ETV Bharat / bharat

Cocaine Hidden in Stomach: পাকস্থলীতে 11 কোটি টাকার কোকেন, উদ্ধার 64 ক্যাপসুল

author img

By

Published : May 16, 2023, 2:19 PM IST

নাইজেরীয় এক বিমানযাত্রীর পাকস্থলী থেকে 11 কোটি টাকার কোকেন উদ্ধার হল ৷ তাঁর পেটের ভেতর থেকে মিলেছে 64টি ক্যাপসুল ৷ তাঁকে বেঙ্গালুরুর বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়েছে ৷

Cocaine Hidden in Stomach
Cocaine Hidden in Stomach

বেঙ্গালুরু, 16 মে: পেটের ভেতরে 11 কোটি টাকার কোকেন নিয়ে সফর করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ে গেলেন আফ্রিকার বংশোদ্ভূত এক যুবক ৷ তাঁকে বেঙ্গালুরুর দেবনাহাল্লি কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়েছে ৷ তাঁর পাকস্থলী থেকে মিলেছে কোকেনে ভরা 64টি ক্যাপসুল ৷

জানা গিয়েছে, ইথিওপিয়া থেকে ওই যাত্রী বেঙ্গালুরুর দেবনাহাল্লি কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছলে তাঁকে দেখে সন্দেহ হওয়ায় চেকিং শুরু করেন ডিরেক্টরেট অফ রেভেনিউ ইনটেলিজেন্সের অফিসাররা ৷ তখনই বিষয়টি সামনে আসে ৷ দেখা যায় যে, ওই যুবকের পাকস্থলীতে 64টি ক্যাপসুল রয়েছে ৷ তার প্রতিটিই কোকেনে ভরা ৷ জানা গিয়েছে, ওই যুবকের পেটের ভেতর থেকে মিলেছে 1 কেজি কোকেন ৷ যার বাজারমূল্য আনুমানিক 11 কোটি টাকা ৷

জানা গিয়েছে, অভিযুক্ত যুবক নাইজেরিয়ার নাগরিক ৷ ভারতে চিকিৎসা করাবেন বলে আবেদন করে ভিসা পেয়েছিলেন তিনি ৷ বেঙ্গালুরু বিমানবন্দরে চেকিং-এর সময় তাঁকে দেখে সন্দেহ হয় ডিআরআই তদন্তকারীদের ৷ বিদেশি ওই যাত্রীর আচরণ সন্দেহজনক ছিল । সে জন্য তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয় ৷ জেরা করার সময় আধিকারিকরা তাঁকে খাবার ও জল খেতে বললে তিনি খেতে অস্বীকার করেন ৷ জানা গিয়েছে যে, খাবার বা জল খেলে তাঁর পেটে থাকা ক্যাপসুল ফেটে মারাত্মক পরিণতি হতে পারে, সেই ভয়ে কিছু খেতে চাইছিলেন না ওই যাত্রী ৷ এতেই তাঁর প্রতি সন্দেহ আরও বাড়ে তদন্তকারীদের ৷

এরপর ওই যুবককে হাসপাতালে নিয়ে গিয়ে তাঁর এক্স-রে করানো হয় ৷ রিপোর্ট দেখে তাজ্জব হয়ে যান তদন্তকারী অফিসাররা ৷ দেখা যায় যে, ওই যুবকের পেটে 64টি ক্যাপসুল রয়েছে ৷ তাঁর পেটে অস্ত্রোপচার করে ওই ক্যাপসুলগুলি বের করে আনা হয়েছে ৷ এরপর বেঙ্গালুরু ডিআরআই আধিকারিকরা অভিযুক্তকে গ্রেফতার করে কেন্দ্রীয় সংশোধনাগারে পাঠিয়েছেন ।

আরও পড়ুন: ভারত-বাংলাদেশ সীমান্তে সাড়ে 6 লক্ষ টাকার মাছের ডিম বাজেয়াপ্ত

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.