ETV Bharat / bharat

Daily Corona Report of India: 126 দিন পর দেশে করোনায় আক্রান্ত 843, মৃত 4

author img

By

Published : Mar 18, 2023, 2:04 PM IST

843 people being tested Positive for Coronavirus in India After 126 Days
ফাইল ছবি

126 দিন পর দেশে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে গেল 800 জনের গণ্ডী (Daily Corona Report of India) ! গত 24 ঘণ্টায় আক্রান্ত হলেন 843 জন ৷ প্রাণ গেল চারজনের ৷

নয়াদিল্লি, 18 মার্চ: দেশে কি আবারও ফিরছে করোনা আতঙ্ক ! এমন আশঙ্কার নেপথ্য়ে রয়েছে দেশের দৈনিক সংক্রমণের সংখ্যা (Daily Corona Report of India) ৷ তথ্য বলছে, পাক্কা 126 দিন পর দেশে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে গেল 800 জনের গণ্ডী ! শনিবার স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে যে তথ্য প্রকাশ করা হয়েছে, তাতেই একথা জানানো হয়েছে ৷ ওই তথ্য অনুসারে, ভারতে সক্রিয় করোনা রোগীর (Active Corona Patient in India) বর্তমান সংখ্যা 5 হাজার 389 ৷

শেষ 24 ঘণ্টার রিপোর্টে সারা দেশে নতুন করে 843 জনের শরীরে করোনাভাইরাস (Coronavirus) বা কোভিড-19 (Covid-19)-এর উপস্থিতি প্রমাণিত হয়েছে ৷ এর জেরে সামগ্রিকভাবে ভারতে (এখনও পর্যন্ত) করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল 4 কোটি 46 লক্ষ 94 হাজার 349 জন ৷ ভাইরাসের কবলে পড়ে এখনও পর্যন্ত এদেশে মৃত্যু হয়েছে 5 লক্ষ 30 হাজার 799 জনের ৷ এর মধ্য়ে চারজন প্রাণ হারিয়েছেন গত 24 ঘণ্টার মধ্যে ৷ উল্লেখ্য, প্রতিদিন সকাল আটটায় ভারতের দৈনিক করোনা রিপোর্ট 'আপডেট' করা হয় ৷

শেষ 24 ঘণ্টায় যে চারজন করোনায় আক্রান্ত হয়ে মারা গিয়েছেন, তাঁদের মধ্যে দু'জন কেরালা, একজন মহারাষ্ট্র এবং আরও একজন ঝাড়খণ্ডের বাসিন্দা ছিলেন ৷ শনিবার সকাল আটটা পর্যন্ত পাওয়া ওই রিপোর্টে দেশে করোনার সক্রিয় রোগীর সংখ্যা 5 হাজার 839 ৷ যা মোট সংক্রমণের 0.01 শতাংশ ৷ বর্তমানে ভারতে করোনা থেকে সেরে ওঠার হার বেড়ে হয়েছে 98.80 শতাংশ ৷ স্বাস্থ্য মন্ত্রকের ওয়েবসাইটেই এই সমস্ত তথ্য প্রকাশ করা হয়েছে ৷

আরও পড়ুন: রাজ্যে ফের করোনার হদিশ ! কলকাতা থেকে ফিরতেই 'পজিটিভ' মালদা মেডিক্যালের ছাত্র

এখনও পর্যন্ত করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন 4 কোটি 41 লক্ষ 58 হাজার 161 জন ৷ বর্তমানে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর হার 1.19 শতাংশ ৷ স্বাস্থ্য মন্ত্রকের ওয়েবসাইটে আরও জানানো হয়েছে, দেশে এখনও পর্যন্ত কোভিড টিকার 220.64 কোটি ডোজ দেওয়া হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.