ETV Bharat / bharat

Road Accident in Odisha: নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ল গাড়ি, মৃত 7

author img

By

Published : Mar 31, 2023, 7:10 PM IST

ওড়িশার সম্বলপুরে বিয়ে বাড়ি থেকে ফেরার পথে একটি পথ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন 7 জন ৷ আহত আরও 4 ভর্তি হাসপাতালে ৷

Road Accident in Odisha ETV BHARAT
Road Accident in Odisha

সম্বলপুর (ওড়িশা), 31 মার্চ: বিয়ে বাড়ি থেকে ফেরার পথে খালে পড়ল গাড়ি ৷ ঘটনাস্থলে মৃত্যু হল 7 জনের ৷ গুরুতর অবস্থায় হাসপাতালে ভরতি রয়েছেন আরও 4 জন ৷ বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে ওড়িশার সম্বলপুরে জেলার সাসান খালে ৷ ওই গাড়িতে চালক-সহ মোট 11 জন ছিলেন ৷ পুলিশের তরফে জানানো হয়েছে, মৃত 7 জন গাড়ি থেকে বেরোতে পারেননি ৷ সেই কারণে, গাড়ির ভিতরে দমবন্ধ হয়ে মৃত্যু হয়েছে তাঁদের ৷ বাকি আহত 4 জনকে উদ্ধার করে সম্বলপুর জেলা হাসপাতালে ভরতি করা হয়েছে ৷

মৃতরা সকলেই ঝাড়সুগুড়া জেলার লক্ষণপুর ব্লকের বাদাধারা গ্রামের বাসিন্দা ৷ পুলিশরে তরফে পাওয়া তথ্য অনুযায়ী, মৃতরা হলেন, অজিত খামারি, দিব্যা লোহা, সুবল ভোই, সুমন্ত ভোই, স্বরোজ শেঠ, রমাকান্ত ভোই এবং গাড়ির চালক শত্রুঘ্ন ভোই ৷ তাঁরা সকলে সম্বলপুর জেলার প্রমাণপুর গ্রামে একটি বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন ৷ মোট 11 জন ওই গাড়িতে সওয়ার ছিলেন ৷ পুলিশের তরফে জানানো হয়েছে, রাত 1টার সময় তাঁরা বিয়ে বাড়ি থেকে ফিরছিলেন ৷ পুলিশের অনুমান গাড়ির গতি বেশি থাকায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন ৷ তারপরই খালে পড়ে যায় গাড়িটি ৷

এই ঘটনার পর 4 জন গাড়ির ভিতর থেকে বেরিয়ে আসতে পারলেও, চালক-সহ 7 জন গাড়িতেই আটকে পড়েন ৷ ঘটনার বেশ কয়েকঘণ্টা পর স্থানীয়রা খবর পেয়ে উদ্ধার কাজে নামেন ৷ গাড়ি থেকে বেরিয়ে আসা 4 জনকে আগেই হাসপাতালে পাঠানো হয় ৷ খবর দেওয়া হয় পুলিশে ৷ এরপর পুলিশ ও স্থানীয় লোকজন মিলে অজ্ঞান অবস্থায় বাকি 7 জনকে গাড়ি থেকে উদ্ধার করে সম্বলপুর জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সকলকেই মৃত বলে ঘোষণা করেন ৷

আরও পড়ুন: কানপুরে ভস্মীভূত 500 দোকান, অন্তত 100 কোটির ক্ষতি !

তবে এই ঘটনায় উদ্ধার কাজে দেরি হওয়ার কারণেই গাড়িতে আটকে পড়া 7 জনের মৃত্য়ু হয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা ৷ এমনকি অ্যাম্বুলেন্সও সঠিক সময়ে পৌঁছয়নি বলে অভিযোগ ৷ ঘটনায় পুলিশ দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে উদ্ধার করেছে ৷ দুর্ঘটনার আসল কারণ জানার জন্য সেটিকে পরীক্ষা করা হবে বলে জানা গিয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.