75 Years of Independence: স্বাধীনতার অমৃত মহোৎসবে অলিম্পিক্স হিরোদের গৌরবগাথা

author img

By

Published : Aug 11, 2022, 8:41 AM IST

Updated : Aug 11, 2022, 8:52 AM IST

75 Years of Independence Indian Heroes in History of Olympics
75 Years of Independence Indian Heroes in History of Olympics ()

স্বাধীনতার 75 বছরে (75 Years of Independence) খেলার জগতে ভারতের নাম উজ্জ্বল করেছেন এমন খেলোয়াড় অসংখ্য ৷ কিন্তু, অলিম্পিক্সে ভারতকে গর্ব করার সুযোগ দিয়েছেন এমন সোনার অ্যাথলিট এবং খেলোয়াড়ের সংখ্যাটা খুব বেশি নয় (Indian Heroes in History of Olympics) ৷ তেমনি কয়েকজনের অবদানকে স্বাধীনতার 75 বছরে তুলে ধরল ইটিভি ভারত ৷

কলকাতা, 11 অগস্ট: ভারতের স্বাধীনতার 75 বছর (75 Years of Independence) ৷ আর সেখানে অলিম্পিক্সের প্রসঙ্গ আসবে না, তা হয় না ৷ ভারতের অলিম্পিক ইতিহাসে সোনার মুহূর্ত খুব হাতে গোনাই রয়েছে (Indian Heroes in History of Olympics) ৷ দলগতভাবে ভারতীয় হকিদল 4 বার হকিতে সোনা জিতেছে ৷ এর পর 2008 সালে বেজিং অলিম্পিক্সে প্রথমবার ব্যক্তিগত ইভেন্টে সোনা জেতে ভারত ৷ রাইফেল শুটিংয়ে সোনা জেতেন অভিনব বিন্দ্রা ৷ এর পর দীর্ঘ 16 বছরের অপেক্ষার পর টোকিয়ো অলিম্পিক্সে ট্র্যাক অ্যান্ড ফিল্ডে জ্যাভলিনে সোনা জিতেছেন নীরজ চোপড়া ৷ মাঝে অবশ্য আরও দু’টি ইতিহাস রয়েছে ৷ তবে, তা সোনা জয়ের নয় ৷ 1980 সালের পর 16 বছরের পদকের খরা কাটিয়েছিলেন, বাংলার তরুণ তারকা টেনিস খেলোয়াড় লিয়েন্ডার পেজ ৷ ব্রোঞ্জ জিতেছিলেন তিনি ৷ আরেক জন, একবিংশ শতকে প্রতি ভারতবাসীর অনুপ্রেরণা শাটলার পি ভি সিন্ধু ৷ প্রথম ভারতীয় মহিলা অলিম্পিয়ান, যিনি জোড়া অলিম্পিক্স পদক জিতেছেন ৷

ভারতীয় হকি দল--

ভারতের স্বাধীনতার 75 বছর পূর্তিতে অলিম্পিক্সে ভারতীয় অ্যাথলিট এবং খেলোয়াড়দের ভূমিকা নিয়ে কথা বলতে হলে, সবার আগে আসবে হকি ৷ দলগত এই ইভেন্টে ভারতের জয়জয়কার স্বাধীনতার আগে থেকেই ৷ 1928 সালে প্রথমবার ভারত আমস্টারডার্ম অলিম্পিক্সে সোনা জেতে ৷ নেদারল্যান্ডসকে 3-0 গোলে হারিয়েছিল ভারত ৷ আর এটাই অলিম্পিক্সের ইতিহাসে ভারতের প্রথম পদক ছিল ৷

এর পর 1932 সালে লস অ্যাঞ্জেলসে আবারও সোনা আসে ভারতের ঝুলিতে ৷ এ বারেও সেই হকিদল ৷ আমেরিকাকে 24-1 গোলে ধ্বংস করেছিল ভারত ৷ যা অলিম্পিক্সের ইতিহাসে এখনও পর্যন্ত সবচেয়ে বড় ব্যবধানে জয় ৷ 1936 সালে বার্লিন অলিম্পিক্সে ভারতীয় হকি দল সোনা জয়ের হ্যাটট্রিক করে ৷

এর পর 1940 ও 1944 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে অলিম্পিক্স আয়োজিত হয়নি ৷ 12 বছরের বিরতির পর 1948 সালে ফের হকির হাত ধরে পদক আসে ভারতে ৷ এ বার স্বাধীন প্রজাতান্ত্রিক ভারত লন্ডন অলিম্পিক্সে সোনা জেতে ৷ 1952 সালে হেলসিঙ্কি এবং 1956 সালে মেলবোর্ন অলিম্পিক্সে সোনা জিতে ডবল হ্যাট্রিক করে ভারতীয় হকিদল ৷

এর পর 1960 সালে পাকিস্তানের বিরুদ্ধে ফাইনালে সোনার দৌড় থামে ভারতের ৷ তবে, 1964 সালে টোকিয়ো অলিম্পিক্সে ফের দাপটের সঙ্গে ফিরে আসে ভারত ৷ ফের একবার সোনা আসে ভারতের ঝুলিতে ৷ এর পর 1980 সালে মস্কো ভারত শেষবার সোনা জেতে এটাও সেই হকি ৷ মাঝে 1968 এবং 1972 সালে ব্রোঞ্জ ছিল ভারতীয় হকি দলের ৷

দীর্ঘ 41 বছরের অপেক্ষার পর গত 2021 সালে ভারতীয় হকি দল পদক জয়ের সাধ পায় ৷ ব্রোঞ্জ জেতেন পি আর শ্রীজেশরা ৷

লিয়েন্ডার পেজ--

স্বাধীন ভারতের অলিম্পিক্স ইতিহাসে ভারতের প্রথম টেনিস তারকা বলতে যাকে ভারতবাসী চেনেন, তিনি এক এবং অদ্বিতীয় লিয়েন্ডার পেজ ৷ 1980 সালে মস্কোতে ভারতীয় হকি দল সোনা জেতার পর, 16 বছর কোনও পদক ছিল না ভারতের ঝুলিতে ৷ শুধু তাই নয়, ব্যক্তিগত ইভেন্টে ভারতকে অলিম্পিক্সে প্রথম পদক জয়ের স্বাদ এনে দিয়েছিলেন লিয়েন্ডার ৷ ব্রোঞ্জ জিতলেও, 16 বছরের খরা কাটানো এবং ব্যক্তিগত ইভেন্টে ভারতের প্রথম পদক ছিল এটি ৷

আরও পড়ুন: স্বাধীনতার 75 বছর স্মরণে বিজ্ঞানের তিন তারা

অভিনব বিন্দ্রা--

অলিম্পিক্সের ভারতের সোনার ইতিহাসে হকি পর নাম লিখিয়েছে শুটিং ৷ রাইফেল শুটার অভিনব বিন্দ্রা বেজিং অলিম্পিক্সে ভারতকে একমাত্র সোনার পদক এনে দিয়েছিলেন ৷ 10 মিটারের এয়ার রাইফেল শুটিংয়ে সোনা জেতেন অভিনব ৷ অলিম্পিক্সে ব্যক্তিগত ইভেন্টে প্রথম ভারতীয় হিসাবে সোনার পদক জেতেন অভিনব বিন্দ্রা ৷

নীরজ চোপড়া--

ট্র্যাক অ্যান্ড ফিল্ডে অলিম্পিক্সে ভারতের নাম সোনায় লিখেছেন হরিয়ানার নীরজ চোপড়া ৷ জ্যাভলিন থ্রোয়ার 2020 টোকিয়ো অলিম্পিক্সে সোনা জিতিয়েছেন ৷ সবচেয়ে বেশি 87.58 মিটার দূরত্বে জ্যাভলিন ছোড়েন তিনি ৷ ভারতের অলিম্পিক্সের ইতিহাসে নীরজের সোনা জয় প্রতিটি ভারতবাসীর কাছে ছিল গর্বের ৷ কারণ, সোনা জয়ের 14 বছরের অপেক্ষা শেষ করেছেন তিনি ৷

পি ভি সিন্ধু--

অলিম্পিক্সে সোনা না জেতেননি পিভি সিন্ধু ৷ কিন্তু, তা সত্ত্বেও তিনি ভারতের সোনার মেয়ে ৷ প্রথম মহিলা খেলোয়াড় হিসাবে পিভি সিন্ধু অলিম্পিক্সে জোড়া পদক জিতেছেন ৷ 2016 রিওো অলিম্পিক্সের ফাইনালে স্প্যানিশ প্রতিপক্ষের বিরুদ্ধে হেরে রুপোতেই থামতে হয়েছিল তাঁকে ৷ এর পর টোকিয়ো অলিম্পিক্স 2020-তে সবাই ভেবেছিল, এ বার হয়তো সোনটা নিশ্চিত ৷ কিন্তু, সেমি-ফাইনালে হেরে সোনার স্বপ্ন ভেঙে যায় ৷ তবে, ব্রোঞ্জের লড়াইয়ে জয় নিশ্চিত করেন পিভি সিন্ধু ৷ আর প্রথম ভারতীয় মহিলা ক্রীড়াবিদ হিসাবে অলিম্পিক্সে জোড়া পদক জেতার রেকর্ড করেন তিনি ৷

আরও পড়ুন: স্বাধীনতার 75 বছরে ফিরে দেখা সংগ্রামীদের ইতিহাস

স্বাধীনতার 75 বছরে ভারতের অলিম্পিক্সের ইতিহাস নিয়ে চর্চা আর সেখানে ভারতের ‘ফ্লাইং শিখ’ মিলখা সিংকে নিয়ে দু’কথা হবে না, তা হতে পারে না ৷ 1960 সালে রোম অলিম্পিক্সে চতুর্থ হয়েছিলেন ৷ কিন্তু, একচুলের জন্য তাঁর ব্রোঞ্জ পদক হাতছাড়া হয়েছিল ৷ তবে, ট্র্যাক অ্যান্ড ফিল্ডে ভারতকে প্রথমবার পরিচয় করিয়েছিলেন মিলখা সিং ৷

Last Updated :Aug 11, 2022, 8:52 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.