ETV Bharat / bharat

26/11 Anniversary: ‘সন্ত্রাসবাদ মানবতার জন্য বিপজ্জনক’, 26/11-র 14 বছরে টুইট বিদেশমন্ত্রীর

author img

By

Published : Nov 26, 2022, 12:38 PM IST

আজ মুম্বই হামলার (26/11 Anniversary) 14 বছর পূরণ হল ৷ এদিনটিতে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ফের সরব হলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ৷ জানালেন, সন্ত্রাসবাদ মানবতার জন্য বিপজ্জনক (Terrorism Threatens Humanity) ৷

26/11 Anniversary Terrorism Threatens Humanity says EAM S Jaishankar
26/11 Anniversary Terrorism Threatens Humanity says EAM S Jaishankar

নয়াদিল্লি, 26 নভেম্বর: "সন্ত্রাসবাদ মানবতার জন্য বিপজ্জনক (Terrorism Threatens Humanity) ৷’’ 26/11 (26/11 Anniversary)-র মুম্বই হামলার 14 বছরে নিহতদের শ্রদ্ধা জানাত গিয়ে একথা বললেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর (EAM S Jaishankar) ৷ এদিন টুইটারে এ নিয়ে একটি পোস্ট করেন তিনি ৷ যেখানে তিনি উল্লেখ করেছেন, নৃশংস সেই হামলার শিকার হওয়া সকলকে ভারতের সঙ্গে সমগ্র বিশ্ব স্মরণ করছে ৷

শনিবার টুইটে তিনি আরও লেখেন, "সন্ত্রাসবাদ মানবতার জন্য বিপজ্জনক ৷ আজ ভারতের সঙ্গে সমগ্র বিশ্বের মানুষ 26/11-র হামলায় নিহতদের স্মরণ করছে ৷ যারা এই হামলা পরিকল্পনা এবং কার্যকর করেছিল, তাদের সবাইকে বিচাররে কাঠগড়ায় তুলতে হবে ৷ বিশ্বের সকল সন্ত্রাসবাদী হামলায় নিহতদের আমরা শ্রদ্ধা জানাই ৷" প্রসঙ্গত, 2008 সালের 26 নভেম্বর ভয়াবহ সন্ত্রাসবাদী হামলায় কেঁপে উঠেছিল বাণিজ্যনগরী মুম্বই ৷

  • Terrorism threatens humanity.

    Today, on 26/11, the world joins India in remembering its victims. Those who planned and oversaw this attack must be brought to justice.

    We owe this to every victim of terrorism around the world. pic.twitter.com/eAQsVQOWFe

    — Dr. S. Jaishankar (@DrSJaishankar) November 26, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: মুম্বই হামলায় নিহতদের শ্রদ্ধাজ্ঞাপন গুতেরেসের

সমুদ্রপথে 13 জন সন্ত্রাসবাদী ভারতে প্রবেশ করে ৷ বিভিন্ন দলে ভাগ হয়ে, সিএসটি স্টেশন, নরিম্যান পয়েন্ট, ওবেরয়, তাজ, লিওপোল্ড ক্যাফে, এমনকি সরকারি হাসপাতাল-সহ 12টি জায়গায় হামলা চালায় সন্ত্রাসবাদীরা ৷ দীর্ঘ 2 দিনের সেই ভয়াবহ অভিজ্ঞতা আজও বহু মানুষের মনে আতঙ্ক তৈরি করে ৷ সেই ভয়াবহ সন্ত্রাসবাদী হামলার 14 বছরে বিদেশমন্ত্রকের তরফে নিহতদের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে ৷ যে ঘটনায় 174 জনের মৃত্যু হয়েছিল ৷ যাঁদের মধ্যে 26 জন বিদেশি ছিলেন ৷ তিনশোর বেশি মানুষ আহত হয়েছিলেন ৷ পাকিস্তানের লস্কর-ই-তইবা জঙ্গি সংগঠনের তরফে মুম্বই শহরের 12টি জায়গায় এই হামলা চালানো হয়েছিল ৷ যে সন্ত্রাসের চিহ্ন আজও বয়ে বেড়াচ্ছে মুম্বই শহর ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.