ETV Bharat / bharat

ভারতে প্রথম কোভিড প্রতিরোধী অ্য়ান্টিবডি ককটেল ইনজেকশন পেলেন হরিয়ানার বৃদ্ধ

author img

By

Published : May 26, 2021, 6:26 PM IST

ভারতের প্রথম কোভিড প্রতিরোধী অ্য়ান্টিবডি ককটেল ইনজেকশন পেলেন 84 বছরের মহব্বত সিং ৷ তিনি হরিয়ানার বাসিন্দা ৷ গত পাঁচদিন ধরে গুরুগ্রামের মেদান্ত হাসপাতালে করোনার চিকিৎসা চলছে তাঁর ৷ মঙ্গলবার তাঁকে অ্য়ান্টিবডি ককটেল ইনজেকশন দেওয়া হয় ৷

84-yr-old Haryana man, first in India to get antibody cocktail against Covid mutant
ভারতে প্রথম কোভিড প্রতিরোধী অ্য়ান্টিবডি ককটেল ইনজেকশন পেলেন হরিয়ানার বৃদ্ধ

গুরুগ্রাম, 26 মে : ভারতে প্রথম কোভিড প্রতিরোধী অ্য়ান্টিবডি ককটেল ইনজেকশন পেলেন 84 বছরের এক বৃদ্ধ ৷ গত বছর প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন করোনায় আক্রান্ত হয়েছিলেন, তখন তাঁকেও এই ইনজেকশন দেওয়া হয়েছিল ৷

84 বছরের ওই বৃদ্ধের নাম মহব্বত সিং ৷ তিনি হরিয়ানার বাসিন্দা ৷ করোনায় আক্রান্ত হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি ৷ গত পাঁচদিন ধরে গুরুগ্রামের মেদান্ত হাসপাতালে চিকিৎসা চলছে তাঁর ৷ হাসপাতাল সূত্রে খবর, মঙ্গলবার মহব্বতকে কোভিড প্রতিরোধী অ্য়ান্টিবডি ককটেল ইনজেকশন দেওয়া হয় ৷

প্রসঙ্গত, সোমবারই রশের তৈরি এই ইনজেকশনের প্রথম দফার কনসাইনমেন্ট ভারতে এসে পৌঁছয় ৷ আগেই একথা ঘোষণা করেছে রশে ইন্ডিয়া এবং সিপলা লিমিটেড ৷

আরও পড়ুন : কোভিড প্রতিরোধে আসছে নতুন অ্য়ান্টিবডি ইনজেকশন, দাম 59 হাজার 750 টাকা

মেদান্ত হাসপাতালের এমডি এবং চেয়ারম্য়ান ডা. নরেশ ত্রেহান জানিয়েছেন, করোনা আক্রান্ত রোগীকে যদি প্রথমেই অ্য়ান্টিবডি ককটেল ইনজেকশন দেওয়া যায়, তবে তার সুফল মেলে ৷ আসলে এই ভাইরাস মানুষের শরীরে প্রবেশ করার পরই বংশবিস্তার শুরু করে এবং একের পর এক কোষের উপর হামলা চালায় ৷ কিন্তু অ্য়ান্টিবডি ককটেল ইনজেকশন সেই প্রক্রিয়াকে থামিয়ে দেয় ৷ আর তাতেই কার্যক্ষমতা হারায় কোভিড ভাইরাস ৷ শেষমেশ নষ্ট হয়ে যায় সেটি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.