ETV Bharat / bharat

তামিলনাড়ুর চিড়িয়াখানায় 4টি সিংহ ডেল্টা ভ্যারিয়্যান্টে আক্রান্ত

author img

By

Published : Jun 19, 2021, 12:01 PM IST

মানুষের পর সিংহের শরীরে ডেল্টা ভ্যারিয়্য়ান্ট সংক্রমণের খোঁজ মিলল ৷ তামিলনাড়ুর ভান্দালুরে অবস্থিত আন্না জুলজিক্যাল পার্কে 4টি সিংহ এই ধরনের সার্স কোভ-2-এ আক্রান্ত হয়েছে ৷

তামিলনাড়ুর চিড়িয়াখানায় 4টি সিংহ ডেল্টা ভ্যারিয়্যান্টে আক্রান্ত
তামিলনাড়ুর চিড়িয়াখানায় 4টি সিংহ ডেল্টা ভ্যারিয়্যান্টে আক্রান্ত

চেন্নাই, 19 জুন : মানুষ থেকে এবার সিংহের শরীরে কোভিড-19-এর ডেল্টা ভ্যারিয়ান্টের আক্রমণ ৷ চেন্নাইয়ের ভান্দালুরে অবস্থিত আন্না জুলজিক্যাল পার্কের চারটি সিংহ বি.1.617.2 ভ্যারিয়ান্টে আক্রান্ত হয়েছে ৷ 11 মে হু সার্স কোভ-2-এর এই ধরনকেই দুশ্চিন্তাজনক বলে আখ্যা দিয়েছিল ৷

11 টি সিংহের মধ্যে 24 মে 4টি আর 29 মে 7টি সিংহের শরীর থেকে সংগৃহীত নমুনা সার্স কোভ-2-এর পরীক্ষার জন্য ভোপালে আইসিএআর-ন্যাশনাল ইনস্টিটিউট অফ হাই সিকিউরিটি অ্যানিমাল ডিজিজ (NIHSAD)-এর কাছে পাঠায় ৷ 9 জুন এনআইএইচএসএডি জানায় 9টি সিংহ সার্স কোভ-2 পজিটিভে সংক্রামিত, যার মধ্যে চারটি ডেল্টা ভ্যারিয়্যান্টে সংক্রামিত ৷ এর পর সিংহদের চিকিৎসা শুরু হয়েছে ৷

9 বছরের একটি সিংহি নীলা আর 12 বছরের পুরুষ সিংহ পাথবানাথান কোভিড-19-এ মারা গিয়েছে এই মাসের শুরুতে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.