পশ্চিমবঙ্গ

west bengal

'আমি অলআউট খেলব', রেড রোড থেকে ফের জোটকে বার্তা মমতার

By ETV Bharat Bangla Team

Published : Feb 3, 2024, 10:58 PM IST

Mamata Banerjee message to Congress again: আসন ভাগাভাগি নিয়ে কংগ্রেস এবং তৃণমূলের মনমালিন্য তুঙ্গে। আর এই অবস্থাতে আরও একবার আঞ্চলিক দলগুলির হয়ে সওয়াল বাংলার মুখ্যমন্ত্রীর। এক্ষেত্রে কংগ্রেসের সমর্থন না পেলেও আঞ্চলিক দলগুলিকে নিয়ে তিনি যে অলআউট লড়াই করতে চান এদিন তা স্পষ্ট করে দিয়েছেন তৃণমূল সুপ্রিমো।

Etv Bharat
Etv Bharat

কলকাতা, 3 ফেব্রুয়ারি: রেড রোডের ধরনা মঞ্চ থেকে আরও একবার রাজ্যে একলা লড়ার বার্তা দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার রেড রোডের এই ধরনা মঞ্চ থেকেই নাম না-করে কংগ্রেসের উদ্দেশে কটাক্ষ ছুড়ে দিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী। শনিবার সেখান থেকেই অল আউট খেলার বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

কংগ্রেসের সঙ্গে জোট নিয়ে টানাপোড়েনের মধ্যে আঞ্চলিক দলদের নিয়ে অলআউট লড়াইয়ের বার্তা দিলেন মমতা। এদিন তৃণমূল নেত্রী বলেন, "আমার দিক থেকে কোনও অসুবিধা নেই। আমি অলআউট খেলব অলআউট জিতব।" মমতা বন্দ্যোপাধ্যায় এদিন স্পষ্ট করে দিয়েছেন, "আঞ্চলিক দলগুলি অলআউট খেললেই বিজেপিকে হারানো সম্ভব।" প্রসঙ্গত ইন্ডিয়া জোটের অংশ হয়েও প্রথম দিন থেকেই আঞ্চলিক দলগুলিকে জোটবদ্ধ করার ক্ষেত্রে বড় ভূমিকা নিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বারবার বলেছেন, এবার লোকসভা নির্বাচনে আঞ্চলিক দলগুলিই গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। এমনকী জোট বৈঠকে কংগ্রেসকে 300 আসনে লড়াইয়ের যে সাজেশন দিয়েছেন, তাতে বাকি 250টি'র মতো আসনে আঞ্চলিক দলকে ছেড়ে দেওয়ার পক্ষে সওয়াল করেছেন তিনি।

যদিও তা এখনও বাস্তবায়িত হয়নি। বরং আসন ভাগাভাগি নিয়ে কংগ্রেস এবং তৃণমূলের মনোমালিন্য তুঙ্গে। আর এই অবস্থায় আরও একবার আঞ্চলিক দলগুলির হয়ে সওয়াল বাংলার মুখ্যমন্ত্রীর। এক্ষেত্রে কংগ্রেসের সমর্থন না-পেলেও আঞ্চলিক দলগুলিকে নিয়ে তিনি যে অলআউট লড়াই করতে চান এদিন সেই বার্তাই দিয়েছেন তৃণমূল সুপ্রিমো। একইসঙ্গে রাহুল গান্ধির ন্যায় যাত্রা থেকে জয়রাম রমেশ তৃণমূল কংগ্রেস সম্পর্কে যতই নমনীয় বার্তা দিন না কেন, মমতা বন্দোপাধ্যায় যে আর তাঁদের শর্তে চলতে রাজি নন এদিন তা আরও একবার স্পষ্ট করে দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী।
আর সেই জায়গা থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ আঞ্চলিক দলগুলোকে নিয়ে তাঁর চলার বার্তা। রেড রোডের মঞ্চ এদিন সমস্ত বিরোধী এবং আঞ্চলিক দলগুলিকেও একত্রিত হওয়ার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর স্পষ্ট বার্তা আঞ্চলিক দলকে নিয়ে অলআউট লড়াইয়ে যেতে চান তিনি।

আরও পড়ুন:

  1. লোকসভার মুখে ইস্তফা দেবের ! তিনটে পদ থেকে সরে দাঁড়ালেন অভিনেতা-সাংসদ
  2. গেরুয়া রং ব্যবহার করে দলতন্ত্র কায়েমের চেষ্টা চলছে, বিজেপিকে আক্রমণ কীর্তি আজাদের
  3. 'বিহারীবাবু'ই আসানসোলে তৃণমূলের প্রার্থী, খুশি 'ম্যাজিক ম্যান' মলয় ঘটক

ABOUT THE AUTHOR

...view details