ETV Bharat / bharat

Transgender Couple Child: পুরুষ হয়ে ওঠার আগেই সন্তানের জন্ম দিলেন জাহাদ, আপ্লুত সঙ্গিনী জিয়া

author img

By

Published : Feb 8, 2023, 10:27 PM IST

রূপান্তরকামী প্রেমী যুগলের মাধ্যমে জন্ম হল শিশুর (Transgender Couple Child) ! ভারতে এমন ঘটনা আগে ঘটেনি ৷

a Child is born by Transgender Couple for the first time in India
ফাইল ছবি

কোঝিকোড়, 8 ফেব্রুয়ারি: ভারতের রূপান্তরকামীদের জন্য সুখবর ! এই প্রথম কোনও রূপান্তরকামী প্রেমী যুগলের মাধ্যমে জন্ম হল শিশুর (Transgender Couple Child) ! সেই শিশুর জন্ম হয়েছে বুধবার (8 ফেব্রুয়ারি, 2023) সকালে ৷ এদিন কেরালার কোঝিকোড় মেডিক্যাল কলেজে অস্ত্রোপচারের মাধ্যমে ওই শিশুর জন্ম হয় ৷

এই প্রেমী যুগলের একজন হলেন জিয়া পাভল ৷ পুরুষ থেকে ক্রমেই নারী হয়ে উঠছেন তিনি ৷ জিয়ার সঙ্গীর নাম জাহাদ ৷ নারীর শরীর নিয়ে জন্ম হলেও তিনি ক্রমশ নিজেকে পুরুষ করে তুলছেন ৷ এর জন্য জিয়া ও জাহাদ দু'জনকেই এক দীর্ঘ এবং কঠিন চিকিৎসা প্রক্রিয়ার মধ্য়ে দিয়ে যেতে হচ্ছে ৷ কিন্তু, সেই প্রক্রিয়া শেষ হওয়ার আগেই সন্তানের জন্ম দিলেন তাঁরা ৷

আরও পড়ুন: নজির গড়ে সরকারি হাসপাতালে যোগদান তেলাঙ্গানায় দুই রূপান্তরকামী চিকিৎসকের

জিয়া জানিয়েছেন, ছোট থেকেই মা হওয়ার স্বপ্ন দেখতেন তিনি ৷ আর তাঁর সঙ্গী জাহাদ দেখতেন বাবা হওয়ার স্বপ্ন ৷ বুধবার সকালে অবশেষে তাঁদের সেই স্বপ্ন পূর্ণ হল ৷ জিয়া জানিয়েছেন, নারী থেকে পুরোপুরি পুরুষ হয়ে ওঠার আগেই সন্তানের জন্ম দিয়েছেন জাহাদ ৷ সন্তানের জন্ম দেওয়ার পর একেবারে সুস্থ রয়েছেন তিনি ৷ ভালো আছে সদ্যোজাতও ৷ তবে সে ছেলে না মেয়ে, তা আপাতত প্রকাশ্যে আনতে চায় না এই যুগল ৷ প্রসঙ্গত, জিয়া ও জাহাদের সন্তানের জন্ম হওয়ার কথা ছিল আগামী 4 মার্চ ৷ কিন্তু, চিকিৎসকরা প্রায় একমাস আগেই জাহাদের অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন ৷

a Child is born by Transgender Couple for the first time in India
ফটোশ্যুট

উল্লেখ্য, জিয়া ও জাহাদ কেরালার কোঝিকোড় জেলার বাসিন্দা ৷ গত তিনবছর ধরে তাঁরা একসঙ্গে রয়েছেন ৷ সংবাদমাধ্যমকে জাহাদ বলেন, শুধুমাত্র সন্তানলাভের জন্য তিনি এবং তাঁর সঙ্গিনী জিয়া তাঁদের রূপান্তরের প্রক্রিয়া কিছুদিনের জন্য স্থগিত রাখার সিদ্ধান্ত নেন ৷ তাঁরা ঠিক করেন, সন্তানের জন্ম হয়ে গেলে, চিকিৎসকের পরামর্শ মেনেই এই বিষয়ে ফের এগোনোর জন্য পদক্ষেপ করবেন ৷ যুগলের বিশ্বাস, এই ঘটনা দেশের আরও অনেক রূপান্তরকামীকে সন্তান ধারণের জন্য উৎসাহ দেবে ৷ এদিকে, ইতিমধ্য়েই ইনস্টাগ্রামে ভাইরাল হয়েছে জাহাদের গর্ভাবস্থার ছবি ৷ আর বুধবার এল বহু প্রতিক্ষিত সেই সুখবর !

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.