পশ্চিমবঙ্গ

west bengal

আচমকাই ট্রাকে আগুন! রাস্তার ধারে পুড়ে ছাই ধান বোঝাই গাড়ি - Truck catches Fire in Ghatal

By ETV Bharat Bangla Team

Published : Apr 29, 2024, 9:20 PM IST

ধান বোঝাই ট্রাকে আগুন

Truck catches Fire: ঘাটাল পাঁশকুড়া রাজ্য সড়কের ধারে দাঁড়িয়ে থাকা ধান বোঝাই ট্রাকে ভয়াবহ অগ্নিকাণ্ড ! কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। গাড়িতে আগুন লাগায় আতঙ্ক ছড়ায় এলাকায় ৷ তৈরি হয় যানজট ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দাসপুর থানার পুলিশ ও ঘাটাল দমকলের একটি ইঞ্জিন ৷ দমকলকর্মীরা দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার সোনামুই হাটতলা এলাকায়। মূলত ঘাটাল পাঁশকুড়া রাজ্য সড়কের ধারে দাঁড়িয়ে থাকা ধান বোঝাই ট্রাকে হঠাৎ দেখা যায় আগুন। সেই আগুনে দাউ দাউ করে জ্বলতে থাকে গাড়িটি। 

যদিও আগুন নিয়ন্ত্রণে আনার আগেই গাড়ি-সহ বোঝাই ধানের অধিকাংশ পুড়ে ছাই হয়ে যায়। তবে দাঁড়িয়ে থাকা গাড়িতে হঠাৎ কি করে আগুন লাগল তা স্পষ্ট নয়। উল্লেখ্য, তীব্র দাবদাহ ও গরমে জেলার বিভিন্ন প্রান্তে এই আগুন লাগার ঘটনা সামনে আসছে। কোথাও কোথাও জঙ্গলে আগুন লেগে যাচ্ছে, কোথাও আবার কারখানার মধ্যে।

এদিন খড়গপুরের রেলের ওয়ার্কশপের বাইরে আবর্জনায় আগুন লেগে যায়, যা নিয়ন্ত্রণে আনতে দমকলের তিনটি ইঞ্জিনকে হিমসিম খেতে হয়। অন্যদিকে মেদিনীপুর শহরের স্পিনিং মিলে হঠাৎই আগুন ধরে যাওয়ায় তাতেও চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। সম্প্রতি শালবনীর বনে আগুন ধরে যাওয়ার ঘটনায় আতঙ্কিত ছিল বনদফতর। 

ABOUT THE AUTHOR

...view details