ETV Bharat / bharat

Vande Bharat Express: অত্যাধুনিক আসন থেকে বেসিন, যাত্রীদের দাবি মেনে আরও উন্নত নতুন 9 বন্দে ভারত

author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 24, 2023, 5:24 PM IST

Vande Bharat Express
বন্দে ভারত এক্সপ্রেস

New Vande Bharat Trains Feature: অত্যাধুনিক আসনের অ্যাঙ্গল থেকে ধোয়ার বেসিন, যাত্রীদের দাবি মেনে আরও নতুন 9 বন্দে ভারত এক্সপ্রেসে আনা হল আরও নতুন নতুন বৈশিষ্ট্য় ৷

উদয়পুর, 24 সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরে রবিবার পথ চলা শুরু হল আরও ন'টি বন্দে ভারত এক্সপ্রেসের ৷ যাত্রীদের প্রতিক্রিয়ার ভিত্তিতে সফরকে আরও আরামদায়ক করার জন্য এই ট্রেনগুলিতে বেশকয়েকটি নতুন বৈশিষ্ট্য যুক্ত করা হয়েছে ৷ হয়েছে ধোপদুরস্ত সিট রিক্লাইনিং অ্যাঙ্গেল ৷ জল যাতে চারপাশে ছড়িয়ে না যায়, সে জন্য গভীর হয়েছে হাত-মুখ ধোয়ার বেসিন ৷ এ ভাবেই ছোটখাটো বিষয়গুলির দিকে নজর দিয়ে কোচগুলিকে তৈরি করেছেন নির্মাতারা ৷

রেলওয়ে তার প্রথম কমলা রঙের বন্দে ভারত এক্সপ্রেস চালু করেছে কাসারগোড় থেকে তিরুবনন্তপুরম পর্যন্ত ৷ এটি একটি উচ্চ চাহিদার রুট যেখানে এখন থেকে এই ধরনের দুটি ট্রেন চলবে বলে জানিয়েছেন ভারতীয় রেলওয়ের একজন শীর্ষ আধিকারিক ৷ আগামী দুই মাসে আরও ন'টি কমলা রঙের বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন চালু হবে বলে আশা করা হচ্ছে ।

যাত্রীদের প্রতিক্রিয়ার উপর ভিত্তি করে ট্রেনগুলিতে চালু করা নতুন বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে, আসনের হেলান কোণ 17.31 ডিগ্রি থেকে 19.37 ডিগ্রিতে উন্নীত করা, কুশনের কঠোরতা অপ্টিমাইজ করা এবং এক্সিকিউটিভ ক্লাস কোচের আসনের রঙ লাল থেকে মনোরম নীলে পরিবর্তিত করা । পরিবর্তনগুলির মধ্যে আরও রয়েছে আসনের নীচে মোবাইল চার্জিং পয়েন্টের উন্নত অ্যাক্সেসযোগ্যতা, আসনগুলির জন্য বর্ধিত ফুটরেস্ট এবং এক্সিকিউটিভ ক্লাস কোচ-এন্ড সিটের জন্য ম্যাগাজিন ব্যাগ ।

আরও পড়ুন: হাওড়া টু রাঁচি-পটনা, ন'টি বন্দেভারত এক্সপ্রেসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

উন্নত বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে শৌচাগারগুলিতে জল ছড়িয়ে পড়া রুখতে ওয়াশ বেসিনের গভীরতা বৃদ্ধি, শৌচালয়ে আলো 1.5 ওয়াট থেকে 2.5 ওয়াটে উন্নীত করা, উন্নত গ্রিপের জন্য শৌচালয়ের হ্যান্ডেল অতিরিক্ত বাঁকানো এবং আরও ভালো জল প্রবাহ নিয়ন্ত্রণের জন্য জলের ট্যাপ এয়ারেটরের ব্যবহার ৷ নতুন বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে ড্রাইভিং ট্রেলার কোচে দিব্যাঙ্গজন যাত্রীদের জন্য হুইল চেয়ার সুরক্ষিত করার বিধান ।

নতুন ট্রেনের কোচগুলিতে প্যানেলের উপর নিরোধক-সহ আরও ভালো এয়ার কন্ডিশনিং-এর জন্য এয়ার টাইটনেস উন্নত করা হয়েছে, কম স্বচ্ছতার সঙ্গে আরও টিয়ার শক্তি-সহ আরও ভালো রোলার ব্লাইন্ড ফ্যাব্রিক এবং লাগেজ ব়্যাক লাইটের জন্য টাচ কন্ট্রোলকে মসৃণ করতে ক্যাপাসিটিভ স্পর্শ থেকে পরিবর্তন করে প্রতিরোধী স্পর্শ করা হয়েছে ৷ ট্রেনগুলির কোচের অভ্যন্তরে অ্যারোসল ভিত্তিক আগুন সনাক্তকরণ এবং দমন ব্যবস্থা উন্নত করেছে । (সংবাদসংস্থা পিটিআই)

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.