengal Rain: টানা বৃষ্টিতে ব্যাহত দক্ষিণবঙ্গের জনজীবন, ভোগান্তি সাধারণ মানুষের

ওই সমীক্ষায় বলা হয়েছে, কোভিড-19 নিয়ে ভুল তথ্য ছড়ানোয় ভারতের স্থান একেবারে শীর্ষে ৷ শতাংশের হিসেবে যা 18.07 ৷ আর যে দেশগুলি ভুল তথ্যের জন্য সবচেয়ে বেশি প্রভাবিত হয়েছে, সেই তালিকাতেও ভারত সবচেয়ে উপরে রয়েছে ৷ শতাংশের হিসেবে তা হল 15.94 শতাংশ ৷ প্রথম চারে তালিকায় ভারতের পরে স্থান রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র (9.74 শতাংশ), ব্রাজিল (8.57 শতাংশ) ও স্পেনের (8.03 শতাংশ) ৷

এই ভাবে ভুল তথ্য ছড়ানোর প্রভাব করোনা অতিমারি পরিস্থিতির উপর গভীরভাবে প্রভাব ফেলেছে ৷ এই নিয়ে আগেই সতর্ক করেছিল বিশ্বস্বাস্থ্য সংস্থা ৷ ভুল তথ্যের জন্য করোনা অনেক বেশি ছড়িয়েছে ৷ আর মানুষ বিপদে পড়েছে ৷ তাই বিশ্বস্বাস্থ্য সংস্থার তরফে মানুষকে সমস্ত তথ্য অন্তত দু’বার যাচাই করে নেওয়ার আর্জি জানিয়েছিলেন ৷

আরও পড়ুন : Corona Update India : দৈনিক সংক্রমণ ফের বেড়ে 27 হাজারে, কমেছে মৃতের সংখ্যা

ওই সমীক্ষায় আরও একটি তথ্য উঠে এসেছে ৷ যা হল, সোশ্যাল মিডিয়ায় সবচেয়ে বেশি ভুল তথ্য ছড়ানো হয় ৷ শতাংশের হিসেবে যা হল 84.94 শতাংশ ৷ আর 90.5 শতাংশ ক্ষেত্রে ইন্টারনেট দায়ী করোনা নিয়ে ভুল তথ্য ছড়ানোর জন্য ৷ আর এর সঙ্গে 66.87 শতাংশ ভুল তথ্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে ফেসবুকের মাধ্যমে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.