ETV Bharat / bharat

দুই জঙ্গিগোষ্ঠীর গুলির লড়াইয়ে মণিপুরে 13 জনের মৃত্যু

author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 4, 2023, 6:10 PM IST

Updated : Dec 4, 2023, 8:14 PM IST

Militants Killed in Manipur: দুই গোষ্ঠীর মধ্যে গুলির লড়াই ৷ তার জেরেই মৃত্যু হল 13 জন জঙ্গির ৷ সোমবার বিকেলে ঘটনাটি ঘটেছে মণিপুরের টেংনুপাল জেলার লেইথু গ্রামে ৷

Etv Bharat
প্রতীকী ছবি

ইম্ফল, 4 ডিসেম্বর: দুই জঙ্গি গোষ্ঠীর মধ্যে গুলি-বন্দুকের লড়াই ৷ তার জেরে প্রাণ হারালেন 13 জন ৷ সোমবার বিকেলে মণিপুরের টেংনুপাল জেলার লেইথু গ্রামে জঙ্গিদের দুই দলের মধ্যে এই গুলির লড়াই শুরু হয় ৷

সেখানকার এক আধিকারিক জানিয়েছেন,মায়ানমারে যাওয়ার পথে ওই এলাকায় প্রভাবশালী জঙ্গিদের একটি গোষ্ঠী অতর্কিতে হামলা চালায় ৷ ঘটনাস্থলে পৌঁছে নিরাপত্তাবাহিনী এখনও পর্যন্ত 13টি মৃতদেহ খুঁজে পেয়েছে ৷ তবে তাদের পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি ৷ তবে মনে করা হচ্ছে তারা স্থানীয় বাসিন্দা নয় ৷

মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং শনিবার জানিয়েছিলেন যে, কেন্দ্র এবং রাজ্যের সবচেয়ে পুরনো জঙ্গি সংগঠন ইউনাইটেড ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট (ইউএনএলএফ)এর মধ্যে সাম্প্রতিক শান্তি চুক্তি স্বাক্ষরের মাধ্যমে রাজ্যে শান্তি ও স্বাভাবিকতার একটি নতুন অধ্যায় শুরু হয়েছে । বুধবার নয়াদিল্লিতে শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছে, ছয় দশকের দীর্ঘ সশস্ত্র সংগ্রামের অবসান ঘটানোর সিদ্ধান্ত নিয়েছে জঙ্গি সংগঠনটি।

ইউএনএলএফ ক্যাডারদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে বক্তৃতায় মুখ্যমন্ত্রী বলেন, "আমি সত্যিই আনন্দিত ৷ শান্তির সূচনা করতে এবং মণিপুরে ঐক্য আনতে একটি নতুন অধ্যায় শুরু হয়েছে । আমি জনগণকে একই প্রচেষ্টা, উৎসাহ ও সমর্থন প্রসারিত করার জন্য আহ্বান জানাচ্ছি যে তারা শান্তি আলোচনায় যোগদানের জন্য ইউএনএলএফ ও অন্যান্য গোষ্ঠীকেও উৎসাহিত করেছিল ৷" কিন্তু তার মধ্যেও এদিনের ঘটনায় চিন্তিত প্রশাসন ৷

আরও পড়ুন :

1 সুনির্দিষ্ট প্রমাণ পেলে নিজ্জর খুনের তদন্তে কানাডাকে সহযোগিতা, জানালেন ভারতীয় হাইকমিশনার

2 নিজ্জার হত্যাকাণ্ডে তদন্ত শেষের আগেই অপরাধী ঘোষিত ভারত, দাবি ভারতীয় রাষ্ট্রদূতের

3 কোকারনাগে লস্কর কমান্ডার উজাইর খান-সহ দুই জঙ্গি নিহত, জানালেন কাশ্মীরের পুলিশ কর্তা

Last Updated : Dec 4, 2023, 8:14 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.