ETV Bharat / bharat

Chardham Yatra in Uttarakhand: চারধাম যাত্রা উপলক্ষে রেকর্ড 50 লক্ষ পুণ্যার্থী সমাগম উত্তরাখণ্ডে

author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 17, 2023, 9:54 PM IST

ETV Bharat
ফাইল ছবি

এবছর 22 এপ্রিল থেকে শুরু হয়েছে চারধাম যাত্রা ৷ ইতিমধ্যেই রেকর্ড 50 লক্ষেরও বেশি পুণ্যার্থী সমাগম হয়েছে এই পাহাড়ি রাজ্যে ৷

উত্তরাখণ্ড, 17 অক্টোবর: চারধাম যাত্রা উপলক্ষে এবছর উত্তরাখণ্ডে রেকর্ড মাত্রায় ভিড় জমিয়েছেন পুণ্যার্থীরা ৷ সাম্প্রতিক সময়ে চারধাম যাত্রায় এত পুণ্যার্থী সমাগম হয়নি বলেই জানা গিয়েছে ৷ ইতিমধ্যেই এই পুণার্থীদের সংখ্যা 50 লক্ষ পার হয়ে গিয়েছে , যা রেকর্ড বলা যায় ৷ এবছর 22 এপ্রিল থেকে শুরু হয়েছিল চারধাম যাত্রা ৷ তারপর থেকেই উত্তর ভারতের এই পাহাড়ি রাজ্যে শুরু হয়েছে পুণ্যার্থীদের ঢল ৷

এবছরের চারধাম যাত্রা শেষ হতে এখনও প্রায় এক মাস বাকি ৷ 71 লক্ষ পুণ্যার্থী এবার এই চারধাম যাত্রার জন্য নাম নথিভুক্ত করিয়েছেন ৷ এদের মধ্যে 50 লক্ষ পুণ্যার্থী ইতিমধ্যেই চারধাম দর্শন করে ফেলেছেন ৷ উল্লেখ্য, এবছরই প্রথম এই পুণ্য যাত্রার জন্য নাম নথিভুক্ত বাধ্যতামূলক করেছিল উত্তরাখণ্ড সরকার ৷ তবে মাঝে বেশি পুণ্যার্থী সমাগম হয়ে যাওয়ায় কিছুদিনের জন্য এই নাম নথিভুক্তিকরণ স্থগিত রাখা হয়েছিল উত্তরাখণ্ড প্রশাসনের তরফে ৷

আরও পড়ুন: প্রবল তুষারপাতে ঢাকল কাশ্মীরের উপরিভাগ, বন্ধ একাধিক রাস্তা

উত্তরাখণ্ড সরকারের ধারণা 2030 সালে প্রায় 1 কোটি মানুষ চারধাম অর্থাৎ কেদারনাথ, বদ্রীনাথ, গঙ্গোত্রী ও যমুনোত্রীতে যাবেন ৷ সেই লক্ষ্যে ইতিমধ্যেই কেদারনাথের পুনর্নির্মাণ ও বদ্রীনাথ মাস্টার প্ল্যানের মাধ্যমে এখানকার ধারণ ক্ষমতা বাড়ানোর চেষ্টা চলছে ৷ বর্তমানে উত্তরাখণ্ডে তীব্র তুষারপাত হচ্ছে ৷ সাদা চাদরে ঢেকেছে এখানকার পাহাড়ি এলাকাগুলি ৷ এবছর এখনও পর্যন্ত কেদারনাথ দর্শন করেছেন, 17 লক্ষ 8 হাজার 868 জন পুণ্যার্থী ৷ বদ্রীনাথে 15 লক্ষ 84 হাজার 790 ও গঙ্গোত্রীতে 8 লক্ষ 46 হাজার 471 পুণ্যার্থী সমাগম হয়েছে ৷ যমুনোত্রীতে 6 লক্ষ 94 হাজার 830 জন পুণ্যার্থী ভিড় করেছেন ৷ সব মিলিয়ে এবছর ইতিমধ্যে 50 লক্ষ 12 হাজার পুণ্যার্থী এই চারধাম দর্শন করে নিয়েছেন ৷ আগামী এক মাস এই পুণ্যার্থীর সংখ্যা আরও বাড়বে বলে মনে করা হচ্ছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.