ETV Bharat / bharat

করোনাকে হারিয়ে জীবনযুদ্ধে জয়ী 100 বছরের বৃদ্ধা

author img

By

Published : May 18, 2021, 12:59 PM IST

করোনাকে হারিয়ে জীবনযুদ্ধে জয়ী হলেন 100 বছরের বৃদ্ধা ৷ সর্দার কউর উত্তরপ্রদেশের বাঘপতের বাসিন্দা ৷ সম্প্রতি গ্রামের বাড়িতে ভোট দিতে গিয়ে করোনায় আক্রান্ত হন তিনি ৷ তাঁর থেকে সংক্রমিত হন পরিবারের আরও পাঁচ সদস্য ৷ পরে তাঁরা সকলেই সেরে ওঠেন ৷

100-yr-old UP woman recovers from Covid19
করোনাকে হারিয়ে জীবনযুদ্ধে জয়ী 100 বছরের বৃদ্ধা

মেরঠ, 18 মে : কোভিডকে হারিয়ে সুস্থ জীবনে ফিরলেন 100 বছরের বৃদ্ধা ৷ করোনার গ্রাস থেকে মুক্তি পেলেন তাঁর পরিবারের আরও পাঁচ সদস্য ৷ ভয়ঙ্কর ভাইরাসের দাপটে চারিদিকে যখন মৃত্যুমিছিল, ঠিক তখনই এমন একটা ঘটনা আশার আলো জাগায় ৷ পোক্ত করে মৃত্য়ুর বিরুদ্ধে অসম লড়াইয়ের জেদ ৷

100 বছরের সর্দার কউর উত্তরপ্রদেশের বাঘপতের বাসিন্দা ৷ পরিবারের দাবি, গ্রামের বাড়িতে ভোট দিতে গিয়েই করোনায় আক্রান্ত হন তিনি ৷ সর্দারের ছেলে ধৃষ্টদ্যুম্ন সিং জানিয়েছেন, বৃদ্ধার সংস্পর্শে আসায় পরিবারের বাকি সদস্যরাও করোনার কবলে পড়েন ৷

একসঙ্গে পরিবারের সকলে করোনায় আক্রান্ত হয়ে পড়ায় প্রাথমিকভাবে আশঙ্কা তৈরি হয়েছিল ঠিকই, কিন্তু সর্দার নিজে আগাগোড়া দৃঢ় থেকেছেন ৷ নিজে যেমন কোভিড বিধি মেনে চলেছেন, তেমনই বাকিদের ভরসা জুগিয়েছেন ৷ প্রথম 15 দিন কিছু সমস্য়া হলেও চিকিৎসকের কথা মতো চলায় শেষমেশ সকলেই কোভিড থেকে সেরে উঠেছেন ৷

আরও পড়ুন : দেশে মৃত্যুতে নয়া রেকর্ড, কমছে সংক্রমণ

করোনাজয়ী সর্দারকে এ নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘‘কর্মঠ জীবনযাত্রা, আত্মবিশ্বাস এবং ইতিবাচক ভাবনার জন্যই আমি এই যুদ্ধে জয়লাভ করতে পেরেছি ৷ আমি নিজে হার মানিনি ৷ বাকিদেরও ভেঙে পড়তে দিইনি ৷ সকলকে বারবার উৎসাহিত করেছি ৷’’ এর ফলও মিলেছে হাতেনাতে ৷ গত 15 মে-র রিপোর্ট বলছে, সর্দার ও তাঁর পরিবারের অন্য পাঁচ সদস্য, ছ’জনের সকলেই এখন করোনা মুক্ত ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.