ETV Bharat / bharat

অক্সিজেনের মক ড্রিলের জন্য মৃত্যু হয়নি 16 জনের, আগ্রার হাসপাতালকে ক্লিনচিট

author img

By

Published : Jun 19, 2021, 11:48 AM IST

Updated : Jun 19, 2021, 1:52 PM IST

আগ্রার একটি বেসরকারি হাসপাতালের মালিকের অডিয়ো ভাইরাল হয়ে অভিযোগ উঠেছিল যে, তিনি অক্সিজেনের নল খুলে নিতে বলেছেন, আর এ ভাবেই মারা গিয়েছেন হাসপাতালে ভর্তি 16 জন রোগী ৷ তদন্ত কমিটি বেকসুর খালাস দিয়েছে হাসাপাতালের মালিককে ৷

অক্সিজেনের অভাবে মৃত্যু নয় করোনারোগীদের
অক্সিজেনের অভাবে মৃত্যু নয় করোনারোগীদের

লখনউ, 19 জুন : অক্সিজেনের মক ড্রিল ৷ তার জেরে 16 জন করোনা রোগীর মৃত্যুর অভিযোগ ৷ কিন্তু, তদন্তের পর আগ্রার একটি বেসরকারি হাসপাতালের মালিককে বেকসুর খালাস দিল উত্তরপ্রদেশের যোগী সরকারের কমিটি ৷ জানিয়ে দিল, অক্সিজেনের অভাবে মারা যায়নি রোগীরা ৷

27 এপ্রিল আগ্রার শ্রী পরশ হাসপাতালের মালিকের অডিয়ো ক্লিপ ভাইরাল হয় ৷ তাতে হাসপাতালের মালিকের বিরুদ্ধে অভিযোগ ওঠে যে সেখানে ভর্তি 16 জন করোনা রোগীর মৃত্যুর জন্য দায়ী বেসরকারি হাসপাতালের মালিক ৷ এ নিয়ে তদন্তের নির্দেশ দেয় উত্তরপ্রদেশ সরকার ৷ একটি অনুসন্ধান কমিটিও তৈরি হয়েছিল ৷

আরও পড়ুন : আজও রাজধানীতে রাজ্যপাল; শাহর সঙ্গে ফের বৈঠকের সম্ভাবনা

তদন্তের পর এই কমিটি জানিয়েছে যে ওই 16 জনের মধ্যে 14 জনের কিছু কোমর্বিডিটি ছিল ৷ বাকি দু'জনের ফুসফুসে সংক্রমণ মারাত্মক আকার ধারণ করেছিল ৷ সবার চিকিৎসা কোভিড প্রোটোকল মেনেই করা হয়েছে ৷ সমস্ত প্রমাণ খতিয়ে দেখে এ বিষয়ে নিশ্চিত হওয়া গিয়েছে যে কারওর অক্সিজেন সাপ্লাই বন্ধ করা হয়নি ৷ তবে এই 16 জন ছাড়া আরও 7 জন রোগীর মৃত্যুর অভিযোগ এই রিপোর্টে যোগ করা হয়নি ৷

এই সংক্রান্ত খবর : অক্সিজেনের মক ড্রিলের জেরে রোগীমৃত্যু, বন্ধ করা হল যোগী-রাজ্যের হাসপাতাল

এই কমিটির সদস্যদের মধ্যে ছিলেন এসএন মেডিক্যাল কলেজ-এর চিকিৎসক ত্রিলোক চন্দ্র পিপাল, ডাঃ বলবীর সিং, ডাঃ রিচা গুপ্তা, ডাঃ পি কে শর্মা ৷

Last Updated : Jun 19, 2021, 1:52 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.