ETV Bharat / bharat

Rajasthan Murder Case: 7 মাসের শিশুকন্যা-সহ পরিবারের 4 জনকে গলা কেটে জ্বালিয়ে দিল হত্যাকারীরা !

author img

By

Published : Jul 19, 2023, 2:10 PM IST

7 মাসের শিশুকন্যা-সহ একই পরিবারের চার জনকে গলা কেটে জ্বালিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠল ৷ যোধপুরের ওশিয়ান থানা এলাকায় ঘটেছে এই নৃশংস হত্যাকাণ্ড ৷

Rajasthan Murder Case
Rajasthan Murder Case

যোধপুর, 19 জুলাই: একই পরিবারের চার সদস্যকে গলার নলি কেটে খুন করে জ্বালিয়ে দেওয়ার অভিযোগ উঠল রাজস্থানে ৷ খুন হওয়া চার জনের মধ্যে রয়েছে একটি সাত মাসের শিশুকন্যা ৷ হাড়হিম করা এই ঘটনা ঘটেছে রাজস্থানের যোধপুরের ওশিয়ান থানা এলাকায় ।

মৃতদের পরিচয়: জানা গিয়েছে, মৃতরা রামনগর গ্রাম পঞ্চায়েতের গঙ্গানী কি ধানীর বাসিন্দা ৷ তাঁরা হলেন, পুনারাম বেয়ার্ড (55, পরিবারের কর্তা), তাঁর স্ত্রী ভানওয়ারী দেবী (50), পুত্রবধূ ধাপু (24) এবং তাঁর সাত মাসের মেয়ে ৷

আসছে ফরেন্সিক দল: পুলিশ জানিয়েছে, গলার নলি কেটে হত্যার করার পর তাঁদের দেহ লোপাটের জন্য তা পুড়িয়ে দেওয়াও চেষ্টা করে হত্যাকারীরা ৷ গ্রামীণ পুলিশ সুপার ধর্মেন্দ্র সিং যাদব এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন । তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন এবং গোটা ঘটনার তদন্তের জন্য যোধপুর থেকে আসছে ফরেনসিক দল । ঘটনাস্থলে পৌঁছেছেন জেলাশাসক হিমাংশু গুপ্তাও । বুধবার ভোররাতে ঘটনা ঘটে এই নৃশংস ঘটনা ।

আরও পড়ুন: নতুন প্রেমে কাঁটা পুরনো প্রেমিককে খুন, কোবরা 'ভাড়া' করল প্রেমিকা

ঘুমন্ত অবস্থাতেই খুন: জানা গিয়েছে, রোজকার মতোই রাতে কুঁড়েঘরের ভেতরে ঘুমিয়ে ছিল গোটা পরিবার ৷ হত্যাকারীরা রাতের অন্ধকারে ঘরে ঢুকে ঘুমন্ত অবস্থাতেই চারজনের গলা কেটে ফেলে । এরপর ঘরের ভেতরে চারজনের দেহ রেখে কুঁড়েঘরে আগুন ধরিয়ে দেওয়া হয় । প্রমাণ লোপাটের জন্য হত্যাকারীরা দেহগুলি জ্বালিয়ে দিতে চেয়েছিল বলে জানিয়েছে পুলিশ ৷

শিশুটির দেহ সম্পূর্ণ পুড়ে গিয়েছে: পুলিশ জানিয়েছে, 7 মাস বয়সি শিশুটির দেহ সম্পূর্ণ পুড়ে গিয়েছে এবং বাকি তিনজনের মৃতদেহ অর্ধ-দগ্ধ অবস্থায় পাওয়া গিয়েছে । বুধবার সকালে নৃশংস হত্যাকাণ্ডের খবর জানাজানি হওয়ার পর স্থানীয় কয়েক শতাধিক মানুষ সমবেদনা জানাতে ঘটনাস্থলে যান । নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তোলেন স্থানীয়রা ৷ পরিস্থিতি শান্ত করার জন্য এলাকায় প্রচুর পুলিশকে মোতায়েন করা হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.