ETV Bharat / bharat

Gold Seized at Hyderabad Airport: প্রায় 5 কোটি মূল্যের 8 কেজি সোনা-সহ গ্রেফতার 4 বিদেশি

author img

By

Published : Aug 13, 2023, 4:42 PM IST

Representative Image – ETV Bharat
প্রতীকী ছবি- ইটিভি ভারত

8 Kg Gold Seized at Hyderabad Airport: লুকিয়ে ভারতে আনার সময় 8 কেজি সোনা বাজেয়াপ্ত করল হায়দরাবাদ বিমানবন্দরের কাস্টমস বিভাগের আধিকারিকরা ৷ ব্যাংকক, দুবাই ও শারজা থেকে আসা 4 বিদেশি যাত্রীর কাছ থেকে এই বিপুল পরিমাণ সোনা উদ্ধার হয়েছে ৷

হায়দরাবাদ, 13 অগস্ট: হায়দরাবাদ বিমানবন্দর থেকে 8 কেজি সোনা-সহ 4 বিদেশিকে গ্রেফতার করা হয়েছে ৷ শনিবার রাতে ব্যাংকক, দুবাই এবং শারজা থেকে আসা তিনটি বিমানের 4 জন যাত্রীর কাছে এই বিপুল পরিমাণ সোনা পাওয়া গিয়েছে ৷ যার আনুমানিক বাজারমূল্য 4 কোটি 86 লক্ষ টাকা বলে জানিয়েছে হায়দরাবাদ বিমানবন্দরের কাস্টমসের এক আধিকারিক ৷ তিনি জানিয়েছেন, ব্যাংকক থেকে আসা বিমানেই দু’জন যাত্রীর কাছ থেকে সোনা উদ্ধার হয়েছে ৷ এই বিপুল পরিমাণ সোনা লুকিয়ে ভারতের বাজারে আনা হচ্ছিল ৷

ব্যাংকক থেকে আসা বিমানের 2 যাত্রীর কাছে উদ্ধার প্রায় 4 কেজি সোনা: হায়দরাবাদ বিমানবন্দরের কাস্টমসের অতিরিক্ত কমিশনার ডক্ট: গান্ধি দন্তি জানিয়েছেন, ব্যাংকক থেকে আসা এক যাত্রীর কাছ থেকে 2 কেজি সোনা পাওয়া গিয়েছে ৷ যার আনুমানিক বাজারমূল্য 1 কোটি 21 লক্ষ 34 হাজার টাকা ৷ ওই একই বিমানে আরেক যাত্রী 1 কেজি 780 গ্রাম সোনা নিয়ে ভারতে এসেছিলেন ৷ এর বাজারমূল্য 1 কোটি 8 লক্ষ 81 হাজার 165 টাকা ৷

শারজা এবং দুবাই থেকে আসা দুই যাত্রীর 4 কেজির বেশি সোনা: কাস্টমসের অতিরিক্ত কমিশনার জানান, রাতে শারজা এবং দুবাই থেকে দু’টি বিমান নামে ৷ সেই দুই বিমানের দুই যাত্রীর থেকেও 4 কেজির বেশি সোনা পাওয়া গিয়েছে ৷ বেআইনিভাবে সেগুলি লুকিয়ে ভারতে এনেছিলেন ওই বিদেশি নাগরিক ৷ তিনি জানিয়েছেন, শারজা থেকে আসা যাত্রীর কাছ থেকে 2 কেজি 170 গ্রাম সোনা বাজেয়াপ্ত করা হয়েছে ৷ যার বাজারমূল্য 1 কোটি 31 লক্ষ 77 হাজার 524 টাকা এবং দুবাই থেকে আসা যাত্রীর কাছে 2 কেজি 50 গ্রাম সোনা পাওয়া গিয়েছে ৷ এর বাজারমূল্য 1 কোটি 24 লক্ষ 31 হাজার 283 টাকা ৷

আরও পড়ুন: তিনটি পৃথক অভিযানে 12.5 কোটি টাকার সোনা উদ্ধার তামিলনাড়ুতে

সব মিলিয়ে মোট 8 কেজি সোনা বাজেয়াপ্ত করেছে হায়দরাবাদ বিমানবন্দরের কাস্টমস বিভাগ ৷ যার মোট বাজারমূল্য 4 কোটি 86 লক্ষ 23 হাজার 972 টাকা ৷ এই বিপুল পরিমাণ সোনা কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল ? আর কারা এর সঙ্গে জড়িত ? এমন একাধিক তথ্য জানতে ওই 4 বিদেশি নাগরিককে পুলিশের হাতে তুলে দিয়েছে কাস্টমস বিভাগ ৷ তাঁদের গ্রেফতারের পর জেরা করছে পুলিশ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.