পশ্চিমবঙ্গ

west bengal

অনুপ্রবেশকারীরা মমতার ভোটব্যাংক: অমিত শাহ, দেখুন সরাসরি... - Lok Sabha Election 2024

By ETV Bharat Bangla Team

Published : May 6, 2024, 1:50 PM IST

Updated : May 6, 2024, 2:26 PM IST

Amit Shah Live: বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রে দলীয় প্রার্থী দিলীপ ঘোষের সমর্থনে নির্বাচনী প্রচারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ এই প্রথম দিলীপের সমর্থনে প্রচারে এলেন তিনি ৷ এর আগে দলের এই বর্ষীয়ান নেতার হয়ে প্রচার সেড়ে গিয়েছেন দেশের আইন ও বিচার বিভাগীয় মন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল । রবিবার রাতে অন্ডালের বিশেষ বিমানে নামার পর দিলীপ ঘোষের হয়ে জনসভায় যোগ দিতে আসেন অমিত শাহ। দুর্গাপুরের সিটি সেন্টারে একটি বেসরকারি তিন তারা হোটেলে রবিবার রাতে দক্ষিণবঙ্গের ছয়টি সাংগঠনিক জেলার কার্যকর্তাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেন তিনি। গভীর রাত পর্যন্ত সেই বৈঠক চলার কারণে অমিত শাহের সোমবারের কার্যক্রমে সামান্য পরিবর্তন করা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী সিটি সেন্টারের হোটেল থেকে সড়কপথে দুর্গাপুর স্টিল টাউনশিপ এর এএসপি স্টেডিয়ামে এসে হেলিকপ্টারে করে সেখান থেকে কৃষ্ণনগরে যান। কৃষ্ণনগর রোড শো শেষ করে দুর্গাপুরে দিলীপ ঘোষের সমর্থনে প্রচার করছেন অমিত শাহ ৷
Last Updated : May 6, 2024, 2:26 PM IST

ABOUT THE AUTHOR

...view details