ETV Bharat / bharat

Tomatoes theft: জমি থেকে আড়াই লক্ষ টাকার টমেটো চুরি, মাথায় হাত চাষিদের

author img

By

Published : Jul 6, 2023, 10:23 PM IST

ঝুড়ি থেকে নয়, একেবারে জমি থেকে টমেটো চুরির ঘটনা কর্ণাটকে। চিন্তায় টমেটো চাষিরা। যাঁরা মারাত্মক ক্ষতির মুখে দাঁড়িয়ে জমি বিক্রি করে দেওয়ার কথা ভাবছেন।

Tomatoes theft
আড়াই লক্ষ টাকার টমেটো চুরি

হাসান, 6 জুলাই: দামের বহর দেখে ঝুড়ি থেকে টমেটো চুরি রুখতে সিসিটিভি বসানোর ঘটনা দেখা গেছে কর্ণাটকের সবজি বাজারে। এবার সেই রাজ্যেই একেবারে খেত থেকে টমেটো চুরি ! আড়াই লক্ষ টাকার টমেটো চুরির ঘটনা কর্ণাটকের হাসান জেলায় ৷ এই ঘটনা হতবাক করার মতোই।

হাসান জেলায় দুই একরের জমিতে টমেটো চাষ করেন মহিলা কৃষক ধারানি। তাঁর একমাত্র রুজি-রোজগারের জায়গা এই টমেটো খেত। সেখান থেকেই আড়াই লক্ষ টাকার টমেটো চুরি হওয়ায় মারাত্মক ক্ষতির মুখে ধারানি। বেঙ্গালুরুতে যেখানে টমেটোর দাম কিলো প্রতি 125 থেকে 150 টাকা। সেখানে টমেটো চুরির ঘটনায় কৃষকদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। কারণ, ধারিনির খেত থেকে প্রায় 50 থেকে 60 বস্তা টমেটো চুরি শুধু নয়, টমেটোর খেত নষ্টও করা হয়েছে। যাতে আর টমেটোর ফলন না হয়।

ধারানি জানাচ্ছেন, কর্ণাটকের বিভিন্ন গ্রামের টমেটো চাষিরা বাজারে টমেটো বিক্রি করতে যান। আকাশছোঁয়া দাম হওয়ায় খুব বেশি লাভ করতে পারছেন না চাষিরা। তার উপর চুরির ঘটনা বেড়েই চলেছে। এই পরিস্থিতিতে হাসান, ধারওয়াড়, হেব্বালির মতো কর্ণাটকে বিভিন্ন টমেটো চাষ এলাকায় মারাত্মক ক্ষতির মুখে চাষিরা। ঋণ নিয়ে টমেটো চাষ করেছিলেন অনেকেই ৷ আকস্মিক মূল্য বৃদ্ধির কারণে লাভের আশা দেখেছিলেন তাঁরা ৷ কিন্তু চুরির ঘটনা ও ফসল নষ্টের ফলে তাদের এখন পথে বসার অবস্থা ৷

আরও পড়ুন: গুজরাত হাইকোর্টে মহিলা প্রধান বিচারপতি নিয়োগের সুপারিশ সুপ্রিম কোর্টের কলেজিয়ামের

কর্ণাটকের হাভেরি জেলার এক সবজি বিক্রেতা তাঁর কয়েক ঝুড়ি টমেটোকে চোরের হাত থেকে বাঁচাতে সিসিটিভি বসিয়েছেন । যে ছবি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। এবার সরাসরি জমি থেকে টমেটো চুরির ঘটনা। সোনার দরে টমেটো বিক্রির পরিস্থিতি যখন, তখন সেই টমেটো চাষিদের হাহাকার বেড়ে চলেছে। যেখানে ন্যায্য মূল্য তো দূরের কথা প্রাপ্য টাকা পেতে হিমশিম অবস্থা চাষিদের। তার মধ্যেই জমি থেকে টমেটো চুরির ঘটনা কর্ণাটকের চাষিদের রাতের ঘুম উড়িয়েছে।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.