পশ্চিমবঙ্গ

west bengal

শত্রুঘ্ন সিনহার সমর্থনে জনসভায় বক্তব্য রাখছেন মমতা বন্দ্যোপাধ্যায়, দেখুন সরাসরি... - Lok Sabha Election 2024

By ETV Bharat Bangla Team

Published : Apr 27, 2024, 2:17 PM IST

Updated : Apr 27, 2024, 2:36 PM IST

Mamata Banerjee Live
Mamata Banerjee Live: নির্বাচনী জনসভায় বক্তব্য রাখছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আসানসোল লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহার সমর্থনে কুলটির ইস্কো বাইপাসের পাশে নিয়ামতপুরের কিশোর সংঘ ময়দানে জনসভা করছেন দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী 13 মে, চতুর্থ দফায় আসানসোলে লোকসভা নির্বাচন। এই সভার পর আরও একটি সভা করার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। এই সভার পর মুখ্যমন্ত্রী আসানসোলের ঊষাগ্রাম বয়েজ হাই স্কুল মাঠে আরেকটি সভা করবেন। প্রচণ্ড গরম ও রোদ্দুর এড়াতে মাথার উপর বিরাট আচ্ছাদন করা হয়েছে। মুখ্যমন্ত্রী ছাড়াও মঞ্চে উপস্থিত রয়েছেন প্রার্থী শত্রুঘ্ন সিনহা। রাজ্যের মন্ত্রী মলয় ঘটক ও একাধিক বিধায়ক ও জেলার অন্যান্য তৃণমূলের নেতারাও রয়েছেন মমতার মঞ্চে ৷ কুলটি থেকে মমতার বক্তব্য সরাসরি দেখুন ইটিভি ভারতে ৷  
Last Updated :Apr 27, 2024, 2:36 PM IST

ABOUT THE AUTHOR

...view details