পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / technology

মাইক্রোসফট ট্রান্সলেটরে অনুবাদ করা যাবে ছত্তিশগড়ী ও মণিপুরি ভাষায়

Microsoft Translator: টেক জায়েন্ট মাইক্রোসফট ট্রান্সলেটরের মাধ্যমে অনুবাদ করা যাবে ছত্তিশগড়ী ও মণিপুরি ভাষাও ৷ মাইক্রোসফট ট্রান্সলেটরে 20টি ভারতীয় ভাষা অনুবাদের সুবিধা আছে ৷

Microsoft Translator
মাইক্রোসফট ট্রান্সলেটর

By ETV Bharat Bangla Team

Published : Jan 26, 2024, 3:46 PM IST

হায়দরাবাদ, 26 জানুয়ারি: অনুবাদকদের আরও সুবিধা ৷ টেক জায়েন্ট মাইক্রোসফটের মাধ্যমে আরও সহজ হল অনুবাদ ৷ আরও দু’টি ভারতীয় ভাষা যুক্ত হল মাইক্রোসফট ট্রান্সলেটর ৷ এবার থেকে ছত্রিশগড়ী ও মণিপুরি ভাষাতেও অনুবাদের সুবিধা থাকবে ৷ এখনও পর্যন্ত মাইক্রোসফট ট্রান্সলেটরে 20টি ভারতীয় ভাষা অনুবাদের সুবিধা আছে ৷

সেই তালিকায় আছে অসমীয়া, বাংলা, বরো, ডগরি, গুজরাতি, হিন্দি, কন্নড়, কাশ্মীরি, কোঙ্কনি, মৈথিলি, মালয়ালম, মণিপুরি, মরাঠি, নেপালী, ওড়িশা, পঞ্জাবি, সিন্ধি, তামিল, তেলুগু, উর্দু ৷ এছাড়াও দু’টি স্থানীয় ভাষা ভোজপুরী ও ছত্তিশগড়ী ভাষাতেও অনুবাদের সুবিধা আছে ৷ মাইক্রোসফট ট্রান্সলেটের সুবিধা দেশের প্রায় 95 শতাংশেরও বেশি মানুষ ব্যবহার করেন ৷

মাইক্রোসফটের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, সরকারিভাবে স্বীকৃত ভাষাগুলি ছাড়াও মাইক্রোসফট আরও অনুবাদকদের সুবিধার্থে অন্যান্য ভাষাও ষুক্ত করেছে ৷ যাতে সহজেই অনুবাদ করা যায় ৷ এই দু’টি ভাষা মাইক্রোসফট ট্রান্সলেটরে যুক্ত হওয়ায় অনুবাদকদের কাজের সুবিধা আরও বাড়বে ৷ আগামিদিনে আরও ভারতীয় ভাষায় অনুবাদের সুবিধা পাওয়া যাবে মাইক্রোসফট ট্রান্সলেটরে ৷

তবে মাইক্রোসফট টান্সলেটরের পাশাপাশি এআই ট্রান্সলেটর অনুবাদকদের মধ্যে বেশ সাড়া ফেলেছে ৷ শিক্ষাক্ষেত্র থেকে শুরু করে, সরকারি মাধ্যম, আর্থিক উন্নয়ন, সাংস্কৃতিক ক্ষেত্র সর্বত্রই নতুন দিশা দেখাতে শুরু করেছে ৷ এই প্রসঙ্গেই মাইক্রোসফটের ম্যানেজিং ডিরেক্টর (ভারতের) রাজীব কুমার বলেন, "আমরা বিশ্বাস করি প্রযুক্তির উন্নয়নের সঙ্গে কর্মসংস্থান বৃদ্ধি পায় ৷ দেশ ও জাতিকে এগিয়ে নিয়ে যায় ৷ উন্নত প্রযুক্তি পারে নতুন সুযোগের দরজা খুলে দিতে ৷ নাগরিক সমাজকে এগিয়ে নিয়ে যেতে ৷ এই নতুন দুই ভাষা মাইক্রোসফট ট্রান্সলেটরে যুক্ত করতে পেরে আমরা গর্বিত ৷" তিনি আরও উল্লেখ করেন মাইক্রোসফট তাদের পণ্যের মাধ্যমে সর্বদা ছাপ ফেলে ৷

আরও পড়ুন:

  1. তিনটি নতুন এআই ফিচার জুড়তে চলেছে গুগল ক্রোমে
  2. বিলের ভয়ে গরমে এসি বন্ধ ! খরচ নিয়ন্ত্রণে রাখতে রইল বেশ কিছু টিপস
  3. বিশ্বে সবচেয়ে দ্রুত 5জি পরিষেবা প্রদানের পর এবার 6জি পরিষেবায় চোখ ভারতের

ABOUT THE AUTHOR

...view details