ETV Bharat / bharat

টিকাকরণের তৃতীয় পর্যায়ে ভ্যাকসিন স্টকে কেন্দ্র বনাম রাজ্য, রইল 10টি তথ্য

author img

By

Published : May 1, 2021, 3:34 PM IST

আজ থেকে শুরু ভ্যাক্সিনেসনের তৃতীয় পর্যায় ৷ টিকাকরণের তৃতীয় পর্যায়ে দেশজুড়ে ভ্যাকসিনের মজুত নিয়ে রইল 10টি গুরুত্বপূর্ণ তথ্য ৷

দেশজুড়ে শুরু হয়েছে টিকাকরণের তৃতীয় পর্যায়
দেশজুড়ে শুরু হয়েছে টিকাকরণের তৃতীয় পর্যায়

আজ থেকে দেশজুড়ে শুরু হয়েছে টিকাকরণের তৃতীয় পর্যায় । এই পর্যায়ে 18 থেকে 44 বছর বয়সী প্রত্যেকে ভ্যাকসিন পাবেন । তবে বেশ কয়েকটি রাজ্যে করোনা টিকা মজুত না থাকায় সেইসব রাজ্যে আজ থেকে টিকাকরণ শুরু করা সম্ভব হচ্ছে না । উল্লেখ্য এই প্রথম দেশে 4 লাখ পেরোলো দৈনিক সংক্রমণ । দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন 4 লাখ 1 হাজার 993 জন । মৃত্যু হয়েছে 3 হাজার 523 জনের । ভ্যাকসিনের স্টক নিয়ে কেন্দ্র বনাম রাজ্যের দশটি গুরুত্বপূর্ণ তথ্য ৷

১. শুক্রবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন জানান, ভ্যাক্সিনেসনের তৃতীয় পর্যায়ে সরকারি ওয়েবসাইট কো-উইনে ২.৪৫ কোটিরও বেশি লোক নিজেদের নাম নথিভুক্ত করেছেন ।

২. দিল্লি, মহারাষ্ট্র, তামিলনাড়ু, মধ্যপ্রদেশ, কর্নাটক, পশ্চিমবঙ্গ, কেরালা, রাজস্থান, ঝাড়খণ্ড এবং পঞ্জাব, এমন রাজ্যগুলিতে ভ্যাক্সিনেসনের তৃতীয় পর্যায়ের জন্য পর্যাপ্ত ভ্যাকসিন স্টকে নেই ।

৩. ডঃ হর্ষ বর্ধন শুক্রবার সন্ধ্যায় টুইটারে জানান, কেন্দ্রের তরফ থেকে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে বিনামূল্যে 16.33 কোটিরও বেশি কোভিড ভ্যাকসিন ডোজ সরবরাহ করা হয়েছে ।

৪.আগামীকাল ভ্যাকসিনের জন্য ভিড় বা জমায়েত করবেন না । ভ্যাকসিন আসার সঙ্গে সঙ্গে আমরা আপনাদের জানিয়ে দেব, বলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল । তিনি আরও জানান, উভয় ভ্যাকসিন প্রস্তুতকারী (সিরাম ইনস্টিটিউট এবং ভারত বায়োটেক) পরের দুই মাসে আমাদের প্রত্যেককে 67 লক্ষ ডোজ ভ্যাকসিন দেবে ।

আরও পড়ুন: দেশে প্রথমবার 4 লাখ পেরোলো দৈনিক সংক্রমণ

৫.মুম্বইয়ে আজ ১৮-৪৪ বছর বয়সিদের জন্য পাঁচটি হাসপাতালে টিকাকরণ হবে । তৃতীয় পর্যায়ের ভ্যাকসিনেসনের জন্য কমপক্ষে ২০,০০০ ডোজ ভ্যাকসিন মজুত রয়েছে । জানালেন নাগরিক সংস্থার কর্মকর্তা ।

৬. তামিলনাড়ু সরকার জানিয়েছে, ভারত বায়োটেক এবং সিরাম ইনস্টিটিউটে 1.5 কোটি ডোজ অর্ডার দেওয়া হয়েছে । স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা শুক্রবার সংবাদ সংস্থা পিটিআইকে বলেছেন, বাংলায় পর্যাপ্ত ভ্যাকসিনের সংখ্যা কম এবং ১৮ থেকে ৪৪ বয়সীদের জন্য আজ থেকে ভ্যাকসিন ড্রাইভ শুরু করতে পারবে না । তেলঙ্গানাও বলেছে পর্যাপ্ত ভ্যাকসিন স্টকে নেই ।

৭. ফেজ-থ্রি ভ্যাকসিনেসন প্রক্রিয়া অনুযায়ী উৎপাদিত ভ্যাকসিনের ৫০ শতাংশ কেন্দ্রকে বিক্রি করবে সংশ্লিষ্ট সংস্থাগুলি । বাকি ৫০ শতাংশ রাজ্যগুলিকে সরাসরি কিনতে হবে ওই সংস্থাগুলির থেকে । এই নীতি নিয়ে প্রবল সমালোচনা হয় কেন্দ্রীয় সরকারের ।

৮. শুক্রবার সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় সরকারকে ভ্যাকসিনের ভিন্ন দাম প্রসঙ্গে প্রশ্ন করে, কেন তারাই 100 শতাংশ ভ্যাকসিন কিনে নিচ্ছে না? রাজ্য ও কেন্দ্রের জন্য দু’রকমের দাম কেন, এর পিছনে কোন যুক্তি রয়েছে? দেশের সর্বোচ্চ কোর্ট কেন্দ্রকে নির্দেশ দেয় স্বাধীনতার শুরু থেকে ভারত যে জাতীয় ইমিউনাইজেশন মডেল অনুসরণ করছে, তা মেনে চলতে ৷

9. গত সপ্তাহে কেন্দ্রীয় সরকার জানায় যে, ভারত বায়োটেক আর সেরাম ইনস্টিটউট থেকে 150 টাকায় কেনা ভ্যাকসিন তারা রাজ্য সরকারকে বিনামূল্যে সরবরাহ করবে ৷ দাম নিয়ে বিতর্কের মুখে চাপে পড়ে ভারত বায়োটেক দাম কমিয়ে 600 টাকা থেকে 400 টাকা করে, আর এসআইআই 400 টাকা থেকে 300 টাকা করার কথা ঘোষণা করে ৷

10. বিগত কয়েক সপ্তাহ ধরেই ভারতে করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে ৷ বিশেষজ্ঞদের মতে, ভ্যাকসিন দেওয়ার প্রক্রিয়া দ্রুত সম্পূর্ণ করার মাধ্যমেই দেশ কোভিড-19-এর মোকাবিলা করতে পারবে ৷ সরকারি হিসেব অনুযায়ী জানুয়ারিতে ভ্যাকসিনেসন প্রক্রিয়া শুরুর সময়ে 15 কোটিরও বেশি ডোজ ধার্য করা হয়েছিল ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.