ETV Bharat / bharat

'অযোধ্যায় রাম মন্দির নির্মাণে খুশি 74% মুসলমান, তাঁদের চোখে মোদিই দেশের সফলতম প্রধানমন্ত্রী'

author img

By ANI

Published : Jan 14, 2024, 1:00 PM IST

অযোধ্যায় রাম মন্দির নির্মাণে খুশি হয়েছেন 74 শতাংশ মুসলমান ৷ তাঁদের চোখে প্রদানমন্ত্রী নরেন্দ্র মোদিই দেশের সফলতম প্রধানমন্ত্রী ৷ একটি সমীক্ষায় এমনটাই উঠে এসেছে বলে দাবি করল জাতীয়তাবাদী মুসলিম সংগঠন 'মুসলিম রাষ্ট্রীয় মঞ্চ' (এমআরএম)৷

ETV BHARAT
ETV BHARAT

নয়াদিল্লি, 14 জানুয়ারি: অযোধ্যায় রাম মন্দির নির্মাণে খুশি 74 শতাংশ মুসলমান ৷ তাঁদের বিশ্বাস, নরেন্দ্র মোদিই দেশের সবচেয়ে সফল প্রধানমন্ত্রী । প্রেস বিবৃতি দিয়ে এমনটাই দাবি করল জাতীয়তাবাদী মুসলিম সংগঠন 'মুসলিম রাষ্ট্রীয় মঞ্চ' (এমআরএম)৷

প্রেস রিলিজ অনুসারে, এমআরএম গুজরাতের একটি স্বাধীন গবেষণা ও সমীক্ষা সংস্থা 'আয়ুর্বেদ ফাউন্ডেশন চ্যারিটেবল ট্রাস্ট'-এর মাধ্যমে দেশের মুসলমানদের মধ্যে সর্বকালের বৃহত্তম সমীক্ষা পরিচালনা করেছে । তাদের দাবি, সমীক্ষার ফলাফলে দেখা গিয়েছে, দেবতা রাম মানুষের প্রতিটি কোণায় উপস্থিত আছেন এবং নরেন্দ্র মোদি হলেন ভারতের সবচেয়ে সফল প্রধানমন্ত্রী ৷ যাঁর কথা শুধু ভারত নয়, সমগ্র বিশ্ব শোনে এবং গ্রহণ করে ।"

সমীক্ষায় দাবি করা হয়েছে যে, অগণিত মুসলমান চান যে, তথাকথিত উলামা, মাওলানা এবং বিরোধী নেতারা যাঁরা ইসলামের নামে তাঁদের রাজনৈতিক ভাগ্য অর্জনের চেষ্টা করছেন, তাঁদের সম্পূর্ণভাবে বয়কট করা হোক । সমীক্ষা চলাকালীন অগণিত মুসলমান প্রকাশ্যে বলেছেন, জয় শ্রী রাম । সমীক্ষা থেকে বেরিয়ে আসা আরেকটি বিষয় হল, তথাকথিত ওলামা, মাওলানা এবং বিরোধী নেতারা যাঁরা ইসলামের নামে তাঁদের রাজনৈতিক ভাগ্য অর্জনের চেষ্টা করছেন তাঁদের সম্পূর্ণভাবে বয়কট করা উচিত ৷

সমীক্ষার ফলাফল আরও দাবি করেছে যে, 74 শতাংশ মুসলমান মন্দির নির্মাণে খুশি । 70 শতাংশ মুসলমান মোদি সরকারকে বিশ্বাস করেন । 70 শতাংশ মুসলমান মনে করেন যে, ভারত একটি বিশ্ব শক্তি হিসাবে আবির্ভূত হয়েছে ৷ মুসলিম রাষ্ট্রীয় মঞ্চ দ্বারা পরিচালিত সমীক্ষায় উল্লেখ করা হয়েছে যে, মুসলিমরা মোদি সরকারের অধীনে নিরাপদ ৷ মোদি সরকারে সকলের জন্য উন্নয়নের সমান সুযোগ ৷ প্রধানমন্ত্রী মোদির কারণে বিজেপির প্রতি আস্থা বেড়েছে বলেও দাবি করা হয়েছে সমীক্ষায় ৷

অযোধ্যায় মন্দির নির্মাণের পরিপ্রেক্ষিতে সমীক্ষায় দাবি করা হয়েছে, অযোধ্যার রাম মন্দির হিন্দুদের বিশ্বাসের কেন্দ্র এবং সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীর বিশ্বাসকে সম্মান করা উচিত মুসলিম সম্প্রদায়ের । সমীক্ষায় এটাও প্রকাশ করা হয়েছে যে, মুসলমানরা জন ধন যোজনা থেকে ইজ্জত ঘর পর্যন্ত সুবিধা পেয়েছে । অর্থাৎ, শৌচাগার নির্মাণ, উজ্জ্বলা যোজনা, বিনামূল্যে রেশন এবং প্রধানমন্ত্রী আবাস যোজনা। দেশের সাধারণ মুসলমান, বুদ্ধিজীবী, ওলামা ও মৌলানারা বিশ্বাস করেন যে, বছরের পর বছর ধরে তাঁরা আরএসএস এবং বিজেপির নামে নীরবে ভয় দেখিয়ে আসছেন । মুসলমানদের এগিয়ে আসা উচিত এবং বিজেপি ও মোদি সরকারের প্রতি আস্থা স্থাপনের জন্য একটি ঐতিহাসিক প্রচার শুরু করা উচিত ।

সমীক্ষা অনুসারে, দেশের মুসলমানরা বিশ্বাস করেন যে, রাম সকলের এবং সবাই রামের । তাই রামের নামে দেশের পরিবেশ বিপর্যস্ত করার অপচেষ্টা যারা বিশৃঙ্খলা সৃষ্টিকারী শক্তি তাদের যোগ্য জবাব দেওয়া প্রয়োজন। মুসলমানরাও প্রকাশ্যে বলেছেন যে ইসলামে, অন্য ধর্মের পবিত্র স্থান ভেঙে তৈরি করা মসজিদে উপাসনা করা হারামের শামিল। সমীক্ষায় একটি বড় অংশ বিশ্বাংস করে যে, দেশে মৌলবাদ সম্পূর্ণভাবে শেষ হওয়া উচিত । দেশকে এগিয়ে যেতে হবে শান্তি ও প্রশান্তিতে, উন্নয়ন ও আস্থা নিয়ে । (সংবাসসংস্থা এএনআই)

আরও পড়ুন:

  1. রথ থেমেছিল, আন্দোলন নয়! মন্দির উদ্বোধনের আগে স্মৃতিতে ডুব আদবানির
  2. নিজের নাম প্রচারে ধর্মগ্রন্থের নিয়ম না মানাটা ঈশ্বরের বিরুদ্ধে বিদ্রোহ, মোদিকে নিশানা পুরীর শংকরাচার্যের
  3. অবসরের পর জমানো অর্থ দান, রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ পেলেন অশীতিপর ভানুবেন
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.