ETV Bharat / science-and-technology

বিশ্বে সবচেয়ে দ্রুত 5জি পরিষেবা প্রদানের পর এবার 6জি পরিষেবায় চোখ ভারতের

author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 7, 2024, 8:35 PM IST

6G Service in India: সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে 5জি পরিষেবা দিয়ে আগেই নজির গড়েছিল ভারত ৷ এবার সেসব অতীত ৷ কারণ 5জি পেরিয়ে খুব শীঘ্র 6জি পরিষেবা আসতে চলেছে দেশে ৷

6G Service in India
6জি পরিষেবা

নয়াদিল্লি, 7 জানুয়ারি: বিশ্বের দ্রুততম 5জি পরিষেবা চালু করেছে ভারত ৷ এই কৃতিত্ব অর্জনের পরে এবার ভারতের নতুন লক্ষ্য 6জি পরিষেবা ৷ ষষ্ঠ প্রজন্মের যোগাযোগ প্রযুক্তিকে আরও উন্নত করতে আসছে এই 6জি পরিষেবা ৷ এই কানেকশন তৈরি করে বিশ্বব্যাপী টেলিকম সেক্টরে ছাপ ফেলতে চলেছে ভারত । 2022 সালে 5জি কানেকশনের স্পেকট্রাম বরাদ্দ করা হয় ৷ এরপর রিলায়েন্স জিও এবং ভারতীয় এয়ারটেল, এই দুটি বৃহত্তম টেলিকম সংস্থা দেশের 22টি পরিষেবা ক্ষেত্র জুড়ে প্রথম বছরে 5জি চালুর লক্ষ্যমাত্রা অর্জন করেছে ।

বর্তমানে 6জি পরিষেবার বিষয়টি ভাবনা চিন্তার পর্যায়ে রয়েছে ৷ তবে মানব-মেশিন এবং মেশিন-মেশিন সংযোগের প্রতিশ্রুতি পূরণ করবে 6জি ৷ এর জন্য তরঙ্গ তৈরি করা হচ্ছে ৷ 6জির মাধ্যমে টেলিকম ব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে । পরবর্তী প্রজন্মের জন্য 6জি পরিষেবা 5জি প্রযুক্তির উপরেই নির্মিত হবে ৷ সম্ভবত 5জি-এর চেয়ে প্রায় 100 গুণ দ্রুত গতিতে আরও নির্ভরযোগ্য, অতি-নিম্ন লেটেন্সি এবং সাশ্রয়ী মূল্যের সমাধান প্রদান করবে ৷

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি 2023 সালের মার্চ মাসে নয়াদিল্লির বিজ্ঞান ভবনে নতুন আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন ইউনিয়ন (আইটিইউ) এরিয়া অফিস এবং উদ্ভাবন কেন্দ্রের উদ্বোধন করেছিলেন । প্রধানমন্ত্রী এই অনুষ্ঠান থেকে ভারত 6জি ভিশন ডকুমেন্টের উন্মোচনও করেন এবং দেশে 6জি আর অ্যান্ড ডি টেস্ট বেড চালু করেন।

6জি ভিশন ডকুমেন্টে 2030 সালের মধ্যে 6জি প্রযুক্তির নকশা, উন্নয়ন এবং স্থাপনায় ভারতকে অগ্রণী অবদান রাখার কথা বলা হয়েছে ৷ দেশে প্রযুক্তিগত উদ্ভাবনীর দ্রুততার উপর জোর দিয়ে নরেন্দ্র মোদি বলেছেন, "দেশে বিশ্বের দ্রুততম 5জি কানেকশন চালু হওয়ার মাত্র ছ'মাস পরে ভারত 6জি নিয়ে আলোচনা করছে ।"

আরও পড়ুন:

  1. এই দশকের শেষে সিক্স-জি পরিষেবা চালু হবে, ট্রাই-এর 25 বছরে প্রধানমন্ত্রীর ভবিষ্যদ্বাণী
  2. পরিবর্তনের বছর 2014-তে মানুষ পুরনো মোবাইলের মতো সরকারও বদলে দিয়েছিল, কটাক্ষ মোদির
  3. '5জি প্রযুক্তি সম্পূর্ণ দেশের নিজের, দুনিয়ায় ভারতই প্রথম': মন্ত্রী রাজীব চন্দ্রশেখর
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.